Faridpur Islamic waz

Faridpur Islamic waz Faridpur Islamic waz
পেইজে আপনাকে স্বাগতম
ওয়াজ মাহফিলের ভিডিও করতে
যোগাযোগ করুন ✆01851175161

বয়ানটি শুনতে( ফরিদপুর ওয়াজ) লিখে সার্চ করুন
23/09/2025

বয়ানটি শুনতে( ফরিদপুর ওয়াজ) লিখে সার্চ করুন

04/06/2025

বনি ইসরাইলের তিন যুবকের ঘটনা
আলোচনায় মাওলানা শওকত আলী

কতটা ক্ষমতা লোভী হয়ে পড়েছে এরা আমার মনে হয় জাতীয় নির্বাচনে বিকাল পাঁচটার আগেই নিজেদেরকে ওরা নির্বাচিত ঘোষণা করবে
03/06/2025

কতটা ক্ষমতা লোভী হয়ে পড়েছে এরা
আমার মনে হয় জাতীয় নির্বাচনে বিকাল পাঁচটার আগেই নিজেদেরকে ওরা নির্বাচিত ঘোষণা করবে

30/05/2025

এই টিপ টিপ বৃষ্টিতে যাদের ফজর কাজা হয়নি
সকলেই বলি আলহামদুলিল্লাহ

28/05/2025

কোরবানির ইতিহাস। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী

সুবহানাল্লাহ ! আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ আমের মাহদি মনসুর আল-কাযাযফি; চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা দিয...
28/05/2025

সুবহানাল্লাহ ! আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ

আমের মাহদি মনসুর আল-কাযাযফি; চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা দিয়েছিলেন লিবীয় এ যুবক। কিন্তু যাত্রা শুরুর মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা, যা হয়ে উঠেছে আল্লাহর কুদরতের এক জীবন্ত দৃষ্টান্ত। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এ ঘটনা।

দুই দিন আগের কথা। ঘড়ির কাটায় ঠিক ১২টা। দুপুরে হজ ফ্লাইটের নির্ধারিত সময়। আমের ছিলেন তার দলের সর্বশেষ হজযাত্রী, যিনি মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ট্রিপোলি বিমানবন্দরে পৌঁছান। কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরই নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান, তার পাসপোর্ট সংক্রান্ত একটি ‘সিকিউরিটি ইস্যু’ দেখা দিয়েছে, যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না।

বাকিরা বোর্ডিং শেষ করে প্লেনে উঠে যান, আর আমের একা বসে থাকেন হজের আশাভঙ্গের আশঙ্কা নিয়ে। পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন, সবই আল্লাহর ইচ্ছা, হয়তো এ হজযাত্রা তোমার কপালে ছিল না।

কিন্তু আমের ভয় পাননি। তার মুখে ছিল দৃঢ় বিশ্বাসভরা জবাব, ইনশাআল্লাহ প্লেনটি উড়বে না, আবার আসবে। আমার নিয়ত হজ, আমি অবশ্যই যাব।

প্রবল বিশ্বাসের সঙ্গে দেওয়া তার এ জবাবের কিছুক্ষণ পরই ঘটে যায় প্রথম বিস্ময়, এয়ারপোর্টে ঘোষণা এলো, প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আর সেটি ফিরে আসছে! বিমানবন্দরে সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কিন্তু তাতেও পাইলট আমেরের জন্য দরজা খোলেন নি।

দ্বিতীয়বারও আমেরকে ছেড়ে উড়ে গেল বিমানটি। কিন্তু, মাঝ আকাশে বিমানটি আবারও বিপাকে পড়ে; এবার মৌসুমি ঝড়ো আবহাওয়ার কারণে। বিমান আবারও ফিরে আসে। তখন পাইলট নিজেই বলেন, আল্লাহর কসম, আমি আর উড়বো না যতক্ষণ না আমের প্লেনে ওঠেন। অবশেষে, বিমানের দরজা খুলে দেওয়া হয় শুধু আমেরের জন্য, আর তিনি উঠে পড়েন সেই বিমানে।

সৌদি পৌঁছে আমের মাহদি মনসুর আল-কাযাযফি নামের ভাগ্যবান এ যুবক একটি ভিডিও বার্তায় বলেন, আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয়। আল্লাহ তার কুদরত দেখিয়েছেন।

সূত্র: গালফ নিউজ

এই আলেম আমাদের আস্থার দীপ্ত মশাল,এই মানুষটিই—জাতির আগামী ভোরের আলোকবর্তিকা।তিনি কিছু বলেননি, কিন্তু পুরো দেশ যেন তাঁর পক...
27/05/2025

এই আলেম আমাদের আস্থার দীপ্ত মশাল,
এই মানুষটিই—জাতির আগামী ভোরের আলোকবর্তিকা।

তিনি কিছু বলেননি, কিন্তু পুরো দেশ যেন তাঁর পক্ষে জেগে উঠেছে!

