
16/08/2025
👉আওয়ামীলীগ কে ১ম বার পূর্নবাসন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
বিনিময়ে ১৭দিনের মধ্যে তিনি শহীদ হলেন।
⭐ ২য় বার পূর্নবাসন করছে জাতীয় পার্টি।
বিনিময়ে জাতীয় পার্টি আজ বিলুপ্তির পথে।
⭐ ৩য় বার পূর্নবাসন করল জামায়াত ইসলাম।
বিনিময়ে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসী।
⭐ ৪র্থ বার ওয়ান ইলেভেনের সময় আওয়ামীলীগকে পূর্নবাসন করেছিল বাংলাদেশ সেনাবাহিনী।
যার বিনিময়ে ৫৭ জন চৌকস সেনা অফিসারকে অকালে অপঘাতে মৃত্যুর কাঁফন পড়তে হয়েছে।
⭐ ৫ম বার কেউ আওয়ামীলীগ কে পূর্নবাসনের দুঃসাহস দেখাবেন না।
বিষয়টি সকল রাজনৈতিক দলকে গভীর ভাবে উপলব্ধি করে সঠিক নির্ভুল বাস্তবসম্মত উপস্থাপন করে জাতীকে সতর্ক করতে হবে
👉ড.কর্ণেল (অব:) অলি আহমেদ বীর বিক্রম।