Asiya Inspire

Asiya Inspire Follow for reminders that touch your soul — Asiya Inspire.

ঈদ মুবারাক 🌙 তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম! সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময় ও বরকতময়।                ...
06/06/2025

ঈদ মুবারাক 🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময় ও বরকতময়।


゚viralシ

02/06/2025

🔴 আমাদের কথায় ও ভাবনায় যে শিরক ঢুকে পড়ে – অজান্তেই!

---

✅ ১. "ও না থাকলে আমি কিছুই হতে পারতাম না"

🔹 এটা বলা ঠিক নয়, কারণ আসল সাহায্য আল্লাহ দেন। মানুষ শুধু মাধ্যম।

---

✅ ২. "তাবিজ না থাকলে আজকে বড় বিপদ হতো!"

🔹 বিপদ থেকে রক্ষা করেন শুধু আল্লাহ। তাবিজে ভরসা মানে আল্লাহর ওপর বিশ্বাস না রাখা।

---

✅ ৩. "এই পাথরটা আমাকে সৌভাগ্য দেবে"

🔹 পাথর কোনো কিছু করতে পারে না। ভাগ্য নির্ধারণ করে আল্লাহ।

---

✅ ৪. "আজ শুক্রবার, কাজ করলেই ভালো হবে!"

🔹 দিন নয়, কাজের ফল দেয় আল্লাহ। দিনকে সৌভাগ্যের মাধ্যম ভাবা ঠিক নয়।

---

✅ ৫. "ওই জায়গায় জিন আছে, আমি যাবো না!"

🔹 জিন আল্লাহর তৈরি, যেমন মানুষ। ভয় পেতে হবে আল্লাহকে, অন্য কাউকে নয়।

---

✅ ৬. "আমার গুরু যা বলে, তাই ঘটে!"

🔹 গুরু বা পীরের কোনো অলৌকিক ক্ষমতা নেই। সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়।

---

✅ ৭. "নজর লেগেছে, তাই এমন ঘটলো"

🔹 নজর সত্যি, কিন্তু রক্ষা করে কে? — কেবল আল্লাহ। তাই সূরা ফালাক ও সূরা নাস পড়া উচিত।

---

✅ ৮. "এই রাশি/তারিখে জন্ম, তাই আমার ভবিষ্যৎ ভালো"

🔹 ভবিষ্যৎ কেউ জানে না, শুধু আল্লাহ। রাশি বা তারা দিয়ে ভাগ্য হয় না।

---

🕋 👉 ইসলামে সবচেয়ে বড় গোনাহ শিরক

🔹 অনেক সময় অজান্তেই আমরা ভুল করে ফেলি।
🔹 আসুন, এসব ভুল থেকে বাঁচি।
🔹 তাওহীদের জ্ঞান বাড়াই। সবকিছু আল্লাহর ওপর ভরসা রাখি।

---

📖 কুরআনের বাণী:

> "আল্লাহ কখনো শিরক ক্ষমা করেন না, তবে যাকে ইচ্ছা অন্য সব গোনাহ ক্ষমা করেন।"
— সূরা নিসা ৪:৪৮

---

🧕🏼✍️ লেখিকা: Asiya Khatun

📌 পেজ: Asiya Inspire
🔁 শেয়ার করে অন্যকে সতর্ক করুন!

28/05/2025

🖤 মানুষ শুধু দুঃখের হিজাব রাখে,
যদি সুখেরও হিজাব রাখতো, তাহলে আপনিও সুখী হতেন...

কখনও কখনও কারো 'সুখ' অন্য কারো 'অভিমান' হয়ে দাঁড়ায়।
সবাই সবকিছু প্রকাশ করে না — তাই কারো ঝলমলে মুখ দেখে নিজের মন ভেঙে ফেলো না।
তুমি যা হারিয়েছো, হয়তো কেউ তা সারাজীবনেও পায়নি...

📿 আল্লাহ জানেন, কার অন্তরে কতটুকু ধৈর্য লুকানো আছে।

10/05/2025

আমরা আল্লাহ্‌র ইবাদাত না করে ভাবি স্বাভাবিক জীবন কেটে যাচ্ছে - আল্লাহ্‌ কিছু মনে করছেন না।

বনী ইসরাইলের এক সাধু বলেছিলেন: হে আল্লাহ্‌! কতই তো আপনার অবাধ্য হই, আপনি তো কিছু করেন না।

আল্লাহ্‌ তাদের নবীকে বললেন: তাকে বলো, "কত শাস্তি তোমাকে আমি দিই, তুমি টেরও পাও না। আমার কাছে হাত তুলে মাফ চাওয়ার ক্ষমতা কি আমি তোমার থেকে কেড়ে নিইনি?"

