Kazi Khairuzzaman Shipon Fans

Kazi Khairuzzaman Shipon Fans Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kazi Khairuzzaman Shipon Fans, Video Creator, Faridpur.

Welcome to my Official page , Viral Parson Interview, And political news, Social news Entertainment Comedy Vedio Please follow my page and like comment & Share

Cover By ( Bagerhat 4 News Zone )

05/09/2025

ঈদে মিলাদুন্নবী, এই দিনটি মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এঁর দুনিয়াতে আগমণের আনন্দ ও তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে উদযাপন করা হয়। যিনি মানবজাতিকে পরিশোধন করেন এবং তাদের সর্বশেষ্ঠ গ্রন্থ কোরআন ও কাজের কথা শিক্ষা দেন। পৃথিবীতে সৃষ্টির সেরা মানব বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এঁর আগমণ দিবস মর্যাদাবান, গুরুত্ববহ এবং আনন্দের। আল্লাহ’র প্রতি ঈমান ও মানবতার পথপ্রদর্শনকারী মহানবীর ধরাপৃষ্ঠে আবির্ভাবের দিন আজ। তিনি সারা বিশ্বের জন্য রহমতস্বরুপ, আমাদের জন্য আল্লাহ’র পক্ষ থেকে সবথেকে বড় উপহার বা এহসান। আল্লাহ তা’আলা তাঁকে দিয়েছেন মহিমান্বিত মর্যাদা। পৃথিবীতে মানুষ ইহজগত ও পরজগতের মুক্তির সন্ধান পায় এই দিনে। হযরত মুহম্মদ (সঃ) এঁর আবির্ভাব ছিল একটি আলোকিত বিস্ময়। মানবজাতি তাঁর আগমণে নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়তা লাভসহ জগতের সমস্ত অন্যায়-অবিচার, কুসংস্কার, নিপীড়ণ-নির্যাতন এবং বৈষম্যের ঘোর অন্ধকার যুগ থেকে নিস্কৃতি লাভের সন্ধান পায়। সেজন্যই তিনি হয়েছেন মানবতার মুক্তির দিশারী।

মানুষ ন্যায় ও সৎ পথে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে রাসুলের (সঃ) দেখানো পথে। নিজ যোগ্যতা, সততা, মহানুভবতা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, আত্মপ্রত্যয়, অসীম সাহস, ধৈর্য্য, সৃৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস, নিষ্ঠা ও অপরিসীম দুঃখ যন্ত্রনা ভোগ করে তিনি তাঁর উপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল-কোরআনের বাণী তথা তওহীদ প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করেন। অন্ধকারের যুগ তথা আইয়ামে জাহেলিয়াতের আমলে আইন, বিচার ও প্রশাসনসহ সর্বক্ষেত্রে বিদ্যমান ব্যভিচার-অনাচারের অরাজকতা বিরাজমান ছিল। এই সময় যাঁর আগমণ হয়েছিল তিনি হলেন রহমাতুল্লিল আলামীন। তিনি আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ দূরীভূত করে ইসলাম কায়েমের মাধ্যমে সত্য, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। সমাজে অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত ও দু:খী মানুষের সেবা, পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শণ, পরমতসহিষ্ণুতা, দয়া ও ক্ষমা গুন, শিশুদের প্রতি দায়িত্ব এবং নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী (সঃ) এঁর আদর্শ অতুলনীয় এবং তাই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত।

আমি আল্লাহ রাব্বুল আল-আমিনের নিকট প্রার্থনা করি মহানবী (সঃ) এঁর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেন নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি। আমি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমি শেষ নবী সাইয়েদুল মুরছালিন হযরত মোহাম্মদ (সঃ) এর জন্য অসংখ্য দরুদ ও তাঁর প্রতি সালাম জানাই।

আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।

রাতের আড্ডায় দক্ষিণ এলাকার কিংবদন্তি নেতা জনাব তরিকুল ইসলামের সুযোগ্য সন্তান খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজপথের অগ...
18/08/2025

রাতের আড্ডায় দক্ষিণ এলাকার কিংবদন্তি নেতা জনাব তরিকুল ইসলামের সুযোগ্য সন্তান খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজপথের অগ্নি মশাল ও বাগেরহাট চার আসনের ১৮ ও ২০ সালে মনোনয়ন প্রাপ্ত ধানের শীষের কান্ডারী ও আগামী দিনের মনোনয়ন প্রত্যাশী আমাদের প্রিয় জননেতা জনাব কাজী খারুজ্জামান শিপন ভাই
বাগেরহাট( ৪ ) আসন #মোড়লগঞ্জ #বাগেরহাট

