
23/03/2025
চট্টগ্রামে স্বামীকে হত্যা, স্ত্রী গ্রেফতার
চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় গত ২২ মার্চ রাতে এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন মো. জাফর আলী চৌধুরী (৪৩) এক ব্যক্তি। হত্যাকাণ্ডের অভিযোগে তার স্ত্রী রোমানা ইসলাম (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ মার্চ সন্ধ্যা রোমানা ইসলাম ও তার সহযোগী অজ্ঞাতনামা অপরাধীরা জাফর আলী চৌধুরীকে হত্যা করে। ঘটনার পর, চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।
২৩ মার্চ রাতে
অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে রোমানা ইসলামকে গ্রেফতার করে।
নিহত জাফর আলী চৌধুরী চট্টগ্রামের ভূজপুর থানার ইদিলপুর এলাকার বাসিন্দা ছিলেন। তার পিতার নাম জানে আলম চৌধুরী এবং মাতার নাম মোমেনা আলম চৌধুরী। জাফর আলী চৌধুরী বর্তমানে চট্টগ্রামের খানা-খুলশী এলাকার জালালাবাদ হাউজিং সোসাইটির একটি ভবনে বসবাস করতেন।
ঘটনার পর, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে রোমানা ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বি:দ্র:- লেখা এবং ছবি সংগৃহিত