Saifa'r Ammu

Saifa'r Ammu Assalmu alaikum.... Saifa's Mom. this is my Personal page
(1)

25/06/2025
05/01/2025

এত কুয়াশা🥶বরফ হয়ে যাচ্ছি

25/11/2024

শাশুড়ি আর মায়ের মধ্যে এটাই তফাৎ,, 👇
একটা নবজাতকের মা এর আত্মকাহিনাঃ

শাশুড়িঃ-বাবুর শিশির তেনা গুলো তাড়াতাড়ি ধুয়ে দাও,,শুকিয়ে যাক ।

মাঃ-তুই রাখ অগুলো আমি ধুয়ে দিচ্ছি।

শাশুড়িঃ- বৌ,,, বাবুকে গোসল করিয়ে দাও বেলা চলে গেলো।

মাঃ-গোসল করিয়ে তেল দিয়ে দিছি কোন জামাটা পরাবি।

শাশুড়িঃ-বৌ বাবুকে কখন খাওয়াবা খুদা লাগছে না বাবুর।

মাঃ- এই দেখ পুরা ফিটার খালি খাওয়া শেষ।

শাশুড়িঃ- খাওয়াতে নিলে কান্না করবো কে আমি বুঝিও না।

মাঃ- দে তোর কাছে খাবে না আমি খাওয়াই।

শাশুড়িঃ- বৌ বাবু পটি করছে আসো তাড়াতাড়ি।

মাঃ-(আম্মু কি করো),,,,,,,,,
বাবু পটি করছিলো ধোয়াই দিলাম।

শাশুড়িঃ- বাবু পানি খাবো গো।

মাঃ- বাবুরে পানি খাওয়াইলাম।

শাশুড়িঃ- বাবুন পটির পেনটা এখনো ধোও নাই ওইখানে ফালাই রাখছো কেন?সন্ধ্যায় ধুবা?

মাঃ-এতো সকালেই এগুলো নিয়ে বের হইছোছ ক্যান রাখ আমি ধুবো।

শ্বাশুড়িঃ- বাবু কান্না করতেছে ধরো নেও।

মাঃ- বাবুকে দে আমার কাছে কান্না করতাছে।

শ্বাশুড়িঃ- বাবুর কাপড় গুলা উঠাও গো, ঠান্ডা হয়ে গেলো।

মাঃ-দেখ বাবুর জামা উঠায়ে গরম গরম ভাজ করে রাখছি।

শ্বাশুড়িঃ-আল্লাহ রে শিশি করে একদম ভিজাইলো।

মাঃ- আমার নানু ভাই ই তো শিশি করবো। করো নানু

শ্বাশুড়িঃ- গোসলের পানি এতো ঠান্ডা কেন?

মাঃ- গোসলের পানি রেডি বাবুরে নিয়া আয়।

শাশুড়িঃ- এমনে খাওয়াও কেন? এমনে গোসল করাও কেন? এম্নে তেল দেও কেন? এমনে মুছাও কেন? এমনে জামা পরাও কেন? এমন করলা কেন?

মাঃ- খাওয়াইলাম। গোসল করাইলাম। তেল দিয়ে দিলাম। মুছাই দিলাম। জামা পরাই দিছি। সব কিছু এমন করে করবি। এখন শিখ পরের টা আমি না থকলে নিজে নিজে করিস।

মা এটা একটা শব্দ না এটা একটা ভালোবাসা, এটা একটা আশ্রয়, এটা একটা ভরসার জায়গা, এটা সকল সুখের আধার।
আর এই মায়ের ঋন কখনো শোধ করা যায় না।❤

I love u ma,,,❤️👈
সংগৃহীত.

