31/07/2025
আমি সবসময় খালি হাতেই ফিরেছি!
শেষবার ভেবেছিলাম তুমি পেছন ফিরে তাকাবে, আমার অশ্রুসিক্ত নয়নে নিবদ্ধ হবে তোমার হৃদয়, তুমি তাকাওনি।
ভেবেছিলাম শেষবার আলিঙ্গনে জড়িয়ে কপালে চুমু খেয়ে বলবে, “ আর কষ্ট পেওনা পাখি। আমি তো আছি। ” বলোনি। পরিস্থিতির বেগবান স্রোতের সাথে তাল মিলিয়ে তুমি আমায় ভুলে যেতেই পারো। তবে তোমায় ভুলে যাই কী করে?
প্রেম বিরহের যাতনা তুমি বুঝবে কী করে?
তোমার চোখে তাকিয়ে কখনোই মনে হয়নি, ঐ চোখ জোড়া আমার কখনো সর্বনাশ ডেকে আনতে পারে। ও চোখে তাকিয়েই তোমায় ভরসা করেছি। অথচ দেখো, আজ কতদিন হয় তোমার ভেতর কোনো আকুতি নেই, কোনো আহাজারি নেই, হারানোর ভয় নেই।
আমি সবসময় খালি হাতেই ফিরেছি।
তবুও ভরসা করেছি, হয়তো তুমি বুঝবে একদিন। হয়তো বুঝবে পৃথিবীতে সবকিছুর উর্ধ্বে ভালোবাসা। কাউকে ভালোবাসলে তার যত্ন নিতে হয়, তাকে সময় দিতে হয়, কথা বলতে হয়, মানুষটার খারাপ সময়ে পাশে থাকতে হয়, তার সাথে দেখা করাটাও ভীষণ জরুরী ভালোবাসায়৷
বিশ্বাস করো, তোমার মধ্যে আমার জন্য বিন্দুমাত্র আকুতি দেখিনি আমি। যতদিন চলে গেছে, আমি বুঝেছি তোমার আগ্রহ নেই! দিনদিন তুমি আমায় ভুলতে বসেছো। তবুও কেন যেন মেনে নিতে ভীষণ কষ্ট হয়! আমি তো খালি হাতেই ফিরেছি। দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে শুধু তোমায় চেয়েছি। তবে আর পেলাম কই?
সবকিছু তোমার জন্য কত সহজ!
অথচ দেখো, আমার জন্য সবকিছুই ভীষণ কঠিন। দিন গিয়ে মাস পেরোয়, আমার ভেতর শূন্যতার শুধু বিস্তার ঘটে। এই আমার জন্য তোমার ভেতর কোনো আকুতি আমি দেখিনি! হতে পারে তুমিও ভালোবাসো। তবে এমন ভালোবাসা পৃথিবীতে কাউকে সুখী করতে পারে না, সুখ দিতে পারে না।
📝 : বো্ঁবা্ঁ ম্ঁহাঁরা্ঁজা্ঁ