All Faridpur

All Faridpur এখানে ফরিদপুরসহ এর জেলা উপজেলার সব খবর পাবেন।

09/04/2025

কোমল পানীয় (speed) পান করে যুবকের করুন অবস্থা। ফরিদপুর সদর উপজেলা

25/03/2025

ছেলেটার বাসা সোনাতলায়

সলঙ্গা থেক সিরাজগঞ্জ রোডে আসার পথে সিদ্দিকিয়া মার্কেটের কাছে ৩ লক্ষাধিক টাকা লুটে নিয়ে হাত পা বেধে রেখে যায়।

কেউ চিনে থাকলে উনার পরিবারকে জানাবেন....!

13/03/2025

রাস্তায় মেয়েকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে,তারপর মেয়ে চিল্লাতে থাকলে একজন এসে তাকে আটক করে, তারপর পাবলিক এসে তাকে ধরে কিছুটা আইন নিজের হাতে তুলে নেয় আবার তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়, মানে পুলিশের হাতে,, মেয়ের মা এসে বাধা দিচ্ছিলো না মারার জন্য, বড় কিছু হয়ে যাবার ভয়ে,

এই ছেলের বাড়ি শরিয়তপুর

ঘটনাস্থল - নুরের ছালা,নতুন বাজার, গুলশান,

31/01/2025

ফরিদপুর জেলার সদরপুর থানার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে মসজিদের হুজুর চার বছর এক বাচ্চাকে ধর্ষণ করেন মসজিদের ভিতরে এলাকার লোকজন যেনে যাওয়ার পরে পালিয়ে যায় নগরকান্দা থানার গজারিয়া গ্রাম থেকে তাকে ধরেন পুলিশ এবং চার বছরের বাচ্চার গার্ডিয়ান ।

16/01/2025

মাদারীপুরে পুলিশের দুই এএসআই’য়ের মদ্যপ অবস্থায় অশ্লীল নৃত্য ভাইরাল।অভিযুক্ত দুই পুলিশ ক্লোজড

