প্রিয় ইদিলপুর গ্রাম

প্রিয় ইদিলপুর গ্রাম ফটিকছড়ির ৩ নং নারায়ণহাট ইউনিয়ন এর ৯ ওর্য়াড

চট্টগ্রামে স্বামীকে হত্যা, স্ত্রী গ্রেফতার চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় গত ২২ মার্চ রাতে এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে...
23/03/2025

চট্টগ্রামে স্বামীকে হত্যা, স্ত্রী গ্রেফতার

চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় গত ২২ মার্চ রাতে এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন মো. জাফর আলী চৌধুরী (৪৩) এক ব্যক্তি। হত্যাকাণ্ডের অভিযোগে তার স্ত্রী রোমানা ইসলাম (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২২ মার্চ সন্ধ্যা রোমানা ইসলাম ও তার সহযোগী অজ্ঞাতনামা অপরাধীরা জাফর আলী চৌধুরীকে হত্যা করে। ঘটনার পর, চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

২৩ মার্চ রাতে
অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে রোমানা ইসলামকে গ্রেফতার করে।

নিহত জাফর আলী চৌধুরী চট্টগ্রামের ভূজপুর থানার ইদিলপুর এলাকার বাসিন্দা ছিলেন। তার পিতার নাম জানে আলম চৌধুরী এবং মাতার নাম মোমেনা আলম চৌধুরী। জাফর আলী চৌধুরী বর্তমানে চট্টগ্রামের খানা-খুলশী এলাকার জালালাবাদ হাউজিং সোসাইটির একটি ভবনে বসবাস করতেন।

ঘটনার পর, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে রোমানা ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বি:দ্র:- লেখা এবং ছবি সংগৃহিত

19/03/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Runa Akter, Anowar Hossian

ঐতিহ্যবাহি ইদিলপুরে অবস্থিত  হযরত ভোডা মামা রহঃ এর পবিত্র বার্ষিক ওরশ শরীফ আগামী ১৫ ই মার্চ ২০২৫ ইং ( ১ লা চৈত্র ১৪৩১ বা...
08/03/2025

ঐতিহ্যবাহি ইদিলপুরে অবস্থিত হযরত ভোডা মামা রহঃ এর পবিত্র বার্ষিক ওরশ শরীফ আগামী ১৫ ই মার্চ ২০২৫ ইং ( ১ লা চৈত্র ১৪৩১ বাংলা) রোজ শনিবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে এবারো থাকছে ইদিলপুর হযরত ভোডা মামা রহঃ যুব সংগঠন এর নানান আয়োজন।
এতে সকলের উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসছে আগামী ৮ই ফেব্রুয়ারি ২৫খ্রি. শনিবার ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান ইদিলপুর ই...
07/02/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আসছে আগামী ৮ই ফেব্রুয়ারি ২৫খ্রি. শনিবার ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান
ইদিলপুর ইসলামিয়া ছালামিয়া দাখিল মাদ্রাসা হেফজখানায় এতিমখানার ২২ তম বার্ষিক সভা ও ইছালে সাওয়াব মাহফিল। থাকছে প্রতিবারের মতো দিনব্যাপী কর্মসূচি।

১ম অধিবেশন-
★পবিত্র খতমে কোরআন ও খতমে গাউছিয়া শরীফ।
★শিক্ষার্থীদের পরিবেশনা- ক্বেরাত,নাঁত,কবিতা আবৃত্তি।
★সম্মানিত অতিথি ও আলোচকবৃন্দের বক্তব্য।
★মা সমাবেশে শিক্ষার্থীরা মায়ের পারে ধৌত করবে নিজ হাতে।
★সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্য।

২য় অধিবেশন-
★ মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল(৩০পারা দুরূদ শরীফ খতম) বাদে জোহর।
★সম্মানিত ওলামে কেরামের আলোচনা।
★হেফজ সম্পন্নকারী হাফেজদের দস্তারবন্দী।
★সম্মানিত অতিথিবৃন্দের বক্তব্য।
★সভাপতির সমাপনি বক্তব্য।
★তাবারুক বিতরন।

আপনার উপস্থিতি কামনা করছি।
ইদিলপুর ই.ছা. দাখিল মাদরাসা।

02/02/2025

ইদিলপুর বাউদ্দারপাড় নিবাসী মরহুম বুছা মিয়া সওদাগরের ১ম সন্তান কাঞ্চন মিয়া সওদাগর ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।🏴

নতুন ভোটার তালিকা হালনাগাদ, ফটিকছড়ি উপজেলা ৩নং নারায়ণ হাট ইউনিয়ন (৯নং ওয়ার্ড, ইদিলপুর)
26/01/2025

নতুন ভোটার তালিকা হালনাগাদ,
ফটিকছড়ি উপজেলা ৩নং নারায়ণ হাট ইউনিয়ন (৯নং ওয়ার্ড, ইদিলপুর)

27/12/2024

শোক সংবাদ 🏴

প্রবীণ মুরুব্বী বাউদ্দার পাড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বোছা মিয়া সওদাগর ইন্তেকাল করিয়াছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ মরহুমকে জান্নাত দান করুন আমিন।

16/12/2024
আসছে আগামিকাল ৬ ই নভেম্বর রোজ বুধবার, ইদিলপুর মিয়াজীপাড়া নূরে মদীনা যুব একতা সংঘের পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী ( দঃ) মাহ...
05/11/2024

আসছে আগামিকাল ৬ ই নভেম্বর রোজ বুধবার, ইদিলপুর মিয়াজীপাড়া নূরে মদীনা যুব একতা সংঘের পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী ( দঃ) মাহাফিল সফল হোক,,দলে দলে যোগদিন সফল করুন :: প্রধান বক্তা তরুণদের আইডল 🌸
হযরতুলহাজ্ব জয়নাল আবেদীন কাদেরী 🌸

ইদিলপুর গ্রামের পরিচিত মুখ মিয়াজী পাড়া নিবাসী নবীর হোসেন (মাঝি) আজ রাত ৭ টা ৫০ মিনিট ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়...
19/09/2024

ইদিলপুর গ্রামের পরিচিত মুখ মিয়াজী পাড়া নিবাসী নবীর হোসেন (মাঝি) আজ রাত ৭ টা ৫০ মিনিট ইন্তেকাল করিয়াছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন।🏴

ইদিলপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব সূর্য কুমার দে মারা গেছেন।🏴
10/09/2024

ইদিলপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী
জনাব সূর্য কুমার দে মারা গেছেন।🏴

01/08/2024

*জরুরী বিজ্ঞপ্তি*
আগামী ০৩/০৮/২০২৪ইং তারিখ রোজ শনিবার নারায়ণহাট ইউনিয়ন পরিষদের আওতাধীন ২,৩,৪,৫,৬,৭, নং ওয়ার্ডের কার্ডধারীদের ন্যায্যমূল্যে টিসিবির পণ্য দেওয়া হবে। সকল কার্ডধারীকে পণ্য সংগ্রহ করার জন্য অনুরোধ রইল। স্হান : নারায়ণহাট পুরাতন ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠ।

পণ্য সমূহঃ-
১। ৫ কেজি চাউল।
২। ২ লিটার সয়াবিন তৈল।
৩। ২ কেজি মসূর ডাল*
মোট মূল্য ৪৭০/- (চারশত সত্তর টাকা)

( ধন্যবাদান্তে)
আবু জাফর মাহমুদ
চেয়ারম্যান
০৩ নং নারায়ণহাট ইউনিয়ন পরিষদ।

Address

Fatikchari
4350

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় ইদিলপুর গ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share