
03/08/2025
কৃতজ্ঞতা জানাচ্ছি Jhon Protik ভাই এর প্রতি।
এরকম ৮০০+ স্বেচ্ছাসেবী রক্তদাতা আছেন যারা Faridpur City app এর স্বেচ্ছাসেবী রক্তদাতা হিসেবে রেজিস্ট্রেশন করেছেন। তাদেরকে প্রতিদিন বিভিন্ন ইউজার ফোন কল করেন রক্তের জন্য। Jhon Protik ভাই এর মতো কে কে Faridpur City app এর মাধ্যমে রক্ত দান করেছেন জানাবেন। আর কে কে রক্ত পেয়েছেন সেটাও জানাবেন অনুপ্রেরণা পাই আমরা। আমরা এসব স্বেচ্ছাসেবী রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই কারন তারা পরবর্তীতে আগ্রহী থাকবে হয়তো আপনার বা আমাদের কারও জন্য।
আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি Jhon Protik. ভাই আপনার প্রতি ফোন কল পেয়ে ছুটে গিয়েছেন রক্তদান করতে। আপনার সু স্বাস্থ্য কামনা করছি। ফরিদপুর সিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।