Faridpur City

Faridpur City Faridpur City is a cultural and social organization which started its journey in 2012
(422)

Faridpur City Page & Faridpur Live Group Helping Faridpur Finding Blood Donors, Finding Missing Persons and Objects Working for the Disadvantaged also find tourist place

24/09/2025

ফরিদপুর এর বোয়ালমারী উপজেলার তেলজুড়ী কুমার নদে অনুষ্ঠিত হবে ১৫০ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
🗓️ তারিখ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
📍 স্থান: তেলজুড়ী কুমার নদ, বোয়ালমারী

খরসূতি সরকারি কলেজ,বোয়ালমারী উপজেলা। ছবি: Rakibul Islam মডারেটর।
24/09/2025

খরসূতি সরকারি কলেজ,বোয়ালমারী উপজেলা।
ছবি: Rakibul Islam মডারেটর।

শরতের প্রাকৃতিক সৌন্দর্যস্থান চান্দাখোলা ,সোনাপুর,সালথা উপজেলা ফরিদপুর।ছবি মডারেটর  BILASH MUKHARJEE
24/09/2025

শরতের প্রাকৃতিক সৌন্দর্য
স্থান চান্দাখোলা ,সোনাপুর,সালথা উপজেলা ফরিদপুর।
ছবি মডারেটর BILASH MUKHARJEE

তাম্বুলখানা বীজ উৎপাদন খামার ফরিদপুর।ছবি মডারেটর জুবায়ের হোসেন।ফরিদপুরকে দেখুন, ফরিদপুরকে জানুন।
24/09/2025

তাম্বুলখানা বীজ উৎপাদন খামার ফরিদপুর।
ছবি মডারেটর জুবায়ের হোসেন।
ফরিদপুরকে দেখুন, ফরিদপুরকে জানুন।

সকালের ফরিদপুর।
24/09/2025

সকালের ফরিদপুর।

ইমাম উদ্দিন চত্বর এর পুণঃ নির্মাণ কাজ শুরু।“ভাঙ্গা ফরিদপুর ৪ লেন বাস্তবায়ন আন্দোলন কমিটির সাফল্য” সড়ক ও জনপথ বিভাগ এর ...
23/09/2025

ইমাম উদ্দিন চত্বর এর পুণঃ নির্মাণ কাজ শুরু।

“ভাঙ্গা ফরিদপুর ৪ লেন বাস্তবায়ন আন্দোলন কমিটির সাফল্য”
সড়ক ও জনপথ বিভাগ এর কাছে “ভাঙ্গা ফরিদপুর ৪ লেন বাস্তবায়ন আন্দোলন কমিটির “ পক্ষ থেকে ইমাম উদ্দিন চত্বরের পুণঃনির্মাণ এর দাবি জানানো হয়েছিলো , সেই দাবিকে বাস্তবায়নে রূপ দিচ্ছে ফরিদপুর সড়ক ও জনপদ বিভাগ।
প্রস্তাবিত ডিজাইন অনুযায়ী-ই নির্মাণ কাজ শুরু হয়েছে ইতিমধ্যে ।
ধন্যবাদ ফরিদপুরের সড়ক ও জনপদ বিভাগকে!
আধুনিক ডিজাইন কমেন্ট বক্সে।

আজকের আকাশটা একটু বেশিই সুন্দরশরতের আকাশ কি যে অপরুপ লাগছে শুধু তাকিয়েই থাকতে মন চায়।স্থানঃ সোনাপুর, সালথা উপজেলা।ছবিঃ B...
23/09/2025

আজকের আকাশটা একটু বেশিই সুন্দর
শরতের আকাশ কি যে অপরুপ লাগছে শুধু তাকিয়েই থাকতে মন চায়।
স্থানঃ সোনাপুর, সালথা উপজেলা।
ছবিঃ BILASH MUKHARJEE মডারেটর
ফরিদপুরকে দেখুন, ফরিদপুরকে জানুন

আজকের আকাশটা একটু বেশিই সুন্দরশরতের আকাশ কি যে অপরুপ লাগছে শুধু তাকিয়েই থাকতে মন চায়।স্থানঃ সোনাপুর, সালথা উপজেলা।ছবিঃ B...
23/09/2025

আজকের আকাশটা একটু বেশিই সুন্দর
শরতের আকাশ কি যে অপরুপ লাগছে শুধু তাকিয়েই থাকতে মন চায়।
স্থানঃ সোনাপুর, সালথা উপজেলা।
ছবিঃ BILASH MUKHARJEE মডারেটর
ফরিদপুরকে দেখুন, ফরিদপুরকে জানুন

আবুল ফয়েজ মুজিবুর রহমান বাংলাদেশের ফরিদপুর জেলায় ২৩ সেপ্টেম্বর,১৮৯৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন আইনজ্ঞ এবং প্রথম বা...
23/09/2025

