Entertainment by Mou

Entertainment by Mou "আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক"
অর্থ: হে আল্লাহ,আপনি আমার ভাগ্যকে খুলে দিন🤲
(51)

যা যা শিখলাম;1️⃣ তনু:- বাড়ির বাইরে যাওয়া উচিত না।2️⃣ আবরার ফাহাদ:- যা খুশি তাই বলা যাবে না। 3️⃣ তোফাজ্জল:- যেখানে সেখানে...
12/07/2025

যা যা শিখলাম;

1️⃣ তনু:- বাড়ির বাইরে যাওয়া উচিত না।
2️⃣ আবরার ফাহাদ:- যা খুশি তাই বলা যাবে না।
3️⃣ তোফাজ্জল:- যেখানে সেখানে খাওয়া যাবে না।
4️⃣ পারভেজ:- যেখানে সেখানে হাসা যাবে না।
5️⃣সোহাগ চা'দা দিবি - না হলে জীবন দিবি।

পরের দিন হয়তো আমরা আরেক উদাহরণ হবো ।

আমার বিয়ে হয়েছে বছর আট। স্বামী....! চাকরি করে একটা ব্যাঙ্কে। ভদ্র, শান্ত, যত্নশীল সবাই বলে, "তোর তো ভাগ্য ভালো মেয়ে 🥰এমন...
11/07/2025

আমার বিয়ে হয়েছে বছর আট। স্বামী....! চাকরি করে একটা ব্যাঙ্কে। ভদ্র, শান্ত, যত্নশীল সবাই বলে, "তোর তো ভাগ্য ভালো মেয়ে 🥰এমন বর হাজারে একটা,!"

শুরুতে সব ঠিক ই ছিলো, নতুন বিয়ে, রঙিন দিন গুলোয় আমি ডুবে ছিলাম। কিন্তু সমস্যা টা যে শুরুতেই ছিলো তা আমি শুরুতে বুঝিনি..বা বোঝার মত বয়স হয়ে উঠেনি..!

কিন্তু ধীরে ধীরে একটা অদৃশ্য শূন্যতা ঘিরে ধরল আমাকে। রাতে পাশে শুয়ে থাকা মানুষটা যেন ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল। যখন আমি একটু ছুঁয়ে দিতে চাইলাম – সে মুখ ঘুরিয়ে নিল।

কখনও বলল - মাথা ধরেছে, আবার কখনও অফিসের কাজের ক্লান্তি,আবার কখনো অন্য কিছু। আর আমি অপেক্ষা করে গেলাম... রাতের পর রাত।

প্রথমে ভাবতাম - সময় দাও, ঠিক হয়ে যাবে। তারপর নিজেকে দোষ দিতে শুরু করলাম। হয়তো আমি আর ওর চোখে আগের মতো সুন্দর নই?

নিজেকে আরও যত্ন নিতে শুরু করলাম, চুলে নতুন ছাঁট, শাড়িতে রঙিন ভাব, ঠোঁটে একটু বাড়তি লিপস্টিক।

তবুও... তার চোখে কখনও কোনো আগ্রহ দেখিনি। সেই চোখে ছিল কেবল দায়বদ্ধতা, অভ্যাস... আর নিঃস্বর্ত দূরত্ব।
একদিন বলেই ফেললাম
"আমি কি তোমার পছন্দ নই?ভালোবাসো আমাকে? "
সে খুব গুরুত্ব না দিয়ে বলল -
"হিম তুমি তো এমনি ই সু্ন্দর "'
তার উত্তরে তখন বুঝলাম, আমার জীবনে একজন স্বামী আছে, কিন্তু সঙ্গী নেই।

দিনগুলো কেটে যায় আমি রান্না করি, সংসার চালাই, স্কুলে বাচ্চা কে নিয়ে যাই,নিয়ে আসি,,আর বাচ্চা কে শিখাই সম্পর্ক মানে কী, ভালোবাসা মানে কী। আর রাত হলে... নিঃশব্দে নিজেকে জড়িয়ে ধরি।

এই সমাজে অনেক মেয়েই আছে যারা একটা নামধারী সম্পর্কে বেঁধে থাকলেও প্রেম, ছোঁয়া, অন্তরঙ্গতা এই শব্দগুলো শুধু গল্পে খুঁজে পায়।
আর প্রতিদিন এক নতুন মুখোশ পরে বেরোয় হাসিখুশি দেখানোর অভিনয় করে।
আমি আজও বেঁচে আছি।
তবে পূর্ণ নই।
আমি শুধু চাই - আর কোনো মেয়ে যেন এমন 'সুখী' দাম্পত্যে নিঃস্ব না হয়ে পড়ে।

, ,

08/07/2025

ক্লান্ত.....!

07/07/2025
27/06/2025

শুক্রবারে কার বাড়ি কি স্পেশাল রান্না হলো..?

26/06/2025

তুমি জীবন, জীবনের মত থাকবা,,,তুমি কেনো স্বপ্ন, প্রেম,রং,কেয়ার,আদিখ্যেতা চাইবা..?হিমমমম

22/06/2025

লোভে চোক দু'টো ঝলঝল করে,,
চেহারাটা দেখলেই মনে হয় ইবলিশ সয়তান হয়তো এমন ই...
এই ধরনের মানুষ গুলোর ধংশ দেখার খুব ইচ্ছে আমার...

19/06/2025

পেন্সিল হারানোর বয়স টাই ভালো ছিলো,,,মানুষ হারানোর বয়স টা বড্ড ভয়ংকর...‼️

17/06/2025

সকাল ৫.৫০..
ভিষণ বৃষ্টি🌧️
রাস্তায় আমি একা ছাতা মাথায় হাটছি....☔☔

16/06/2025

যেটা তোমার কাছে অবহেলা,,সেটা অন্যের কাছে দরকারি...
ভাত হোক কিংবা প্রেম
মানুষ দু'টোর জন্যই ভিকারী..

15/06/2025

পছন্দ আর ভালোবাসার ভিতর পার্থক্য কি জানেন??
ফুল পছন্দ করেন বলে ছিরে কাছে নেন,আর ভালোবাসা হলো সেই গাছে প্রতিদিন একটু করে পানি দেওয়া... 🥀🌱

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when Entertainment by Mou posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Entertainment by Mou:

Share