Faridpur vlog

Faridpur vlog Alhamdulillah for everything
(3)

👉আওয়ামীলীগ কে ১ম বার পূর্নবাসন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিনিময়ে ১৭দিনের মধ্যে তিনি শহীদ হলেন। ⭐ ২য় বার পূর্নবা...
16/08/2025

👉আওয়ামীলীগ কে ১ম বার পূর্নবাসন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
বিনিময়ে ১৭দিনের মধ্যে তিনি শহীদ হলেন।
⭐ ২য় বার পূর্নবাসন করছে জাতীয় পার্টি।
বিনিময়ে জাতীয় পার্টি আজ বিলুপ্তির পথে।
⭐ ৩য় বার পূর্নবাসন করল জামায়াত ইসলাম।
বিনিময়ে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসী।
⭐ ৪র্থ বার ওয়ান ইলেভেনের সময় আওয়ামীলীগকে পূর্নবাসন করেছিল বাংলাদেশ সেনাবাহিনী।
যার বিনিময়ে ৫৭ জন চৌকস সেনা অফিসারকে অকালে অপঘাতে মৃত্যুর কাঁফন পড়তে হয়েছে।
⭐ ৫ম বার কেউ আওয়ামীলীগ কে পূর্নবাসনের দুঃসাহস দেখাবেন না।
বিষয়টি সকল রাজনৈতিক দলকে গভীর ভাবে উপলব্ধি করে সঠিক নির্ভুল বাস্তবসম্মত উপস্থাপন করে জাতীকে সতর্ক করতে হবে
👉ড.কর্ণেল (অব:) অলি আহমেদ বীর বিক্রম।

এই দেশে মাওলানা ভাসানীদের সম্মান দেওয়া হয়নি, তাদের ত্যাগ জাতিকে জানতে দেওয়া হয়নি-ইতিহাস বিকৃত করে তাদের উপস্থাপন করা...
16/08/2025

এই দেশে মাওলানা ভাসানীদের সম্মান দেওয়া হয়নি, তাদের ত্যাগ জাতিকে জানতে দেওয়া হয়নি-

ইতিহাস বিকৃত করে তাদের উপস্থাপন করা হয়েছে স্বাধীনতা বিরো'ধী হিসেবে..!

অথচ তারাই ইতিহাসের মহানায়ক ❤️

15/08/2025

গাজীপুরে এক নব বধূকে তুলে নিয়ে ধর্ষণ করা হলো।

রেপিস্ট কিছুক্ষণের মধ্যে পুলিশের কাছে ধরাও পড়লো।

কিন্তু আশ্চর্য কনফিডেন্স নিয়ে সে পুলিশ অফিসারকে বললো, আমার বা* ছেড়ার ক্ষমতাও তোমার নাই।

কিছুক্ষণ পর শেখ মুজিব থানায় ফোন করে সেই ধর্ষককে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।

ধর্ষক হাসতে হাসতে জেল থেকে বের হয়ে আসেন।

কাহিনীটা ১৯৭৪ সালের।

হুমায়ূন আহমেদ এর দেয়াল বইতেও এর কাছাকাছি একটা কাহিনি পাবেন।

এটা শুধু একটা ঘটনা।

এমন হাজারটা ঘটনা দেখানো যাবে,যেখানে মুজিব নিজে সরাসরি গুম খুন আর ধর্ষকদের প্রোটেকশন দিয়েছেন।

সিরাজ সিকদারকে খুন করা হয়েছিল চট্টগ্রামে।

স্বাধীন বাংলাদেশের প্রথম বিচার বহির্ভূত হত্যাকান্ড।

মুজিব সংসদে দাঁড়িয়ে সেই খুনকে সেলিব্রেট করে বললেন, কোথায় আজ সিরাজ শিকদার?

