29/06/2025
মুরাদনগর এখন আর কেবল একটি নাম নয় — এটি আজকের বাংলাদেশের আয়না।
ছেঁড়া পতাকা, বিবস্ত্র মা-বোন...
এই দৃশ্য শুধু চোখ নয়, হৃদয়কে বিদীর্ণ করে দেয়।
আমরা স্তব্ধ, আমরা লজ্জিত... এবং হ্যাঁ — আমরা অসহায়। 💔
ক্ষমা করো মা...
তোমার সন্তানেরা আজ নীরব।
তোমার কান্না আমাদের ঘুম ভাঙায় না,
তোমার চিৎকার আমাদের বিবেক জাগায় না।
যারা নারীর গায়ে হাত তোলে, ধর্মের নামে বর্বরতা চালায় —
তারা মানুষ নয়, তারা পশুও নয়, তারা এই দেশের অভিশাপ।
আর যারা সব জেনে-শুনে চুপ থাকে,
তাদের নীরবতাই হচ্ছে আজকের অপরাধ।
🔴 বিচার হবেই — এই বাংলার মাটিতে, এই চোখের সামনে।
এখন আর দল-মত নয়,
এখন সময় — মানুষের পাশে দাঁড়ানোর,
মা-বোনের ইজ্জতের লড়াইয়ে শামিল হওয়ার।
✊ প্রতিবাদ করো — কারণ আমরা যত চুপ থাকি, অপরাধ তত বেড়ে যায়।
✌️ জেগে উঠো বাঙালি! রক্ষা করো তোমার মা, তোমার বোন, তোমার বাংলাদেশ।
কারণ আমরা আর অসহায় হতে চাই না।
#আমরা_অসহায় #জাগোবাংলা
#মানবতার_ডাক #নারীনির্যাতন_বন্ধ_হোক