
22/09/2025
বাংলার গ্রামীণ সমাজে আগে পেঁপেকে অনেক সময় অমৃতফল নামেও ডাকা হতো। আবার প্রাচীন বাংলায় কেউ কেউ এটিকে মাধুকরী ফল নামেও উল্লেখ করেছেন। তবে সবচেয়ে প্রচলিত পুরোনো লোকনাম ছিল –অমৃতফল (Amritphal), কারণ এটি হজমে সাহায্য করত এবং ঔষধি গুণে সমৃদ্ধ বলে মানুষ একে অমৃতের সঙ্গে তুলনা করত।