‼️আমি কখনো কম্পেয়ার করা 'মা' হতে চাই না ‼️✅যারা নিউ "মম"আছি আমাদের মধ্যে কঠিনতম একটা মানসিক রোগ কি জানেন❓⛎১ শিশুর সাথে ...
06/11/2024

‼️আমি কখনো কম্পেয়ার করা 'মা' হতে চাই না ‼️

✅যারা নিউ "মম"আছি আমাদের মধ্যে কঠিনতম একটা মানসিক রোগ কি জানেন❓

⛎১ শিশুর সাথে অন্য শিশুর তুলনা করা! যাকে বলা হয় সামাজিক বদভ্যাস.............

⚠️"ধরুন, অমুকের বাচ্চা ১০ মাসে হাঁটা শুরু করলো প্রতিবেশী খালাদের মতে দৌড়াতে শুরু করলো,তার মানে, এই না যে আপনার কোলের শিশুকেও তার জন্য জোরজবস্তি করবেন 🥹

⭕সহজ সমাধানঃ
আপনার শিশুর যখন সময় হবে সে নিজে থেকে হাঁটবে একেক শিশু একেক মাস থেকে হাঁটা শুরু করতে পারে এটা নরমাল!!

⚠️ধরুন অমুকের বাচ্চার ৬ মাসে ৬ টা দাঁত উঠলো আপনার বাচ্চার একটাও উঠল না তার মানে এই না যে আর কখনো উঠবেই নাl🥹

🚫সহজ সমাধানঃ
১৮ মাসের মধ্যে দাঁত উঠবে একেক শিশুর এক এক মাসে দাঁত ওঠা শুরু করে এতে ঘাবরানোর কিছুই নেই!!

⚠️ধরুন, অমুকের বাচ্চা একটু বেশি হেলদি,আপনার বাচ্চার রোগা, তার মানে এই না যে আপনার বাচ্চা ভবিষ্যতে রোগা হবে......

🚫সহজ সমাধানঃ
১টা শিশুর স্বাস্থ্য সবসময় মা বাবার জেনেটিক্স এর উপর নির্ভর করে বা খাদ্য বেশ যত্নে সুস্বাস্থ্যর ওপর নির্ভর করে, কাজেই এগুলো নিয়ে মন খারাপের কিছুa নেই!!

⚠️ধরুন অমুকের বাচ্চা ১২ মাস বয়সে বাংলা ইংরেজি সব কথা শিখে গেলো, তার মানে এই না যে ১২ মাসে আপনার বাচ্চাকে কথা বলার দক্ষ হয়ে যেতে হবেm!

🚫সহজ সমাধানঃ
শিশুর তাড়াতাড়ি কথা বলা শেখাতে হলে, সব সময় শিশুর সাথে কথা বলা প্যাকটিস করুন!

⚠️ধরুন, অমুকের বাচ্চাটা" ইস" কি যে ফর্সা, আর আমার বাচ্চাটাকে কেন কালো হইলো'রে এটা নিয়েও মন খারাপ করতে বসে যান!!

🚫সহজ সমাধানঃ
গায়ের রং আল্লাহ্ প্রদত্ত আর আপনি এবং আপনার হাসবেন্ড এর জেনেটিক ফেক্টরের উপর নির্ভর!

"গায়ের রং বড় বিষয় নয় একজন সুস্থ স্বাভাবিক বাচ্চাই আল্লাহর দেওয়া বড় উপহার মেনে খুশি থাকুনh

⛎আপনার মনে রাখতে হবে সে তুলনা করা শিশু আর আপনার কোলের শিশু দুজনে কিন্তু আলাদা, আলাদা মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়া শিশু।
আলাদা পরিবার পরিবেশে বেড়ে ওঠা শিশু!

👉তাই তাদের বৃদ্ধি বিকাশ সবটাই কিন্তু আলাদা!
একজন মা হিসেবে অন্য শিশুর সাথে comparison এ যাবেন না!