17/08/2025

শহীদুল হক বাবুল জড়িয়ে ধরলেন এফ.এম, শামীম আহসান ভাই কে মাশাল্লাহ দৃশ্যটা দেখে খুব ভালো লাগলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই কেউ জিতবে কেউ হারবে এটাই বাস্তব দিনশেষে সবাই আমরা জিয়ার সৈনিক তাই নবনির্বাচিত সভাপতি শহিদুল হক বাবুল ভাই এভাবেই বুকে জড়িয়ে সকলের সাথে ভালোবাসা ভাগাভাগি করে নেন।🌾🌾🌾🌾❤️❤️❤️✅✅ #বাগেরহাট #মোড়লগঞ্জ

14/08/2025

ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত,
শনিবার ১৬ ই আগস্ট ২০২৫, মোরেলগঞ্জ উপজেলা বিএনপি'র দ্বিবার্ষিক সম্মেলন সফল ও সার্থক হোক।

বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন ভাইয়ের নেতৃত্বে বাবুল-রাসেল পরিষদের প্রচারণায় নেতাকর্মীদের ঢল নেমেছে এসো নবীন দলে দলে শিপন ভাইয়ের পতাকা তলে 🌾🌾🌾🌾🤲🤲 #বাগেরহাট_জাগো #গণমানুষের_শক্তিই_সবচেয়ে_বড়_শক্তি #ভোটদাওপরিবর্তনআনো ゚ ゚

এক নজরে দেখে নিন মোড়লগঞ্জের ১৬ ইউনিয়নের চূড়ান্ত  কমেটি।  #গণমানুষের_শক্তিই_সবচেয়ে_বড়_শক্তি    ゚  ゚
11/08/2025

এক নজরে দেখে নিন মোড়লগঞ্জের ১৬ ইউনিয়নের চূড়ান্ত কমেটি। #গণমানুষের_শক্তিই_সবচেয়ে_বড়_শক্তি ゚ ゚

রক্তের প্রয়োজনে পাশে দাঁড়াচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন    #গণমানুষের_শক্তিই_সবচেয়ে_বড়_শক্তি  ゚  ゚
21/07/2025

রক্তের প্রয়োজনে পাশে দাঁড়াচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন #গণমানুষের_শক্তিই_সবচেয়ে_বড়_শক্তি ゚ ゚

15/07/2025

শুভ রাত্রি বন্ধুরা

14/07/2025

আলহামদুলিল্লাহ।

আসছে মোড়লগঞ্জ উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে মোড়লগঞ্জ শরণখোলার গণমানুষের নেতা জননেতা কাজী খায়রুজ্জামান শিপন ভাইয়ের প্যানেল ঘোষণা :- সভাপতি প্রার্থী জনাব শহিদুল হক বাবুল এবং সাধারণ সম্পাদক প্রার্থী প্রভাষক ফকির রাসেল আল ইসলাম।

আগামী মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কাজী খায়রুজ্জামান শিপন সমর্থিত প্যানেলে #শহিদুল_হক_বাবুল_ও_রাসেল_ফকির প্যানেলে আপনার মূল্যবান ভোটটি প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোড়লগঞ্জ উপজেলা শাখা সুসংগঠিত করে একটি গতিশীল সংগঠনের রূপ দিন।

#আপনার মূল্যবান ভোটটি প্রদান করুন যারা দুঃসময় ব্যক্তি চিন্তা ভুলে দলের জন্য নিবেদিতি ছিল এমন প্যানেল বাবুল ও রাসেল ফকির প্যানেল।🌾🌾🌾🤲🤲🤲 #শহিদুল_হক_বাবুল_ও_রাসেল_ফকির #বাগেরহাট #ভোটদাওপরিবর্তনআনো ゚ ゚

আলহামদুলিল্লাহ। আসছে মোড়লগঞ্জ উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে মোড়লগঞ্জ শরণখোলার গণমানুষের নেতা জননেতা কাজী খায়রুজ্...
14/07/2025

