04/07/2025
#সুসাইড_নোট
P.2
Writer: Ahmed Rohan Reja
এই যে মিস্টার আর কতো ঘুমাবেন,উঠেন রাতের খাবার রেডি।
রাজ এমন একটা ভাব করল যেন কেবল ই ঘুম থেকে উঠেছে। রাজ ফ্রেশ হতে চলে গেল।
ওমনি সুযোগ পেয়ে দিবা রাজের ফোন হাতে নিয়ে নিল,,,ফোন হাতে নিয়ে লক খুলতেই দিবা ৩৬০° একটা শকট খেল,,,ও মাই গড এটা কিভাবে সম্ভব। রাজ ফ্রেশ হয়ে এসে দেখে দিবা মেঝেতে পরে আছে অজ্ঞ্যান অবস্থায় ,,,,রাজ দিবার কাছে এসে দিবাকে খাটের উপর তুলে দিবার মুখে পানির ছিটা দিতে লাগল,,,,তাতৎক্ষিত দিবার জ্ঞ্যান ফিরে আসে।
কি হয়েছে দিবা তুমি হঠাৎ অজ্ঞান কিভাবে হলে...
দিবা রাজের ফোন টা হাতে নিয়ে বলল দেখো,
কালকে আমি একটা নিয়ত মেয়ের লাশের রিপোর্ট লিখছিলাম, মেয়েটির হাতে সুসাইড নোট ছিল যাতে লেখা ছিল, আমি তার প্রেমে মরেছি,তোমরাও মরবে......
হুম তো এখানে অজ্ঞ্যান হওয়ার কি আছে...
উফ রাজ আমার পুরো কথা শুনো আর দেখো
আমি জেই রিপোর্ট টা করেছিলাম হাইলাইট করে ( আমি তার জন্য মরেছি,তোমরাও মরবে)
সেখানে শতাধিক মেয়ে কি কমেন্ট করেছে দেখো......
কই দেখি.... আমি আজ রাত ১ টা বাজে সাদ থেকে পরে আত্ম*হত্যা করব...!
* আমি আজ বিষ খা**ব
* আমি অলরেডি সিলিং ফ্যানে রশী বেধেছি....
এরকম শত শত কমেন্ট দেখে রাজ একটা অট্ট হাসি দিয়ে বলল,,হাহা ফানি ম্যান দিবা তুমি এসব বিশ্বাস করো,,,,হাহা সবাই মজা করে কমেন্ট করেছে হয়তো,,,
রাজ আমি সিরিয়াস, তোমার কাছে মজা মনে হলে তুমি প্লিজ আমাকে আমার কাজে বিরক্ত কর না,,,খেয়ে ঘুমিয়ে পরো,,,আমার এখনি পুলিশ কে ইনফ্রম করতে হবে......
হ্যালো ইনিসপেক্টর সেলিম বলছি,,,,
স্যার আমি রিপোর্টার দিবা বলছি,,,আপনাদের হেল্প চাই দেশ খুব বিপদের মুখে আছে....
ব্যাপার টা খুলাসাই করে বলুন তো ম্যাডাম....
দিবা সব বিস্তারিত বলল এবং পুলিশ কে সব ডেটা ট্রান্সফার করল,,,,,
ইনিসপেক্টর সেলিম কয়েকজন পুলিশ নিয়ে নেমে পড়লো তথ্যের সত্যতা উদঘাটন করতে....
প্রথমে তারা আজ রাত একটায় যে মেয়ে সাদ থেকে পরে সু*সাইড করার কথা বলেছে তার ইনফরমেশন কালেক্ট করলো,,,,
এখন বাজে রাত ১২:০০ আর মাত্র ১ঘন্টা,,,
ইনিসপেক্টর সেলিম গাড়িতে বসে বাকি পুলিশ দের বলছে সালার আমার মাথায় খেলছে না কেও কি টাইম জানিয়ে সু*সাইড করে,,,
ড্রাইভার আক্কাস বলল,,,স্যার হামার মনে হয় ডাল মে কুচ বি হে.....
এই দারাও দারাও গাড়ি থামাও...লোকেশন তো এখানেই দেখাচ্ছে....
কিন্তু এখানে বিল্ডিং কই সবি তো টিনের ঘর...