✅একটা সুস্থ স্বাভাবিক শিশু"
"১৮ মাসের" মধ্যে হাঁটাচলা আদো আদো কথা বলা রেসপন্স, দাঁত ওঠা সব হয়ে যাবে!a(শুধু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ব্যতীত)

🚫⚠️👉কাজেই,,পাড়া-প্রতিবেশীদের আবেগঘন কথাবার্তায় অন্যর শিশুর সাথে আপনার শিশুর comparison করতে যাবেন না 👈
👉নিজেকে হীনমন্যতায় ভোগাবেন না,
👉যেখানে আপনার শিশুকে নিয়ে মন খারাপ মূলক কথা আসতে পারে, পারলে তাদের সঙ্গে ত্যাগ করুন

💜অবশ্যইঃ
আমরা আমাদের মায়েদের প্রতি খেয়াল রাখবো এবং আমাদের সন্তানের প্রতিও খেয়াল রাখবো💜👈

হ্যাপি প্যারেন্টিং 💗

02/11/2024

আলহামদুলিল্লাহ
আমার মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে,মাসআল্লাহ্🥺 আজকে আমার মেয়ের ৮ মাস পরিপূর্ণ হয়ে গেল🥰

আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।

ছবিতে থাকা নিডেল টি হচ্ছে ডাল ভাত সিজারের জন্য কোমরের মেরুদন্ড ভেদ করে এনেস্থেসিয়া দেয়ার যন্ত্র , এর ভেতরে আরেকটা ইনজেকশ...
02/11/2024

ছবিতে থাকা নিডেল টি হচ্ছে ডাল ভাত সিজারের জন্য কোমরের মেরুদন্ড ভেদ করে এনেস্থেসিয়া দেয়ার যন্ত্র , এর ভেতরে আরেকটা ইনজেকশন এর নিডেল পুশ করে মেডিসিন দেয়🥹 ।

এরপর পা থেকে কোমর অবধি একটা ঝাড়া মেরে ধীরে ধীরে অবশ হয়ে যায় । এইটা কোনো বিষয় না । সিজারে আর কি কষ্ট পেট কাটে বাচ্চা বের করে , বাচ্চা এইভাবের হইলে তার জন্য না কি মায়াও থাকে না ।

৫২ টা হাড্ডির ভাঙ্গার ব্যাথা সিজারেও হয় । সাথে কোমরের মেরুদন্ডটা আজীবনের জন্য ভেঙ্গে যায়।
এই এনেস্থেসিয়ার ডোজ অনেকের দুর্বল শরীরে সহ্য হয় না, হার্ড ব্লক হয়ে মারা যায় নয়তো কিডনিতে ইফেক্ট পরে নষ্ট হয়ে যায় ,অনেকের সেলাই ফেটে যায় ,পেকে যায় কি যে কষ্ট 😭।

এরপরেও কেন যায় তাহলে সিজারে?
শখ, অনেক শখ এই জন্য যাই, আজকাল সিজার সম্পর্কে জানেনা এমন মানুষ নেই বল্ললেই চলে ,এত কষ্ট জেনেও সিজার করে নিজের জীবন বাজি রেখে শুধু মাত্র অনাগত সন্তানের কথা চিন্তা করে ।
🥹 কপি পোষ্ট 🥹

অনেক দিন পর চিতই পিঠা হালিম খেলাম😊 মজা ছিল অনেক😋
30/10/2024

অনেক দিন পর চিতই পিঠা হালিম খেলাম😊 মজা ছিল অনেক😋

ঘুরতে চলে আসুন, মেলা শুরু হয়ে গেলো🤌🤷‍♂️মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প ও পণ্য মেলা ২০২৪ স্থান : কালেক্টর মাঠ, নেত্রকোনা।
23/10/2024

ঘুরতে চলে আসুন,
মেলা শুরু হয়ে গেলো🤌🤷‍♂️
মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প ও পণ্য মেলা ২০২৪
স্থান : কালেক্টর মাঠ, নেত্রকোনা।

বুঝে খরচ করুন, সঞ্চয় করুন, ইনভেস্ট করুন 💻 সামনে খুবই খারাপ সময় আসছে! মুদ্রাস্ফীতি ৯% এর বেশি, অর্থাৎ এ বছর যে জিনিস ১০০ ...
19/10/2024

বুঝে খরচ করুন, সঞ্চয় করুন, ইনভেস্ট করুন 💻 সামনে খুবই খারাপ সময় আসছে!

