ভূজপুরের কন্ঠ

ভূজপুরের কন্ঠ ভূজপুরের সর্বশেষ খবরাখবর পেতে আমাদের সাথেই থাকুন!

আজ ফটিকছড়ি কলেজ মাঠে,জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫, ⚽🏆ফাইনাল খেলা, সর্বোচ্চ গোলদাতা : তাশরিক উল্লাহ নিশাদ, ⚽সেরা গ...
27/10/2025

আজ ফটিকছড়ি কলেজ মাঠে,
জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫, ⚽🏆
ফাইনাল খেলা,
সর্বোচ্চ গোলদাতা : তাশরিক উল্লাহ নিশাদ, ⚽

সেরা গোলকিপার : ইমরান হোসেন রিয়াদ 🧤

27/10/2025

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল।

রাকসু শপথ অনুষ্ঠান!শাহবাগ পাড়ায় আগুন, বিশ্ববিদ্যালয় কি এখন মাদ্রাসা হয়ে গেলো?👀
27/10/2025

রাকসু শপথ অনুষ্ঠান!
শাহবাগ পাড়ায় আগুন, বিশ্ববিদ্যালয় কি এখন মাদ্রাসা হয়ে গেলো?👀

🚨 সড়ক দুর্ঘটনা সংবাদ 🚨হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামে ঢাকা–সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে মর্মান্তিক দুর্ঘটন...
27/10/2025

🚨 সড়ক দুর্ঘটনা সংবাদ 🚨
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামে ঢাকা–সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
উদ্ধারকাজে দ্রুত উপস্থিত হয় মাধবপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণ।
আল্লাহ তায়ালা নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা দান করুন। 🤲
#সড়কদুর্ঘটনা #মাধবপুর #দোয়া #বাংলাদেশ

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ❗নানুপুর মাতৃসদনে ওভারডোজ ওষুধে শিশু মৃত্যুর মর্মান্তিক ঘটনা — অপচিকিৎসায় ঝরে গেল...
27/10/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ❗
নানুপুর মাতৃসদনে ওভারডোজ ওষুধে শিশু মৃত্যুর মর্মান্তিক ঘটনা — অপচিকিৎসায় ঝরে গেল আরেকটি নিষ্পাপ প্রাণ।
ফটিকছড়ি প্রশাসনের কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি।
আল্লাহ তায়ালা এই মাসুম শিশুকে জান্নাতের ফুল হিসেবে কবুল করুন ও তার মা-বাবাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। 🤲
#ফটিকছড়ি #অপচিকিৎসা #শোকসংবাদ #নানুপুর #ভূজপুরকণ্ঠ

27/10/2025

বরিশালে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৪ জনের মৃত্যুদণ্ড✊

27/10/2025

গণঅধিকার পরিষদের ৪৯ নেতার পদত্যাগ✍️

নাজিরহাটে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩ পরিবার — সুমন, ইসান ও মৃত নারায়ণের পরিবার নিঃস্ব 😢 #নাজিরহাট  #অগ্নিকাণ্ড  #ফটিকছড়ি  #ভ...
27/10/2025

নাজিরহাটে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩ পরিবার — সুমন, ইসান ও মৃত নারায়ণের পরিবার নিঃস্ব 😢
#নাজিরহাট #অগ্নিকাণ্ড #ফটিকছড়ি #ভূজপুরকণ্ঠ

27/10/2025

টুপি নিয়ে কথা-কাটাকাটি, ঘুমিয়ে থাকা মাদরাসা ছাত্রকে গলা কেটে হ-ত্যা।

📰 ফটিকছড়িতে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধারনিজস্ব প্রতিবেদক | ভূজপুর কণ্ঠচট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের পশ্চি...
27/10/2025

📰 ফটিকছড়িতে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | ভূজপুর কণ্ঠ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর সৈয়দ বাড়ি এলাকায় নিখোঁজের একদিন পর স্থানীয় ধানিজমির পাশে এক প্রবীণ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মো. আব্দুল মালেক (সওদাগর) (৬৫)। তিনি পশ্চিম ভূজপুর সৈয়দ বাড়ির মৃত আবুল বশরের দ্বিতীয় পুত্র এবং ভূজপুর কাজির হাট বাজারের একজন পরিচিত প্রবীণ ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে তিনি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে আর বাড়ি ফেরেননি। পরদিন সোমবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে বাড়ির সামনের ধানিজমির পাশে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে এক কৃষক পানিতে ভাসমান মরদেহটি দেখতে পান।

খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের ছেলে মো. আরিফ জানান, “আমার বাবা কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করছি, অসাবধানতাবশত পুকুরে পড়ে তিনি মারা গেছেন।”

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি মাহবুবুল হক) বলেন,
“খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় ও মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে মনে হচ্ছে। তবে বিষয়টি আইনি প্রক্রিয়ায় রয়েছে।”

এই ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন — আমিন।

27/10/2025

"সুন্নী-ওহাবী এসব জামায়াতে ইসলামের ভেতর কিছু নাই, আমরা উদার"
অধ্যক্ষ নুরুল আমিন।

📰 শেরে বাংলা এ. কে. ফজলুল হক: বাঙালি জাতির এক মহান নেতাবাংলা ও বাঙালি জাতির ইতিহাসে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এক উজ্জ্ব...
27/10/2025

📰 শেরে বাংলা এ. কে. ফজলুল হক: বাঙালি জাতির এক মহান নেতা

বাংলা ও বাঙালি জাতির ইতিহাসে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এক উজ্জ্বল নাম। তিনি ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী, প্রজ্ঞাবান রাজনীতিবিদ, কৃষকবান্ধব নেতা এবং অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী। ব্রিটিশ শাসনামলে বাঙালির অধিকার রক্ষায় তিনি আজীবন কাজ করেছেন।

জন্ম ও প্রারম্ভিক জীবন
আবুল কাশেম ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি অল্প বয়স থেকেই মেধা ও নেতৃত্বের গুণে সকলের কাছে পরিচিত হয়ে ওঠেন।

শিক্ষাজীবন ও কর্মজীবন
শেরে বাংলা বরিশাল জিলা স্কুল থেকে এন্ট্রান্স এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ পাস করেন। পরবর্তীতে কলকাতা আইন কলেজ থেকে আইন বিষয়ে পড়াশোনা করে একজন দক্ষ আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন।

রাজনৈতিক জীবন
এ. কে. ফজলুল হক ছিলেন এক বহুমাত্রিক রাজনৈতিক ব্যক্তিত্ব।

১৯৩৫ সালে তিনি কলকাতার মেয়র নির্বাচিত হন।

১৯৩৭ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৫৪ সালে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন।

তিনি পূর্ব পাকিস্তানের দ্বিতীয় গভর্নর ও পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

শিক্ষায় অবদান
শেরে বাংলা এ. কে. ফজলুল হকের অন্যতম বড় অবদান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা। বাংলার শিক্ষামন্ত্রী হিসেবে তিনি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা আজও বাঙালি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।

‘শেরে বাংলা’ উপাধি
১৯৩৭ সালে নিখিল ভারত মুসলিম লীগের লখনৌ সম্মেলনে উর্দু ভাষায় চমৎকার বক্তৃতা দিয়ে তিনি লখনৌবাসীদের হৃদয় জয় করেন। তাঁর বাগ্মিতা ও সাহসী নেতৃত্বে মুগ্ধ হয়ে তাঁকে “শের-ই-বাংলা” উপাধিতে ভূষিত করা হয়।

কৃষকদের অধিকার রক্ষায় অবদান
তিনি ছিলেন কৃষকবান্ধব নেতা। জমিদারি প্রথা ও শোষণের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। সাধারণ কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং জমিদারদের দমননীতির বিরুদ্ধে আইন প্রণয়নে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

লাহোর প্রস্তাব ও ঐতিহাসিক অবদান
১৯৪০ সালে মুসলিম লীগের অধিবেশনে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উপস্থাপন করেন, যা পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে স্বীকৃত হয়।

মৃত্যু ও স্মৃতি
এই মহান নেতা ১৯৬২ সালের ২৭ এপ্রিল ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর পরও বাঙালি জাতির হৃদয়ে তিনি অমর হয়ে আছেন।

👉 শেরে বাংলা এ. কে. ফজলুল হক — ছিলেন বাঙালির গর্ব, কৃষকের আশ্রয়স্থল, এবং রাজনীতিতে সততা ও প্রজ্ঞার প্রতীক।

#শেরে_বাংলা #একেএফজলুলহক #বাংলার_ইতিহাস #বাঙালির_গর্ব #লাহোর_প্রস্তাব

Address

Bhujpur
Fatikchari
4217

Alerts

Be the first to know and let us send you an email when ভূজপুরের কন্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভূজপুরের কন্ঠ:

Share