বাংলাদেশের ২০ লাখ লোক দুর্ভিক্ষে মারা গেল।

অস্ট্রেলিয়ার এক সাংবাদিক ক্যামেরার সামনে কাঁদতে লাগলেন।

মুজিব অত্যন্ত রেগে মেগে সেই সাংবাদিককে এটাক করে বললেন, ১৫-২০ হাজারের বেশি মানুষ মরেনি। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

মাত্র ৩ বছরে শুধুমাত্র জাসদের ৪০ হাজার নেতা কর্মীকে হত্যা করিয়েছেন শেখ মুজিব।

৪ টা পত্রিকা রেখে বাকি সব পত্রিকাকে নিষিদ্ধ করেছেন শেখ মুজিব।

হাসিনা যদি হয় ফেরাউন। মুজিব ছিলেন ডাবল ফেরাউন।

এই ফেরাউনকে যারা আজ বিনম্র শ্রদ্ধা জানালেন, আপনারাই আর ১০ বছর পর হাসিনাকেও বিনম্র শ্রদ্ধা জানাবেন।

মুজিবকে সম্মান করা মানে গাজীপুরে গ্যাং রেপ হওয়া সেই নব বধূটার রক্তকে সেলিব্রেট করা।

মুজিবকে শ্রদ্ধা জানানো মানে মুজিবের লুটপাটে, দুর্ভিক্ষে মারা যাওয়া বাংলাদেশের ২০ লাখ মানুষের রক্তকে সেলিব্রেট করা।

মুজিবকে শ্রদ্ধা জানানো মানে জাসদের ৪০ হাজার নেতা কর্মীকে হত্যা সেলিব্রেট করা।

মুজিবকে শ্রদ্ধা জানানো মানে ৪ টা পত্রিকা রেখে বাকি সব পত্রিকা নিষিদ্ধ করাকে সেলিব্রেট করা।

মুজিবকে সেলিব্রেট করতে যদি আপনি পেরে থাকেন, হাসিনাকেও আপনি সেলিব্রেট করতে পারবেন।

শেখ মুজিবের একমাত্র পরিচয়, তিনি খুনী। হাসিনা ১৭ বছর ধরে চেষ্টা করেও মুজিবের ৩ বছরের সমান খুন করতে পারে নাই।

সেই খুনীকে আজ জানানো হচ্ছে বিনম্র শ্রদ্ধা!!

আল্লাহর অশেষ রহমত ফেরাউন এই দেশে জন্মে নাই।

জন্মালে এই দেশের কিছু মানুষ সেই ফেরাউনকেও বিনম্র শ্রদ্ধা জানাতো।

২০ লাখ লোককে দুর্ভিক্ষে মেরে ফেলার পরেও, ৪০ হাজার নেতা কর্মীকে খুন করার

💥একবার নির্বাচিত হতে পারলে আমি নিরামিষভোজী হয়ে যাবো, এ আমার ওয়াদা!!এখন যা টুকটাক মাংস খাই, তাও আর খাবো না।অতঃপর নির্বাচি...
14/08/2025

💥একবার নির্বাচিত হতে পারলে আমি নিরামিষভোজী হয়ে যাবো, এ আমার ওয়াদা!!
এখন যা টুকটাক মাংস খাই, তাও আর খাবো না।অতঃপর নির্বাচিত হয়ে সেই সিংহটি তার ওয়াদা রক্ষা করলো এবং সেই জঙ্গলের সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।

14/08/2025
আমাদের দুই কলিজা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আর আমীরে জামায়াত Dr. Shafiqur Rahman
14/08/2025

আমাদের দুই কলিজা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আর আমীরে জামায়াত Dr. Shafiqur Rahman

ফিটনেস টেস্টে অকৃতকার্য হয়েছেন,,,তাসকিন আহম্মেদ,,,। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আনফিট খেলোয়াড় তিনি,,,।সুঠাম দেহের অধিকারী...
13/08/2025

