প্রিয় পাঠক Dear Reader

প্রিয় পাঠক Dear Reader হে আমার প্রতিপালক তুমি সকল মুসলমানদেরকে তোমার কল্যাণ কাজ করার জন্য তৌফিক দান করুন আমীন।
(আমি একজন মালয়েশিয়া প্রবাসী🇧🇩🇲🇾)

14/09/2025

তোমার যদি হাজার বছরের দীর্ঘ হায়াত হয় তাও একদিন ফুরিয়ে যাবেই।

তবে হে মানুষগণ তোমরা কীসের পিছনে সময় অতিক্রম করছো?কবর কি তোমার অপেক্ষায় নয়?

- পরকালের প্রস্তুতি

মালয়েশিয়াতে স্বাধীনতা উপলক্ষে লটারিতে দ্বিতীয় প্রাইজ পেয়েছি আলহামদুলিল্লাহ 🇲🇾🎁💝
31/08/2025

মালয়েশিয়াতে স্বাধীনতা উপলক্ষে লটারিতে দ্বিতীয় প্রাইজ পেয়েছি
আলহামদুলিল্লাহ
🇲🇾🎁💝

Hari Mardeka Malaysia ❤️🇲🇾
31/08/2025

Hari Mardeka Malaysia ❤️🇲🇾

শাইখ সালেহ আল উসাইমীন رحمه الله বলেন:"তোমার সম্পর্কে উপহাস ও বিদ্রূপমূলক কথা শুনে ধৈর্য ধারণ করো; কেননা দ্বীনের শত্রুর স...
12/08/2025

শাইখ সালেহ আল উসাইমীন رحمه الله বলেন:

"তোমার সম্পর্কে উপহাস ও বিদ্রূপমূলক কথা শুনে ধৈর্য ধারণ করো; কেননা দ্বীনের শত্রুর সংখ্যা অনেক বেশি।"

[শরহ আল-ওয়াসিতিয়্যাহ, পৃষ্ঠা ৫৩০]

- এক ব্যক্তি জিজ্ঞেস করলো: “মনের স্মরণশক্তি কী জোরদার করে?”ইমাম বুখারী ( رحمه الله ) বললেন:“নিয়মিত বই-পুস্তকের দিকে তাকি...
08/08/2025

- এক ব্যক্তি জিজ্ঞেস করলো: “মনের স্মরণশক্তি কী জোরদার করে?”

ইমাম বুখারী ( رحمه الله ) বললেন:
“নিয়মিত বই-পুস্তকের দিকে তাকিয়ে থাকা।”

05/08/2025

- ফুদাইল ইবন ‘ইয়াদ (রহিমাহুল্লাহ)-কে জিজ্ঞাসা করা হয়েছিল: "বিনয় (تواضع) কী?"

তিনি উত্তর দেন:
"বিনয় হলো—হক্ব (সত্য) যেই ব্যক্তির পক্ষ থেকেই আসুক না কেন, তা গ্রহণ করা।"

– সিয়ারু আ‘লামিন নুবালা, ইমাম যাহাবী, ৮/৪৩৪

04/08/2025

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :

মরুভূমিতে হারিয়ে যাওয়া উট পুনরায় ফিরে পেলে উটের মালিক যতোটা খুশি হয়,
বান্দা গুনাহের পরে তাওবা করে ফিরে এলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে খুশি হন

সহীহ বুখারী :৬৩০৮

02/08/2025

সে বলল, আমি আল্লাহর কাছেই আমার দুঃখ বেদনার অভিযোগ জানাচ্ছি। আর আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি, তোমরা তা জানো না’।

— সূরা ইউসুফ, আয়াত : ৮৬

01/08/2025

হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া ও আদবের মধ্যে যোগসূত্র স্থাপন করে দিয়ে গেছেন।

তাকওয়া বান্দা ও আল্লাহর মধ্যকার সম্পর্ক উন্নত করে,
আর আদব-আখলাক* মানুষে মানুষে সম্পর্ককে সুদৃঢ় করে।

🌸 তাকওয়ার ফলে একজন বান্দা আল্লাহর ভালোবাসার উপযুক্ত হয়,
আর আদব-আখলাকের ফলে সে অর্জন করে মানুষের ভালোবাসা।

— ইবনুল কাইয়্যিম (রহ.)
সূত্র: আল-ফাওয়াইদ

আমরা তাকওয়া ও সুন্দর আচরণে নিজেকে গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ।

13/05/2025

Bangladesh biman airlines
Kuala Lumpur to Dhaka
Bye bye Malaysia

আসসালামু আলাইকুম সবাই কে পবিত্র জুম্মার শুভেচ্ছা ও অভিনন্দন।
09/05/2025

আসসালামু আলাইকুম
সবাই কে পবিত্র জুম্মার শুভেচ্ছা ও অভিনন্দন।

Address

Saltah
Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় পাঠক Dear Reader posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share