মুদ্রাস্ফীতি ৯% এর বেশি, অর্থাৎ এ বছর যে জিনিস ১০০ টাকা, আগামী বছর সেটা ১০৯ টাকার বেশি হবে। আয় কমছে খরচ বাড়ছে। বিশ্ব অর্থনৈতিক মন্দা আর দুর্ভিক্ষ হয়ত আসছে। অনেক বেশি ঘুরতে যাওয়া, হরহামেশাই দামি কাপড় কেনা, নিয়মিত রেস্টুরেন্টে খাওয়া কমাতে হবে। অযথা যেসব খরচ না করলেও পারা যায় সেগুলো বাদ দিতে হবে।

ইনকামকে তিন ভাগে ভাগ করতে পারেন। এক. ৫০% পরিবারের খরচ, দুই. ২০% পরিবারের বাইরের জরুরি খরচ, তিন. ৩০% সঞ্চয় এবং ব্যাংকে না রেখে ইনভেস্টমেন্ট। তিন নম্বরটা পরে ব্যাখ্যা করছি।

অভিজ্ঞতা থেকে বলছি, অতিরিক্ত অপ্রয়োজনীয় খরচ অনেক সমস্যায় ফেলবে আপনাকে। আর্থিক সমস্যা না হলেও অতিরিক্ত খরচের অভ্যাস দীর্ঘমেয়াদে মানসিক সমস্যার সৃষ্টি করতে পারে। বেশ কয়েক বছর আমার প্রতি মাসে ক্রেডিট কার্ডে ১৫-২৫ হাজার টাকা শুধু রেস্টুরেন্টের বিল এসছে। আমার সাথে যারা চলেছে তারা জানে। এটা যে কত বাজে একটা অভ্যাস আমি বুঝেছি।

এখন আমি একটা পলিসি মেনে চলি। আমার খরচের নতুন কোন খাত তৈরি হওয়ার চান্স থাকলে সেই খরচের জন্য এক্সট্রা আরেকটা ইনকাম সোর্স তৈরির চেষ্টা করি। না পারলে ঐ খরচ এভয়েড করি। এক্সিস্টিং ইনকাম থেকে নতুন কিছুতে খরচ করা বোকামি। আমাকে অনেকে বলে গাড়ি কেনেন না কেন? একটা গাড়ি মানে মাসে লক্ষ টাকা খরচ। সেই খরচের জন্য বাড়তি এক লক্ষ টাকা ইনকামের পথ তৈরি করেই তারপর গাড়ি কেনা যৌক্তিক, নাহয় গাড়ি আর হাতি পোষা এক জিনিস।

সঞ্চয় আর ইনভেস্টমেন্টের কথা বলছিলাম। বাংলাদেশে সর্বোচ্চ ব্যাংক ইন্টারেস্ট ৭%, আর মুদ্রাস্ফীতি ৯%। অর্থাৎ ব্যাংক আপনাকে যা দিবে তা জিনিসের মূল্য বৃদ্ধির চেয়েও কম। তাই ইনভেস্ট করার চেষ্টা করুন। হালাল এবং প্রফিট মুদ্রাস্ফিতির চেয়ে কয়েক % বেশিই হবে এটা নিশ্চিত। টাকা জমিয়ে রাখলে দিন শেষে কমে।

