31/03/2025
আপনার ফেসবুকের ইনএক্টীভ ফ্রেন্ডদের রিমুভ করুন এক ক্লিকে
আপনি নিয়মিত ফেসবুকে ভাল ভাল কন্টেন্ট শেয়ার করেন, কিন্তু সেভাবে এঙ্গেজমেন্ট পান না। এর অন্যতম কারণ হচ্ছে, আমাদের ফেসবুক প্রোফাইলে এমন প্রচুর সংখ্যক ইনএক্টীভ আছে, যারা বছরের পর বছর ধরে আমাদের প্রোফাইলে আছে। তারা হয়ত নিজেদের প্রোফাইলে এক্টিভ আছে, কিন্তু তারা কখনো আমাদের প্রোফাইল ভিজিট করে না, লাইক কমেন্ট কোন কিছুই করে না। ফলে তারা বেঁচে আছে না মরে গেছে সেটাও আমরা জানি না :'( এদের কারণে আপনার কন্টেন্ট সেভাবে অডিয়েন্সের কাছে পৌঁছায় না। আপনার ফ্রেন্ডলিস্টের মূল্যবান যায়গা তারা অযথাই দক্ষল করে আছে। তাই আজকে আমি দেখাব, কিভাবে আপনার প্রোফাইলের এসব ইনএক্টীভ প্রোফাইলগুলো, এক ক্লিকে রিমুভ করা যায়। তাহলে শুরু করা যাক, আমি ধাপে ধাপে স্ক্রিনশটের মাধ্যমে ব্যাপারটা বুঝিয়েছি।
১. প্রথমে আপনার মোবাইলে প্রোফাইলের ছবির উপর ক্লিক করুন।
২. স্ক্রল করে নিচের দিকে চলে যান, Friends এর উপর ক্লিক করুন।
৩. এর পরে Manage এ ক্লিক করুন।
৪. Least Interacted With এ ক্লিক করুন।
৫. এখানে আপনার প্রোফাইলের গত ৯০ দিনের ইনএক্টিভ ফ্রেন্ডদের দেখতে পাবেন। যেমন আমার ৪০ জন ফ্রেন্ড দেখাচ্ছে, যারা গত ৯০ দিনে আমার প্রোফাইল একবেরেই ফলো করে নাই, লাইক কমেন্ট রিয়েক্ট কোন কিছুই করে নাই, মানে এরা একেবারেই ইনএক্টিভ বা মৃত।
৬. এবার Select Multiple এ ক্লিক করুন,
৭. যাদের যাদের আনফ্রেন্ড করবেন তাদের প্রোফাইলে ক্লিক করুন
৮. ক্লিক করা হয়ে গেলে, আনফ্রেন্ড বাটনে ক্লিক করুন। এই এক ক্লিকেই এরা সবাই আনফ্রেন্ড হয়ে যাবে।
এই অপশন ইউজ করলে আপনি অবাক হয়ে যাবেন যে, কি পরিমাণ ইনেক্টীভ প্রোফাইল আপনার ফ্রেন্ডলিস্টে ঢুকে বসে আছে। তাই ফেসবুকে এভাবে ৯০ দিন পর পর এই অপশন ভিজিট করুন। আপনার প্রোফাইলের ইনএক্টীভ ফ্রেন্ডদের রিমুভ করে, একটিভদের ফ্রেন্ডলিস্টে যায়গা দিন। আর এভাবেই সহজে আপনার প্রোফাইলকে আরো এংগেজিং করতে পারবেন।
❌সাবধানতা❌
ফেসবুকের ডাটা অনেক সময় ভুল দেখাতে পারে। এটা ৯০ দিনের গড়, তাই যারা এক্টিভ ফ্রেন্ড আছে তাদেরকেও এই লিস্টে দেখাতে পারে। এছাড়া যেসব ভিআইপি প্রফাইল আপনার ফ্রেন্ডলিস্টে আছে, যাদেরকে আপনি ফলো করেন, কিন্তু তারা হয়ত আপনার সাথে এঙ্গেজ না, তাদের প্রোফাইলও এই লিস্টে আসতে পারে। তাই আনফ্রেন্ড করার সময়, সতর্কতার সাথে সিলেক্ট করবেন। আমি শুধু সিস্টেমটা দেখিয়েছি, সম্পূর্ণ নিজ দায়িত্বে ইউজ করবেন।
ধন্যবাদ!
বিঃদ্রঃ
একটা বিষয় আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমি তাদেরকে বুঝাতে চাইছি, যারা আমার প্রোফাইলে একটিভ না, তাদেরকে। তারা হয়ত তাদের নিজেদের প্রোফাইলে এক্টিভ। আসলে যেসব ফেসবুকে প্রোফাইল আমার প্রোফাইলে কোন এংগেজমেন্ট দেখায় না, লাইক, কমেন্ট, শেয়ার বা কোন কিছুই করে না, তারা আসলে আমার কাছে মৃত প্রোফাইল। কারণ তাদের দ্বারা আমার প্রোফাইলের কোন উপকার হচ্ছে না বরং তারা ফ্রেন্ডলিস্টের যায়গা অযথাই দক্ষল করে, অন্যদের বঞ্চিত করছে। আশা করি বিষয়টা বুঝেছেন।
Dm Mou Akter