সাপ্তাহিক বাংলা সংবাদ - bangla sangbad

সাপ্তাহিক বাংলা সংবাদ - bangla sangbad সাপ্তাহিক বাংলা সংবাদ
সাপ্তাহিক বাংলা সংবাদ ডিজিটাল মাধ্যমে
আপনাকে স্বাগতম।
মুজিব সড়ক, ফরিদপুর-৭০০০।

যোগাযোগ : কোর্ট কম্পাউন্ড,ফরিদপুর-৭৮০০ ।

মোবাইল : 01855-943900
ই-মেইল :

এই পেজের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।

নবমী পালিত হচ্ছে |ফরিদপুর ছবি: বিনয়, ফরিদপুর শারদীয় দূর্গা উৎসব |২০২৫
01/10/2025

নবমী পালিত হচ্ছে |ফরিদপুর
ছবি: বিনয়, ফরিদপুর
শারদীয় দূর্গা উৎসব |২০২৫

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শারদীয় শুভেচ্ছা
28/09/2025

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শারদীয় শুভেচ্ছা

27/09/2025

শারদীয় দূর্গাপূজার সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে চলছে | ফরিদপুর | FARIDPUR
ভিডিও - প্রতিবেদন : এয়এম সাহান

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদে শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত 🔴সারাদেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্...
27/09/2025

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদে শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত
🔴সারাদেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবী

🎇ঢাকা :২৭ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০ টায় জাতীয় সাংবাদিক সংস্থার (২০২৫-২০২৮) মেয়াদের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ ও পরিচিতি সভা জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোছাঃ আছিয়া আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় নীতিনির্ধারক পরিষদের সদস্য সচিব মোঃ আবুল বাসার মজুমদার এবং জারিন মনজুম মৌ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়-এর মা সামসি আরা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন এমসিএল এর ডিরেক্টর মোঃ আনিসুর রহমান, এবং শহীদ সাংবাদিক আবু তাহের মোঃ তুরাব-এর ভাই আবুল আহসান মোঃ আজরফ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থার মহাসচিব মোঃ আলমগীর গনি, নীতিনির্ধারক পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল হোসেন , সদস্য মুহম্মদ মনজুর হোসেন, নির্বাহী পরিষদের নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, সহকারী মহাসচিব শেখ ফয়েজ আহমেদ । এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, বিভাগীয়,
জেলা ও উপজেলা শাখার সভাপতি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক বৃন্দ ।

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই শপথ ও পরিচিতি সভায় বক্তারা শহীদ সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের ন্যায্য অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণের প্রত্যয় ব্যক্ত করেন। সারাদেশে সাংবাদিকের নামে দায়েরকৃত অসংখ্য মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্যাতন, হয়রানি বন্ধের দাবী জানানো হয়েছে।
তাঁরা আশা প্রকাশ করেন যে নতুন কমিটি সাংবাদিকদের অধিকার আদায়, সৃজনশীল সাংবাদিকতা চর্চা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় বলিষ্ঠ ভূমিকা রাখবে।

জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। টানা ৪৪ বছরের ঐতিহ্যে গৌরবমণ্ডিত এই সংগঠন নতুন প্রজন্মের সাংবাদিকদের এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতা পেশাকে একটি মহান দায়িত্ব ও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরে বলেন—“সাংবাদিকরা জাতির বিবেক, আর সাংবাদিকদের অধিকার রক্ষা মানে জনগণের অধিকার রক্ষা, সভা শেষে সকল জেলা ও উপজেলা শাখা থেকে আগত নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

ফরিদপুর
27/09/2025

ফরিদপুর

26/09/2025

ফরিদপুরে সাংবাদিকদের
মধ্যে কলহে সামাজিক মাধ্যমে
বিরোধ ছড়ানোর অভিযোগ, দায়িত্বশীলদের এগিয়ে আসা
জরুরি

26/09/2025

মিথ্যা মিশ্রিত অপ-সাংবাদিকতায় ফরিদপুরে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী, মাদকের সাথে জড়িত থাকার অভিযোগ।

বাংলাদেশ আল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ফরিদপুরের অম্বিকাপুরে তালিমি বৈঠক অনুষ্ঠিত মো মনিরুল ইসলাম, স্টাফ  রিপোর্টার : বাং...
26/09/2025

বাংলাদেশ আল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ফরিদপুরের অম্বিকাপুরে তালিমি বৈঠক অনুষ্ঠিত

মো মনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে আজ ফরিদপুরের অম্বিকাপুর বাজারে এক ইসলামি তালিমি বৈঠকের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বাংলাদেশ আল ইসলাম ফাউন্ডেশন ও আল ইসলাম পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও পরিচালক খোন্দকার মিসবাহহুস সালেহীন বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় আলোচনা পেশ করেন জনাব রফিকুল ইসিলাম বিনসাইদ,বিশিষ্ট দাই ও ইসলামি আলোচক।

বক্তা তার উপস্থিত বক্তব্যে ইসলামের প্রকৃত সংস্কার তুলে ধরেন এবং ইসলামের আলোকে এই সংয়স্কার গুলো কিভাবে সমাজে বাস্তবায়ন করা যায় সেই সম্পর্কে আলোচনা করেন।