আলহামদুলিল্লাহ।

আসছে মোড়লগঞ্জ উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে মোড়লগঞ্জ শরণখোলার গণমানুষের নেতা জননেতা কাজী খায়রুজ্জামান শিপন ভাইয়ের প্যানেল ঘোষণা :- সভাপতি প্রার্থী জনাব শহিদুল হক বাবুল এবং সাধারণ সম্পাদক প্রার্থী প্রভাষক ফকির রাসেল আল ইসলাম।

আগামী মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কাজী খায়রুজ্জামান শিপন সমর্থিত প্যানেলে #শহিদুল_হক_বাবুল_ও_রাসেল_ফকির প্যানেলে আপনার মূল্যবান ভোটটি প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোড়লগঞ্জ উপজেলা শাখা সুসংগঠিত করে একটি গতিশীল সংগঠনের রূপ দিন।

#আপনার মূল্যবান ভোটটি প্রদান করুন যারা দুঃসময় ব্যক্তি চিন্তা ভুলে দলের জন্য নিবেদিতি ছিল এমন প্যানেল বাবুল ও রাসেল ফকির প্যানেল।🌾🌾🌾🤲🤲🤲 #শহিদুল_হক_বাবুল_ও_রাসেল_ফকির #বাগেরহাট #ভোটদাওপরিবর্তনআনো ゚ ゚ ゚viralvideo

30/06/2025

লিডার আসছে🌾🌾 বাগেরহাটের গণমানুষের নেতা
স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, সামাজিক প্রগতি ও অর্থনৈতিক মুক্তির প্রতীক—ধানের শীষ🌾
এগিয়ে যেতে হলে দরকার সঠিক সিদ্ধান্ত।
চলুন, একসাথে এগিয়ে যাই একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশের পথে।

🗳️ ধানের শীষে ভোট দিন🌾 — দেশের ভবিষ্যৎ নির্মাণে অংশ নিন🇧🇩

#জিয়াউর_রহমান Tarique Rahman
#ভোটদাওপরিবর্তনআনো ゚ #নতুনপ্রজন্ম ゚followers

28/06/2025

🌾 নতুন প্রজন্মের প্রথম ভোট ধানের শীষে হোক – এটাই হোক নতুন সূচনার অঙ্গীকার! 🌾

সময় এসেছে ইতিহাস বদলের।
সময় এসেছে মিথ্যার মুখোশ খুলে সত্যকে প্রতিষ্ঠিত করার।
এই সময়ের সাহসী তরুণ-তরুণীরা আর নিরব থাকবে না। তাদের হাতে আজ ভোটের শক্তি, পরিবর্তনের চাবিকাঠি।

🎓 যারা এবার প্রথম ভোট দেবে – জেনে রাখো,
তোমার একটি ভোট লাখো মানুষের আশা বয়ে আনে,
তোমার একটি সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে।

তাই…
✅ ভোট দাও, তবে চিন্তা করে দাও।
✅ ভোট দাও, তবে মূল্যবোধ দেখে দাও।
✅ ভোট দাও, তবে ইতিহাস ও স্বাধীনতার পক্ষে দাও।

🇧🇩 ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি বাংলার স্বাধীনতা, গণতন্ত্র আর মানুষের অধিকার রক্ষার এক বাস্তব যুদ্ধচিহ্ন।
এই প্রতীক বয়ে এনেছে শহীদের রক্ত, মায়েদের কান্না, এবং নেতা-কর্মীদের নির্যাতনের দীর্ঘ অধ্যায়।

নতুন প্রজন্ম, তুমি প্রশ্ন করো—
কে ছিল মানুষের পাশে, কে দেয়নি আপোষ?
কে নির্যাতিত হয়েও মাথা নত করেনি?

উত্তর একটাই — ধানের শীষ।

আসুন, আমরা যারা প্রথমবার ভোট দেবো—
আমরা প্রমাণ করি, নতুন প্রজন্ম মুছে ফেলবে দুঃশাসনের ছায়া।
আমরা একসঙ্গে বলি:

"আমার প্রথম ভোট, আমার গর্ব — আমি দেব ধানের শীষকে।"

#প্রথমভোট #ধানেরশীষ #নতুনপ্রজন্ম #ভোটদাওপরিবর্তনআনো
#ভোটদাওপরিবর্তনআনো ゚

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Khairuzzaman Shipon Fans posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category