শায়খে চরমোনাই (হাফি.)—
এই নামটি এখন আর কেবল একটি পরিচয় নয়,
এটি এক আশ্রয়, এক আস্থা, এক নীরব বিপ্লবের নাম।

তিনি নিজের জন্য কোনোদিন উচ্চস্বরে কিছু বলেননি।
ক্ষমতার দ্বারে মাথা নত করেননি,
শুধু সব অবিচার মাথা পেতে সয়ে গেছেন—

কিন্তু আজ, তাঁর সেই নীরবতাই বজ্রকণ্ঠ হয়ে উঠেছে।
মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁর পক্ষে রাস্তায় নেমেছে,
যুবক, বৃদ্ধ, নারী, এমনকি ভিন্নমতের মানুষও বলছে—
“এই আলেমই আমাদের শেষ আশ্রয়, শেষ ভরসা!”

এমন আস্থা, এমন ভালোবাসা,
এমন সম্মান তো জোরে পাওয়া যায় না—
এটি উপার্জিত হয় চরিত্র দিয়ে, নিষ্ঠা দিয়ে, ত্যাগ দিয়ে।

শায়খে চরমোনাই তাঁর জীবন দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন—
নেতৃত্ব মানে কি!
নীতি মানে কি!
আল্লাহভীরুতা মানে কি!

তিনি কোনোদিন জনপ্রিয়তা চাননি,
চেয়েছেন শুধু আল্লাহর সন্তুষ্টি।
আর তাই, আজ কোটি মানুষের হৃদয় তাঁকে
নেতা নয়—আদর্শ হিসেবে গ্রহণ করেছে।

যে যুগে সত্য বলা বিপদজনক,
তখন তিনি সত্য বলার সবসময় সাহস রেখেছেন।
এই সময়, যখন অধিকাংশই বিক্রি হয়ে যায়,
তখন তিনি থেকেছেন বিক্রি-অযোগ্য!

এই আলেম আমাদের আস্থার দীপ্ত মশাল,
এই মানুষটিই—জাতির আগামী ভোরের আলোকবর্তিকা।

27/05/2025

সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা
সচিবদের কড়া বার্তা দিলেন শায়খে চরমোনাই

24/05/2025

কতটা বিরক্ত হলে মানুষ এমন কথা বলতে পারে

ইনশাআল্লাহ সকলেই  থাকার চেষ্টা করবেন। সবাই আসুন আজকে প্রেসক্লাবের সামনে। কথা হোক অধিকার আদায়ের।
24/05/2025

ইনশাআল্লাহ সকলেই থাকার চেষ্টা করবেন। সবাই আসুন আজকে প্রেসক্লাবের সামনে। কথা হোক অধিকার আদায়ের।

24/05/2025

পদত্যাগ করা আপনার অধিকার নাই, এটা জনগণের বিষয়। ড. মুহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে পীর সাহেব চরমোনাই

22/05/2025

বরিশালের মেয়রের জন্য ইসলামী আন্দোলনকে ঠিক ঢাকায় আ*ন্দোলন করতে হবে! ঢাকায় মানে ঠিক যমুনার কাছে। সোজা আঙ্গুলে ঘি ওঠেনা বাংলাদেশে।আ*লেমদের জন্য তো অধিকার থাকতেও নেই।মগের মুল্লুকে ভদ্রতা দেখাবেন? কার সাথে দেখাবেন? এই দেশে সবার যদি সামান্য অধিকারও থেকে থাকে, আ*লেমদের মোটেও নেই। মুফতী ফয়জুল করীম জুলাই বি*প্লবের নেতা হয়েও তিনি আজ অবহেলিত। অধিকার চাও, অধিকার আদায় করে নাও।
প্রত্যেকটি মুজাহিদ ভাইয়েরা প্রস্তুত হন, ডাক আসবে ইনশাআল্লাহ

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when Faridpur Islamic waz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category