আগামী দিন গুলোতে টিকে থাকতে হলে হিসেবি হোন, হিসেবি মানেই কৃপণতা নয়।

সানজিদুল আলম সিবান©

প্রতিটা মায়ের প্রতিদিনের কাহিনী😒
16/10/2024

প্রতিটা মায়ের প্রতিদিনের কাহিনী😒

একসাথে সংসার বাচ্চা সামলাতে শিখে গিয়েছি🥺 যে মেয়েটা মেয়েটা মায়ের বাসায় থাকাকালীন অল্প ব্যাথাতে কান্না করে দিতো আজ হাজারে ...
13/10/2024

একসাথে সংসার বাচ্চা সামলাতে শিখে গিয়েছি🥺

যে মেয়েটা মেয়েটা মায়ের বাসায় থাকাকালীন অল্প ব্যাথাতে কান্না করে দিতো আজ হাজারে কষ্টের ভিতর সব কিছু একাই সামলায়🖤

এটাই হয়তো মেয়েদের জীবন😅

10/10/2024

-☺wife:-শুনছো আমার হা'র্ড'টা না খুব ব্যথা করছে! একটু উঠবে?

-😎Husband:-ধুর!! এতো রাতে রাত জেগে কি বলো এগুলো? শুয়ে পড়ো😡! কটা বাজে দেখেছো। কাল অফিস আছে আমার।

-☺W:-অ'স'হ্য বুকের ব্য'থা নিয়ে রাত টা কাটিয়ে দিলো!

-------- #সকালে......!!

☺-: মা শুনছেন?! আমার বুকটা কাল রাত থেকে প্রচুর ব্যথা করছে।

💜মা-: ঐ হবে গ্যাস্টিকে! যাও ঔষুধ খেয়ে কাপড়,বিছানা চাদর সব ধুয়ে আনো।।। যাও তো দেখি,অনেক বেলা হয়ে গেলো।

☺☺☺প্রচুর ব্যথা নিয়ে সব কাপড় ধুয়ে,
-মা আমি একটু doctor এর কাছে যাবো?

💜-:এই হচ্ছে তোমাদের মেয়ে ছেলেদের সমস্যা,কিছু হবে না ওমনি doctor. আমাদের কে দেখো,একা হাতে সব সংসার সামলেছি,জীবনে doctor কেমন চোখেও দেখিনি।😒

☺-:আসলে মা বুকটা খুব ব্যথা করছে। সহ্য হয়না আর।আমি কি আমার মা কে call দেবো? তিনি এসে নিয়ে যাবেন আমায়?!

💜-:এই তো আসল কথা।কি বাপু বাপের বাড়ি যাবে তো,তা তোমার স্বামীকে বললেই যেতে পারতে এতো নাটকের কি আছে??

☺-:মা আসলে খুব ব্যথা................

💜-:হয়েছে! call দাও। বলো আমাকে আমার বাপের বাড়ি রেখে আসো,বেড়াতে যাবো কদিনের জন্য!
আর শুনো পারলে বাপের বাড়ি থেকে আর ফিরে এসো না কোনো দিন।

☺-:থাক মা! আমার ব্যথাটা অনেক কমে গেছে।ভালো আছি এখন।(বিয়ের পর স্বামীর বাড়িটাই তো মেয়েদের শেষ ঠিকানা হয়)!

-----------২ দিন পর! #মেয়েটা যখন পৃথিবী ছেড়ে চলে গেলো!

💜-:দেখ বাপ! তোর বউ কে বার বার বলেছিলাম doctor এর কাছে যাও,doctor এর কাছে যাও, আমার কথা কানেই নেয় নি।এখন আর কেঁদে কি করবি।
ভূলে যা ওসব।

--------৪ মাস পর।
ছেলেটা, ও তার পরিবার একটা নতুন জীবন পায়।
নতুন বউকে নিয়ে তাদের সুখের সংসার!

দূরে একটা কবরস্থান থেকে মেয়েটার দীর্ঘ শাস কেউ শুনতে পায়না।☺

this is girls life.☺

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when Saifa'r Ammu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saifa'r Ammu:

Share