25/07/2025
জুম্মা মোবারক...
আজ শুক্রবার, মুসলমানদের জন্য এক বিশেষ ও মর্যাদাপূর্ণ দিন, যাকে জুমার দিন বলা হয়। এই দিনটি সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয় এবং ইসলামে একে "সপ্তাহের ঈদ" বলা হয়েছে। জুমার দিনে বিশেষ গুরুত্বসহকারে জুমার নামাজ আদায় করা হয়, যা সপ্তাহের সবচেয়ে বড় সম্মিলিত ইবাদত। হাদিস অনুযায়ী, এই দিনে আদম (আঃ) সৃষ্টি হয়েছিলেন, তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তাঁকে পৃথিবীতে পাঠানো হয়। শুক্রবারে দোয়া কবুল হওয়ার বিশেষ একটি সময় রয়েছে, যা অনেক ফজিলতপূর্ণ। এ দিন মুসলমানদেরকে পবিত্রতা রক্ষা, গোসল করা, সুন্দর পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। জুমার খুতবা মনোযোগ দিয়ে শোনা এবং নামাজের পর বেশি বেশি দরুদ ও দোয়া পড়া অত্যন্ত সওয়াবের কাজ। তাই জুমার দিনটি আত্মশুদ্ধি, ইবাদত ও নেক আমলের মাধ্যমে অতিবাহিত করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।