এক কাজ করো লোকেশন দেখে দেখে এগোতে থাকো,,,,
বাড়িতে কেও আছেন.....??
দরজা খুলুন.....
ভিতর থেকে এক বৃদ্ধা দম্পতি দরজা খুলে দিল,,,
সেলিম সহ সবাই কে দেখে বৃদ্ধা মহিলা বলে উঠে,,, আপনারা,,,,???
আমি ইনিসপেক্টর সেলিম,,,,,এখানে মিথি নামে কেও থাকে কিনা?? ....
হ্যাঁ আমাদের নাতি মিথির কথা বলছেন,,,,ওর কি হয়েছে,,,,মিথি ঠিক আছে তো,,,
দেখুন আমরা সেটা এখন বলতে পারছি না মিথি এখন কই আছে বলুন আমাদের। আর মিথির রুম টা কি এটা।
হ্যাঁ বাবা এটাই মিথির রুম...
সেলিম মিথির রুমে ডুকে দেখল যেই ফোন থেকে লোকেশন আসছিল সেই ফোনটা টেবিলের উপরেই রাখা
আর ফোনের নিচে একটা খাম,, যেখানে লেখা.... তুমি পুলিছ হবা.. 🤡
সেলিমের মাথা গরম হয়ে গেল,,,,খাম টা খুলে দেখল খামের মধ্যে কিছু নেই।
সেলিম বাইরে এসে মিথির দাদা দাদি কে ফের প্রশ্ন করল মিথি কই??
মিথির দাদা বলল,,মিথি তো সেই বিকেল বেলায়
কোচিং করতে গিয়েছে আর ফিরে আসে নি।
ফিরে আসে নি তো আপনারা কি ওর কোন খোজ ও নেন নি.....
না না ব্যাপার টা তা নয় মিথি এমন প্রায় প্রায় ই কচিং করতে গিয়ে কচিং শেষ এ ওর ফুফির বাসায় চলে যায় সেখানেই থাকে।
ও এই ব্যাপার,,, মিথির ফুফি বাড়ির আর ও কোচিং কোথায় করে সেটার ঠিকানা টা দিন।
ড্রাইভার গাড়ি স্টাট করল আর বলল,,,স্যার আমার কি মনে হয় জানেন....
কি...??
ডাল মে কুচ হে......
সেলিম রেগে গিয়ে ড্রাইভার কে বলল তুই গাড়ি চালা নাহলে তোর পেটের সব ডাল বের করে দিব....প্রথমে মিথির কোচিং সেন্টারের দিকে চল
অবশেষ এ কোচিং সেন্টার খুজে পেল সেলিম...
কোচিং সেন্টারের গেটের সামনে গিয়ে দারোয়ান কে বলল,,, গেট খুলতে,,,,তারপর পুরো কোচিং সেন্টারের বিল্ডিং তল্লাশী করল,,,কিন্তু কাওকেই পেল না,,,,তারপর কোচিং সেন্টারের স্যার দের সাথে কথা বলল,,,যে এখানে মিথি নামে কেও পরে কি না...?
স্যার বলল হ্যাঁ পরে আজকেও তো পরতে এসেছিল, মেয়েটা খুব ভদ্র সভাবের লক্ষী একটা মেয়ে,,,,সব সময় হাশিখুশি থাকে,,,কিন্তু আজকে পড়ানোর সময় লক্ষ করেছিলাম ও খুব আফসেট,,,কিন্তু কি নিয়ে আফসেট সেটা আমি জানি না। আর জিজ্ঞাসাও করি নি।
সেলিম বলল কয়টা বাজে কোচিং শেষ হয়েছে?
৬ টায় স্যার।
ওকে ধন্যবাদ
ঘরির কাটাতে এখন বাজে রাত ১২ টা ৪০
ওহ শিট আক্কাস গাড়ি স্টাট কর তারাতারি।
সেলিমের মাথার ঘাম ছুটে যাচ্ছে।
ড্রাইভার আক্কাস বলল,,,স্যার আমার কি মনে হচ্ছে জানেন...!!
সেলিম তখন তার পিস্তল টা হাতে নিয়ে বলল কি মনে হচ্ছে বল.....?
কিছু না স্যার সামনেই মিথির ফুফু বাড়ি নেমে পরুন।
চলবে.............
( কি মনে হয় মিথি কে কি বাচাতে পারবে পুলিশ)