আবুল ফয়েজ মুজিবুর রহমান বাংলাদেশের ফরিদপুর জেলায় ২৩ সেপ্টেম্বর,১৮৯৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন আইনজ্ঞ এবং প্রথম বাঙালি মুসলিম (ICS – ভারতীয় সিভিল সার্ভিস) অফিসার ছিলেন।

এ.এফ মুজিবুর রহমান ১৮৯৭ সালের ২৩ সেপ্টেম্বর ফরিদপুর জেলার গেরদা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৌলবি আবদুর রহমান। ১৯১৯ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করা সহ পূর্বের সব রেকর্ড ভঙ্গ করেন । ফরিদপুর জেলা স্কুল থেকে প্রবেশিকা পাশের পর ঢাকা কলেজ থেকে আইএসসি ও বিএসসি পাশ করেন। ১৯২০ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনিই প্রথম বাঙালি মুসলমান আইসিএস কর্মকর্তা ছিলেন ভারতবর্ষে।
এ.এফ মুজিবুর রহমান অবিভক্ত বাংলার বিভিন্ন স্থানে প্রায় বাইশ বছর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯২৯ থেকে ১৯৩১ সাল পর্যন্ত ঢাকায় জেলা জজ হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ১৯৪৫ সালের ১২ মে মৃত্যুবরণ করেন মাত্র ৪৮ বছর বয়সে । তাঁর মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘এ.এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন’ স্থাপন করা হয়।

১৯৮৫ সালেএএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন ” নামে একটি দাতব্য ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয় ।
এই ফাউন্ডেশনটি বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে, বিশেষত ঢাকা , জগন্নাথ, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার দেয়। ফাউন্ডেশনটি প্রতি বছর জাতীয় গণিতের স্নাতক অলিম্পিয়াড আয়োজনে বাংলাদেশ গণিত সমিতিকে সহায়তা প্রদান করে থাকে )

Address

Station Road , Faridpur Sadar, Dhaka Division
Faridpur
7800

Alerts

Be the first to know and let us send you an email when Faridpur City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faridpur City:

Share

Story Of Faridpur

ফরিদপুর জেলার প্রতিষ্ঠা ১৭৮৬ সালে।এই জেলা ১৮১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে । প্রখ্যাত সুফি সাধক শাহ শেখ ফরিদুদ্দিনের নামানুসারে ফরিদপুরের নামকরণ করা হয়েছে । ফরিদপুর জেলার পূর্বনাম ছিল ফতেহাবাদ। ফরিদপুর জেলা ১৭৮৬ সালে প্রতিষ্টিত হলেও তখন ফরিদপুরের নাম ছিল জালালপুর এবং প্রধান কার্যালয় ছিল ঢাকা। ১৮০৭ খ্রিঃ ঢাকা জালালপুর হতে বিভক্ত হয়ে এটি ফরিদপুর জেলা নামে অভিহিত হয় এবং হেড কোয়ার্টার স্থাপন করা হয় ফরিদপুর শহরে। গোয়ালন্দ, ফরিদপুর সদর, মাদারীপুর ও গোপালগঞ্জ এই চারটি মহকুমা সমন্বয়ে ফরিদপুর জেলা পূর্ণাঙ্গতা পায়। বর্তমানে বৃহত্তর ফরিদপুর জেলা ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর এই পাঁচটি জেলায় রূপান্তরিত হয়েছে। এই এলাকার প্রাচীন মসজিদগুলোর মধ্যে রয়েছে গারোদা মসজিদ (১০১৩ হিজরি), পাতরাইল মসজিদ ও দিঘী (১৪৯৩-১৫১৯ খ্রিস্টাব্দ), সাতৈর মসজিদ (১৫১৯ খ্রিস্টাব্দ)। এলাকার অন্য উল্লেখযোগ্য স্থাপনা হলো ফতেহাবাদ টাঁকশাল (১৫১৯-৩২ খ্রিস্টাব্দ), মথুরাপুরের দেউল, জেলা জজ কোর্ট ভবন (১৮৯৯ খ্রিস্টাব্দ), এবং ভাঙ্গা মুন্সেফ কোর্ট ভবন (১৮৮৯ খ্রিস্টাব্দ), বসুদেব মন্দির ও জগবন্ধুর আশ্রম শ্রী অঙ্গন। ফরিদপুর থেকে হাজি শরীয়তুল্লাহ ফরায়েজী আন্দোলন শুরু করেন। শরীয়তুল্লাহের পুত্র দুদু মিয়ার নেতৃত্বে এখানে নীল কর বিরোধী আন্দোলন হয়। জেলার প্রধান নীল কুঠিটি ছিলো আলফাডাঙা উপজেলার মীরগঞ্জে, যার ম্যানেজার ছিলেন এসি ডানলপ। এ জেলার ৫২টি নীল কুঠি এর অন্তর্ভূক্ত ছিল। গড়াই, মধুমতি ও বরশিয়া নদীর তীরে নীল চাষ হতো। জেলা শহর বর্তমানে কুমার নদীর তীরে অবস্থিত। ফরিদপুর পৌরসভা সৃষ্টি হয় ১৮৬৯ সালে।