বক্তা মিসবাহুস সালেহীন বাবুকে উদ্দেশ্য করে বলেন বাবু ভাই ইসলামের জন্য যে কাজ করে চলেছেন তার প্রকৃত উদাহারন আল ইসলাম পাবলিক লাইব্রেরি যার মাধ্যমে সমাজ পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। আল্লাহ তার এই মহান উদ্যোগকে কবুল করে নিন। তাছাড়া তিনি অনুষ্ঠানে স্বেচ্ছা সেবকদের উদ্দেশ্যে বলেন আপনাদের অক্লান্ত পরিশ্রমের জন্য এই অনুষ্ঠান সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এভাবে ইসলামের জন্য সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করেছন।

পরে অনুষ্ঠান শেষে উপস্থিত শ্রোতাদের মাঝে খাবার বিতরন করা হয়।

জুলাই শহীদ সমাধি | ফরিদপুর
26/09/2025

জুলাই শহীদ সমাধি | ফরিদপুর

26/09/2025
পূজা উপলক্ষে ‌ফরিদপুরে  সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় পুলিশ সুপার ফরিদপুর : ফরিদপুরে শারদীয়া দুর্গাপুজা উপলক্ষে ফর...
24/09/2025

পূজা উপলক্ষে ‌ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় পুলিশ সুপার

ফরিদপুর : ফরিদপুরে শারদীয়া দুর্গাপুজা উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল মোঃ আসিফ ইকবাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ। মতবিনিময় সভায় ‌ শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ‌ ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরা হয়। এ সময় জানানো হয়‌ পূজা উপলক্ষে ‌ ফরিদপুরের ‌ নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, ইতোমধ্যে ‌ প্রত্যেক মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা ‌‌ অব্যাহত থাকবে ‌। একই সাথে ‌ প্রত্যেকটা মন্দিরকে যেন ‌‌ সিসিটিভির আওতায় আনা হয় ‌ সেদিকে লক্ষ্য রাখতে হবে।
পূজা চলাকালীন অবস্থায় ‌ যেন ‌ ইভটিজিং ‌ কিশোর গ্যাং এর তৎপরতা ‌ বৃদ্ধি না পায় ‌‌ সেদিকে লক্ষ্য রাখা হবে। তাছাড়া ‌ পূজা উপলক্ষে ‌ এক সপ্তাহ মদের দোকানগুলো ‌ বন্ধ রাখা হবে,
ডিজে পার্টি করা যাবে না ‌ এবং ‌ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ‌ সম্পৃক্ত যেমন ‌ পুজোর গান ‌‌ পুজো সংশ্লিষ্ট গান ‌ পরিবেশন করতে হবে। পুজোতে ‌ গুজব ‌ সৃষ্টি করে
যেন কোন বিশৃঙ্খলা না ঘটতে পারে ‌ সেদিকে লক্ষ্য রাখা হবে। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ‌ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
পূজা চলাকালে ‌ গুরুত্বপূর্ণ মন্দিরগুলোতে সব সময় ‌ পুলিশি টহল ‌ ‌ ব্যবস্থা থাকবে ‌ এবং পেট্রোলিং টিম কাজ করবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ‌ বিসর্জন দিতে হবে ‌ এর বাইরে যাওয়া যাবে না । পূজা উপলক্ষে ‌‌ শহরে যাতে কোন যানজট ‌সৃষ্টি না হয় ‌ সেদিকে লক্ষ্য রাখা হবে।
সভায় জানানো হয় ‌ ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার জেলা। আর তাই ‌ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ‌ সবাইকে একসাথে এগিয়ে ‌ আসতে হবে ‌। এ সময় ‌ বিগত দিনের মতো এবারেও ‌ শারদীয় দুর্গাপূজা সফল করতে ‌ সাংবাদিকদের ‌‌ সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয় ‌। #

Address

FARIDPUR
Faridpur
7800

Alerts

Be the first to know and let us send you an email when সাপ্তাহিক বাংলা সংবাদ - bangla sangbad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাপ্তাহিক বাংলা সংবাদ - bangla sangbad:

Share

Category

Our Story

২০১৪ সাল হইতে ফরিদপুর এক্সপ্রেস ডটকম ফরিদপুর অঞ্চলের একটি অনলাইন নিউজ মিডিয়া হিসেবে পরিচালিত হয়ে আসছে। সকল ফরিদপুর বাসী ও শুভাকাঙ্খীবৃন্দদের এই আঞ্চলিক মিডিয়া বিকাশে সকলের সহযোগিতা কামনা করছে।

সম্পাদক ও প্রকাশক : শেখ ফয়েজ আহমেদ ( Sheik Fayaz Ahamed,L.L.B) সম্পাদকীয়, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আলিপুর বানিজ্যিক এলাকা ফরিদপুর -৭৮০০ । ফোন : ০৬৩১-৬৬২১৫, মোবাইল : ০১৭৯৯-২৫৫৩৮৮ , ০১৮৫৫ ৯৪৩ ৯০০, ই-মেইল : [email protected] , info@ faridpurexpress.com © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত www.faridpur-express.com এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।