মাদারীপুরের রাজৈর থানা পুলিশের দুই উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই)-এর নারী নিয়ে অশ্লীল নৃত্যের কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজৈর থানায় কর্মরত ওই দুই এএসআইয়ের সাথে যোগ হয়েছে রাজৈর উপজেলা যুবলীগের কয়েক নেতাও। এতে সমালোচনার ঝড় বইছে পুরো জেলা জুড়ে। বিষয়টি জানাজানির পরে ক্লোজড করা হয়েছে অভিযুক্তদের। তবে পুলিশ সুপারের দাবী, শৃঙ্খলা বর্হিভূত কর্মকান্ডের সাথে যুক্ত হওয়ায় বিভাগীয় মামলা হবে অভিযুক্তদের বিরুদ্ধে। আর অভিযুক্তদের দাবী, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র।
ভাইরাল ভিডিও দেখে জানা যায়, মাদারীপুর জেলার রাজৈর থানায় দুই উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারীর চারটি ভিডিও ক্লিপ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেই ভিডিওতে দেখা যায়, তারা একটি টিনশেট ঘরে মদ্যপ অবস্থায় একাধিক নারীকে নিয়ে নাচা-নাচি করছেন। একই কক্ষে এক নারীকে জড়িয়ে ধরে কোলে নিয়ে চুমু খাচ্ছেন। এসময় সিগারেটের ধোয়া উঁচিয়ে গানের তালে তালে উল্লাস করছে। আবার কখনো যুবলীগের কয়েক নেতাও নাচের তাল দিচ্ছেন। সে কক্ষের খাটে বসে তাদের সাথে নারীদের নৃত্য উপভোগ করছেন রাজৈর উপজেলা যুবলীগ নেতা রাহাত হোসেনও।
খোঁজ নিয়ে জানা যায়, রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের নটাখোলা জগদীসের বাড়ি ও আনন্দপুরের ভবত শের বাড়ির সাথে গ্যারেজে মাঝে মধ্যেই আসর বসান বিভিন্ন শ্রেণীর বখাটেরা। যেখানে মদ, গাঁজাসহ অবৈধ কর্মকান্ড চলে। অভিযোগ আছে, বিভিন্ন সময়ে পুলিশ সদস্যদের নিয়ে বেশ কয়েকজন পলাতক যুবলীগ নেতাও সেখানে অশ্লীল কর্মকান্ড করে থাকেন। এমন কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পরে পুলিশ বিভাগ।
এব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ খান বলেন, ‘পুলিশ বাহিনী শৃঙ্খলা মেনে কাজ করেন। কোন অবস্থায়ই আইনের বাহিরে কিছু করতে পারেন না। যদি অন্যায় বা শৃঙ্খলা ভঙ্গের কাজ করেন, তার সেই কাজের দায়ভার পুলিশ বিভাগ নিবে না। অভিযুক্তদের বিষয় জানতে পেয়ে তাৎক্ষণিক পুলিশ সুপারকে অবহিত করা হয়। তিনি তাদের ক্লোজড করেছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ভিন্ন ভিন্ন কথা বললেন অভিযুক্ত দুই উপ-সহকারী পুলিশ পরিদর্শক। এ বিষয়ে অভিযুক্ত স্বপন অধিকারী বলেন, ‘আমি বিনদাস মানুষ, মাঝে মধ্যে একটু আমোদ ফুর্তি করি। অনেক সময় আসামী ধরতে নানা কৌশল নিতে হয়। এতে যদি অন্যায় হয়, তাহলে আমি দোষী। আর অন্যায় না হলে কিছু করার নেই।’
অন্য জন মো. হাদিবুর রহমান বলেন, ‘আমার জন্ম দিন উপলক্ষ্যে কিছু দিন আগে বন্ধু-বান্ধব মিলে একটু আনন্দ-ফুর্তি করেছি। কিন্তু সেটা ভিডিও করে কে ভাইরাল করলো, বিষয়টি বুঝে আসছে না। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রও হতে পারে। তবে আমি ভুল শিকার করছি, এরকম কাজ আর কখনো করবো না।’
যুবলীগ নেতা রাহাত হোসেনের সাথে ওই আসরে মাতলামি করেছেন কেন, এমন প্রশ্নের জবাবে হাদিবুর রহমান বলেন, ‘কে কে ছিল, সেটা জানি না। আমার বন্ধুরা মিলে এমন আয়োজন করেছিল, তাই সেখানে গিয়েছি। তাছাড়া আমাদের শরীরে কোন ইউনিফর্ম ছিলো না। সবারই কম বেশি আনন্দ-ফুর্তি করার অধিকার আছে।’
অন্যদিকে মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, ‘পুলিশ বাহিনী অত্যন্ত শৃঙ্খলা মেনে কাজ করে। ইতোমধ্যে যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, সেটা অত্যন্ত নিন্দনীয়। কোন ভাবেই এটা কোন পুলিশের সদস্য করতে পারে না। তাৎক্ষনিক অভিযুক্তদের পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। অচিরেই শৃঙ্খলা ভঙ্গ করায় বিভাগীয় মামলা করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে।’
অভিযুক্ত এই দুই কর্মকর্তার বিরদ্ধে মামলা বাণিজ্য, আসামীদের গ্রেফতার না করে অনৈতিক সুবিধা গ্রহণসহ নানা অভিযোগ রয়েছে সহকর্মীদের মধ্যেও। তবে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি অনেকেই।
আর যুবলীগ নেতা রাহাত হোসেন পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার পরিবার এসব বিষয় কথা বলতে রাজি নয়।

04/01/2025

মর্মান্তিক ঘটনা, ভ্যান চালককে গলাকেটে হত্যা করে মাটিরনিচে পুতে রেখেছে,চুনাঘাটা এলাকার ঘটনা।
😭😭 তার পরিচয় পেতে শেয়ার করুন।

17/10/2024

অলৌকিক ভাবে বেচে গেল ২৯ দিনের নবজাতক শিশু।

ফরিদপুর এর ভাঙ্গা উপজেলার বাবনাতলা ও সদরদি এর মাঝামাঝি রাস্তায় ভয়াবহ এক্সিডেন্ট।

অনেকের আহত ও নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

#ফরিদপুর

17/10/2024

এই মাত্র পাওয়া ফরিদপুর এর ভাঙ্গা পূর্ব সদরদী ও বাবলা তলার মাঝামাঝি পয়েন্টে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে আলিফ পরিবহন।অনেকেই মারাত্মক ভাবে জখম হয়েছে!

কেউ নিহত হয়েছে কি না এই বিষয়ে স্পষ্ট কোন তথ্য জানা যায় নি

আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

18/07/2024

ফরিদপুরের অবস্থা খুবই খারাপ😭🙏

02/07/2024

ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ঘনেশ্যামপুরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মাকে জবাই করলো ছেলে।
😭😭

26/06/2024

বরিশাল পটুয়াখালী সড়কের নলছিটি তূর্য পাম্পের সম্মুখে এসএ পরিবহন-মাইক্রোবাস মারাত্মকভাবে সংঘর্ষ।

26/06/2024

ফরিদপুর এর ভাঙ্গায় অজ্ঞাত এক যুবতীর লা*শের সন্ধান পাওয়া গেছে।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পড়ারণ গ্রামের চকের কাশবনের ভিতর অজ্ঞাত এক নারীর লাশের সন্ধান পাওয়া গেছে।

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when All Faridpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share