ফটিকছড়ি নিউজ টুডে Fatikchhari News today

ফটিকছড়ি নিউজ টুডে   Fatikchhari News today মর্মাহত

আজ ২৬ - ০৭- ২০২৫ ৪৫ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের পক্ষ থেকে ৩৪ লক্ষ ...
26/07/2025

আজ ২৬ - ০৭- ২০২৫
৪৫ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের পক্ষ থেকে ৩৪ লক্ষ ২ হাজার টাকার সহায়তা প্রদান!

শোকবার্তা---------------------------------------------আওলাদে রাসূল (ﷺ), আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.), শাহসূফি ডা....
23/07/2025

শোকবার্তা
---------------------------------------------
আওলাদে রাসূল (ﷺ), আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.), শাহসূফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বাদ এশা মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

ফটিকছড়িতে ছেলের হাতে পিতা খুন ফটিকছড়ি থানার অন্তর্গত নাজিরহাট পৌরসভার  ৯নং ওয়ার্ড বিএ সুলতান বাড়ি,পূর্ব ফরহাদাবাদ, দিঘির...
18/07/2025

ফটিকছড়িতে ছেলের হাতে পিতা খুন

ফটিকছড়ি থানার অন্তর্গত নাজিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড বিএ সুলতান বাড়ি,পূর্ব ফরহাদাবাদ, দিঘির পাড় সংলগ্ন।

06/06/2025

হালদা নদীতে ৭ বছরের ছেলে নিখোঁজ
---------------------------------------------------------------
ফটিকছড়ি উপজেলার, ১০ নং সুন্দরপুর ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড, জাফরের বাড়ি মোঃ আইয়ুব এর ছোট ছেলে ধূরুং খালের মধ্যে পড়ে যায়, এখনো পাওয়া যায় নাই,
ছেলেটির বয়স মাত্র ( ৭ ) বছর....!

পড়ে যাওয়ার স্থান - বাঁধেরপাড়ের পশ্চিম পাশে...!

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
06/06/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

06/06/2025

একটি হারানো বিজ্ঞপ্তি
---------------------------------------

ফটিকছড়ি উপজেলার, ১০ নং সুন্দরপুর ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড, জাফরের বাড়ি মোঃ আইয়ুব এর ছোট ছেলে ধূরুং খালের মধ্যে পড়ে যায়, এখনো পাওয়া যায় নাই,
ছেলেটির বয়স মাত্র ( ৭ ) বছর....! 😭

পড়ে যাওয়ার স্থান - বাঁধেরপাড়ের পশ্চিম পাশে...!

ক্রিকেট ক্রিকেট ক্রিকেট  বাবুনগর ইয়ং স্টার ক্লাবের পক্ষ থেকে উক্ত ক্লাবের সিনিয়র জুনিয়র নিয়ে আজ শুক্রবার, ১৬ মে, উক্ত ক্...
16/05/2025

ক্রিকেট ক্রিকেট ক্রিকেট

বাবুনগর ইয়ং স্টার ক্লাবের পক্ষ থেকে উক্ত ক্লাবের সিনিয়র জুনিয়র নিয়ে আজ শুক্রবার, ১৬ মে, উক্ত ক্লাবের সদস্যরা মিলে এক জমকালো ক্রিকেট ম্যাচ আয়োজন করে। আয়োজনে আপনাদের সবার আন্তরিক আমন্তরিত
আশা করি, সবাই নির্দিষ্ট সময়ে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করবেন।

দুপুর ৩ টা থেকে খেলা অনুষ্ঠিত হবে

26/09/2024

জানাউল্লাহ সিকদার বাড়ির উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আজিমুশশান সুন্নী সম্মেলন

আলোচনা করছেন : মওলানা মোহাম্মদ একরাম উদ্দীন আলকাদেরী

24/08/2024

ফটিকছড়ি উপজেলায় যেসকল স্বেচ্ছাসেবকগণ আজ শনিবার ত্রাণসামগ্রী নিয়ে আসবেন
অনুগ্রহকরে প্রথেমে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে আসুন।

যেসকল এলাকায় ত্রাণ পায়নি বা জরুরি তা নির্ধারণ করে আমরা বিভিন্ন এলাকায় বিভক্ত করে ইউনিয়ন এ যোগাযোগকারী ব্যাক্তির নাম্বার দিয়ে দেব।

অন্যথায় একই ব্যাক্তি ও স্থানে বারবার ত্রাণ যাচ্ছে।

বিঃ দ্রঃ- পানি বেশ দ্রুত নেমে যাচ্ছে, বাগানবাজার, নারায়াণহাট, হারুয়ালছড়ি, সুয়াবিল ইউনিয়নে অনেক কাঁচা ঘর ও মাটির ভেংগে পড়েছে। পুনর্গঠনে সহযোগিতা করার যাদের ইচ্ছা তারা এই বিষয়ে কাজ করতে পারেন তবে অবশ্যই অভারল্যাপিং পরিহার করতে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে তথ্য দিন।

23/08/2024

প্রিয় স্বেচ্ছাসেবক ভাইয়েরা

ফটিকছড়ি উপজেলার দূর্গত মানুষের জন্য আপনাদের দুই হাত ভরে সাহায্য এক অভাবনীয় মানবিক নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে।

বর্তমানে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে।

ফটিকছড়ি উপজেলাটি একটি কৃষিভিত্তিক উপজেলা হওয়ায় নিয়মিত ভাবে কোন ক্রেন এখানে পাওয়া যায় না।
বড় বড় বোট নামানো এবং উঠানো নিয়ে অনেককেই কষ্ট পেতে হয়েছে।
উপজেলা প্রশাসন সীমিত সামর্থ্যের মধ্যে চেষ্টা করেছে।

কেউ এখন ত্রাণ বিতরণ করতে হলে বোট আনতেই চাইলে ছোট এবং হালকা বোট আনলে ভালো হবে।

ত্রাণ বিতরণে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন সরাসরি কাজ করছে।

বিতরণ এর ক্ষেত্রে যোগাযোগ ব্যাবস্থা ভালো এমন যায়গার মানুষ বারবার পেলেও অনুন্নত যোগাযোগ এর যায়গায় কম যাচ্ছে।

অনুন্নত যোগাযোগ এর যায়গায় পৌছুতে বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি এবং উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নিয়ে কাজ করছে।

তাই উপজেলা প্রশাসন এর সাথে সমম্বয় করে ত্রান সামগ্রী বিতরণ এর জন্য অনুরোধ করছি।

উপজেলা প্রশাসন এর ফোকাল পার্সন জনাব মোঃ আবুল হোসেন
যোগাযোগ +8801700716831

23/08/2024

ফটিকছড়ি ভূজপুরে সন্তানকে বাঁচাতে গিয়ে নি'খোঁজ পিতার লা'শ পাওয়া গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিওন।
#বন্যা

23/08/2024

যোগাযোগ বিচ্ছিন্ন একটি এরিয়ার ২২টি পরিবারে মাইজভাণ্ডারী যুব ফোরাম এর পক্ষ হতে যথেষ্ট পরিমান ত্রাণ সামগ্রী (শুকনো/রান্নার) পৌছে দেওয়া হয়।

Address

Fatikchari

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফটিকছড়ি নিউজ টুডে Fatikchhari News today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share