[আবু নু'য়াইম আল-ইসফাহানি রচিত হিলইয়াতুল আউলিয়া গ্রন্থে বর্ণিত]
Asiya Inspire

07/05/2025

“তোমার জীবনে যদি অন্ধকার নেমে আসে, মনে রেখো—আল্লাহ তা'আলা সবচেয়ে সুন্দর আলো দিতে প্রস্তুত। কখনও হতাশ হয়ো না। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনিই তোমার সব কষ্টের সমাধান জানেন। এখন শুধু তাঁর দিকে ফিরে যাও, অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে। কারণ, আল্লাহ ব্যর্থ করে দেন না সেই বান্দাকে, যে শুধু তাঁর উপর ভরসা রাখে।”
#ইসলামিক_মোটিভেশন
#আল্লাহ_ভরসা

উত্তম জীবনসঙ্গী আতরের মতো সুঘ্রাণ ছড়ায় ..🤎
01/05/2025

উত্তম জীবনসঙ্গী আতরের মতো সুঘ্রাণ ছড়ায় ..🤎

30/03/2025

"ইবাদতের পর পুরস্কার হলো ঈদ, তাই আসুন আনন্দ ভাগ করে নেই!" 🌸

15/03/2025

হৃদয় যখন ভেঙে যায়, তখন মনে হয় আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু এটাই প্রমাণ যে তুমি এখনও অনুভব করতে পারো, এখনও বেঁচে আছো, এখনও নতুন করে শুরু করার সুযোগ আছে!

কেমন হতো যদি আপনার বাড়ির জানলাটা খোলেই দেখা যেতো পবিত্র স্নিগ্ধ ওই সবুজ গম্বুজ?কেমন হবে যদি জান্নাতে আপনার প্রাসাদের জান...
05/01/2025

কেমন হতো যদি আপনার বাড়ির জানলাটা খোলেই দেখা যেতো পবিত্র স্নিগ্ধ ওই সবুজ গম্বুজ?

কেমন হবে যদি জান্নাতে আপনার প্রাসাদের জানলাটা খোলেই দেখা যেতো তো প্রিয় নবিতে সর্বোচ্চ সুন্দর প্রাসাদটি?

বন্ধু কেমন হতো যদি দুনিয়া এবং আখিরাতে তাঁকে প্রতিবেশী- পাওয়া যেতো!!!

~ মুহাব্বাতে মুস্তাফা ﷺ
Asiya Khatun
AsiyaKhatun

03/01/2025

আবু বাকর আমাকে একটা হাদীস শুনিয়েছেন এবং তিনি সত্যই বলেছেন যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেনঃ যখন কোন ব্যক্তি কোন গুনাহর কাজ করে, তার অব্যবহিত পর খুব ভালভাবে ওযূ করে, (মিসয়ারের বর্ণনা মুতাবিক, অতঃপর নামায পড়ে, সুফিয়ানের বর্ণনা মুতাবিক, অতঃপর দুরাক’আত নামায পড়ে) অতঃপর মহান আল্লাহর নিকট ক্ষমা চায়, তখন অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করেন।

[তায়ালিসী, হুমাইদী, ইবনে আবী শাইবা, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবনু মাজাহ, বাযযার, আবু ইয়ালা, আত-তাবারী, উকাইলী, মারওয়াযী, ইবনু হিব্বান, তাবারানী, তুম্মাম, আবু নাঈম, বাগাওয়ী ও ইবনে আবি হাতেম নিজ নিজ হাদীস গ্রন্থে এ হাদীসটি উদ্ধৃত করেছেন। মুসনাদে আহমাদেও ৪৭ ও ৪৮ নং হাদীসে এর পুনরাবৃত্তি হয়েছে]
হাদিসের মানঃ সহিহ (Sahih)

27/12/2024

*❝ আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ_ﷺ...🤍❞*
*-اللهم صل وسلم على نبينا محمد ﷺ*

*রাসূল ﷺ বলেন,,*
*❝ যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে, আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করেন।❞🤍✨*

🌸_[মুসলিম : ৪০৮]_🌸

Address

Faridpur
7830

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asiya Inspire posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asiya Inspire:

Share