09/07/2025
বিশেষ বিজ্ঞপ্তি ..............
দাঁতমারা সাব-জোনাল অফিস এর সম্মানিত গ্রাহক গণের অবগতির জন্য জানানো যাছে যে, প্রবল বর্ষণে ৩৩কেভি বিদ্যুৎ লাইনের পোলের গোড়ার মাটি সরে যাওয়ায় পোল ঝুকিপূর্ন হয়েছে এবং গাছপালা কাটা, রক্ষনাবেক্ষন করা হবে। তাই আগামীকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দাঁতমারা, হেঁয়াকো, শান্তিরহাট,কাজিরহাট,বাগান বাজার,বড় বেতুয়া,নারায়ণহাট,হাসনাবাদ, বালুটিলা,নতুনপাড়া বান্ধরমারা,তারাখো,রত্নপুর,মোহাম্মদপুর উক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে। সবাই রাতের ভিতরে পানি,মোবাইল , চার্জার ইত্যাদির প্রয়োজন সেরে কাজ নেন।
ধন্যবাদ
দাঁতমারা সাব-জোনাল অফিস।