ফিটনেস টেস্টে অকৃতকার্য হয়েছেন,,,তাসকিন আহম্মেদ,,,। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আনফিট খেলোয়াড় তিনি,,,।সুঠাম দেহের অধিকারী,,, মেদ ভুঁড়ির কারনে হাপিয়ে যাচ্ছেন একটু দৌড়াতেই,,,।একজন পেস বোলার এর এমন ফিটনেস হতে পারেনা,,,ফিটনেস নিয়ে অনেক কাজ করতে হবে,,, সামনে দু'টি বড় টুর্নামেন্ট আছে,,, শরিল কমাতে হবে,,,। ভুঁড়ি কমাতে হবে,,,এখন ১৩০ সে বল করতেই ঘাম বের হয়ে যায়,,, একটা সময় ১৪০+ নিয়মিত বল করতো ।লিংক কমেন্টে দেওয়া আছে,,, ফিটনেস টেস্টের।
লিপু

আমার চাচার ঢাকায় একটা বিল্ডিং আছে। ৫  তলা। সেই বিল্ডিং তার ৫ মেয়ের নামে উইল করে দিয়েছে। চাচার কোনো ছেলে নাই। চাচাকে জিজ্...
13/08/2025

আমার চাচার ঢাকায় একটা বিল্ডিং আছে। ৫ তলা। সেই বিল্ডিং তার ৫ মেয়ের নামে উইল করে দিয়েছে। চাচার কোনো ছেলে নাই।
চাচাকে জিজ্ঞেস করলাম, মেয়েরা তো সম্পত্তির অর্ধেক অংশ পাবে। বাকিটা তার ভাই, বা অন্য আত্মীয়রা পাবে। সে বলল, এই বিল্ডিং আমি নিজের টাকা দিয়ে করেছি। তাই এই সম্পত্তিতে অন্যের ভাগ নাই।
জানতে চাচ্ছি হল, মিরাস অনুযায়ী চাচার দালানের ভাগ কিভাবে হবে। আমাদের তো হক আছে এখানে , কিভাবে হক আ%*দায় করা যাবে ?

[ইনবক্স থেকে ]

ভারত 🇮🇳 পাকিস্তানে 🇵🇰 আবার কিছু হইলো নাকি?ইসলামাদে প্রচুর মিসাইল ফায়ারিং হচ্ছে
13/08/2025

ভারত 🇮🇳 পাকিস্তানে 🇵🇰 আবার কিছু হইলো নাকি?
ইসলামাদে প্রচুর মিসাইল ফায়ারিং হচ্ছে

প্রাণ কোম্পানির মত একটা বড় কোম্পানি কিভাবে এই ভুলটা করে বুঝলাম না 😗🥱
13/08/2025

প্রাণ কোম্পানির মত একটা বড় কোম্পানি কিভাবে এই ভুলটা করে বুঝলাম না 😗🥱

মাশা'আল্লাহ!"ছোটো কালের দুই বন্ধু - এখন কত পরিবর্তন আলহামদুলিল্লাহ" পরিবর্তন হোক শুধু আল্লাহর জন্য🌺🌼
13/08/2025

মাশা'আল্লাহ!"
ছোটো কালের দুই বন্ধু - এখন কত পরিবর্তন আলহামদুলিল্লাহ" পরিবর্তন হোক শুধু আল্লাহর জন্য🌺🌼

ঘটনা ১ -বিগত ১০ মাস ধরে সিলেটের সাদা পাথর লু*টকারীদের ধরার সুযোগ পায়নি পুলিশ!ঘটনা ২ - রাজধানীর ফুটপাতে একজন সৎ ভাত বিক্র...
13/08/2025

ঘটনা ১ -বিগত ১০ মাস ধরে সিলেটের সাদা পাথর লু*টকারীদের ধরার সুযোগ পায়নি পুলিশ!

ঘটনা ২ - রাজধানীর ফুটপাতে একজন সৎ ভাত বিক্রেতার দোকার উ'ৎখাত করলো পুলিশ!

জি হ্যা! এটাই আমাদের সো'নার বাংলাদেশ 🇧🇩

Address

Faridpur
Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when Faridpur vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faridpur vlog:

Share