05/12/2025
ভাঙ্গায় বরিশাল মহাসড়কে কৈডুবি নামক স্থানে রেল ক্রসিং স্থানে নিউ মদিনা বাসের নিচে যাত্রীসহ অটো চাপা পরে প্রান গেলে শিশু সহ এক ফ্যামেলির ৩ জনসহ মোট নিহত ৪ জন, নিহতদের নাম.. ১। শিশু রায়ান (৩) পিতা কবিরুল,বাচ্চার মা ২।রিমু আক্তার,(২২) স্বামী:কবিরুল।
৩।বাচ্চার নানি নুরজাহান(৫০)স্বামী আ:রহমান শিকদার, ৪। পুরুষ একজন অজ্ঞাত..এখনো জানা যায়নি আর ৩ জন বেশি গুরুতর আহত অবস্থায় তাদেরকে ফরিদপুর, ঢাকা, হাসপিতালে রেফার করা হয়েছে।