Islamer bani 05

Islamer bani 05 md younus Ali Dharmapuri

ভালো নেই হাতিয়া।সকলে দোয়ায় শামিল রাখবেন।হাতিয়ার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন, তলিয়ে গেছে নিঝুমদ্বীপউত্তর-পশ্চিম ...
29/05/2025

ভালো নেই হাতিয়া।সকলে দোয়ায় শামিল রাখবেন।

হাতিয়ার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন, তলিয়ে গেছে নিঝুমদ্বীপ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় টানা বৃষ্টিপাত হচ্ছে। বুধবার (২৮ মে) ভোররাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বর্তমানে আকাশ ঘন মেঘে ঢাকা এবং সমুদ্রের পানি উত্তাল।
অমাবস্যার প্রভাবে জোয়ারের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নদ-নদীর পানির উচ্চতা বেড়ে গেছে। এতে হাতিয়া সংলগ্ন বঙ্গোপসাগর প্রচণ্ডভাবে উত্তাল হয়ে উঠেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপজেলা প্রশাসন সাময়িকভাবে হাতিয়ার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে।
এদিকে সকাল থেকেই নিঝুমদ্বীপের চারপাশের নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৬ ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে। এতে নিঝুমদ্বীপের ৯টি ওয়ার্ডের অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকের ঘরে পানি ঢুকে পড়েছে, বিপাকে পড়েছে এলাকার সাধারণ মানুষ।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।
নিঝুমদ্বীপের বাসিন্দা স্কুলশিক্ষক আমজাদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, বেড়িবাঁধ না থাকায় সহজেই জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয় নিঝুমদ্বীপ। দিনের বেলায় একবার জোয়ার হয়েছে। বর্তমানে তীব্র বাতাস হচ্ছে। এভাবে পুরো নিঝুমদ্বীপ তলিয়ে যেতে পারে। ইতোমধ্যে মোল্লা গ্রাম, বান্ধাখালী গ্রাম, পূর্ব মুন্সী গ্রাম, গুচ্ছগ্রাম, পূর্বাঞ্চল গ্রাম, মদিনা গ্রামসহ নিঝুমদ্বীপের সবগুলো গ্রামে পানি ঢুকেছে। বর্তমানে মানুষ বিপাকে আছে।
নামার বাজার এলাকার বাসিন্দা জামশেদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, নামার বাজারসহ আশপাশের সকল রিসোর্ট তলিয়ে গেছে। রাতে আরেকবার জোয়ার হবে। মানুষ জোয়ারে দিশাহারা হয়ে পড়েছে। আল্লাহ রক্ষা না করলে বাঁচার সুযোগ নেই। সব তলিয়ে যাচ্ছে।
এদিকে হাতিয়ার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় নোয়াখালীর অন্য কোথা থেকে লোকজন হাতিয়ায় যেতে পারছেন না এবং হাতিয়া থেকে কেউ নোয়াখালীতে আসতে পারছেন না।
হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা নোয়াখালীর খবরকে জানান, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দোকানপাটে মানুষ নেই। বেশির ভাগ মানুষ ঘরে বসে আছে। কাজে যেতে পারছে না। তিন নম্বর সংকেত দেওয়া হলেও মানুষের মাঝে সচেতনতা নেই।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, হাতিয়া উপজেলা বর্তমানে তিন নম্বর সতর্ক সংকেতের আওতায় রয়েছে। জন নিরাপত্তার স্বার্থে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সতর্কতা হিসেবে জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। প্লাবিত অঞ্চলগুলোর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহী সাথে যোগাযোগ করলে তিনি জানান, জোয়ারের ফলে স্বাভাবিক উচ্চতার চেয়ে পানির স্তর বৃদ্ধি পেয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি। কোথাও বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি। বেড়িবাঁধের বাইরে যেন কেউ না থাকে, সেবিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন হতে হবে। #নোয়াখালী

29/05/2025

ইন্নালিল্লাহ হাতিয়ার মেঘনা নদীর কূলে যাত্রীবাহী ট্রলার ডুবে গেল 😭😭
হে আল্লাহ হাতিয়াবাসীকে হেফাজত করুন 🤲🤲

24/05/2025

আহ কি নির্মমতা । নয় বছরের মাছুম বাচ্চাকে মাদ্রাসা থেকে তুলে নিয়ে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে পরবর্তীতে হাত-পা বেঁধে গলায় রশি দিয়ে নির্মমভাবে হত্যা করে লাশ মাটির নিচে চাপা দিয়ে গুম করার চেষ্টা। এর সর্বাত্মক শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ভিডিওটি সর্বত্র ছড়িয়ে দিন।

22/05/2025

র|খাল রা•হাদের বাঁচাতে কত আয়োজন এ রাষ্ট্রের!শুনানির আগেই মামলা খারিজ।
ধর্ম অবমাননার আইনই বাতিল করা হয়েছে।

আল্লাহ,আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইসলাম নিয়ে কটুক্তি অপরাধ না,
অপরাধ রঠার সংগীত নিয়ে প্রশ্ন তোলা!

একারণেই বলি,❝নব্বই ভাগ মুসলমানের দেশ❞
বাংলাদেশের ব্যাপারে এটাই সবচেয়ে বড় মিথ্যা।
ধর্ম অবমাননায় র|খাল রাহা,সাধারণ কোনো ইস্যু নয়।
সকল ইস্যু থেকে বেরিয়ে এসে ইসলামিস্টদের উচিত এটা নিয়ে জোরালো প্রতিবাদ করা।

এ যমিন সংকীর্ণ হয়ে আসার আগেই তা বিস্তৃত করার পথে হাঁটা জরুরি!!!

21/05/2025

ইন্না-লিল্লাহ !
#শেরপুর নালিতা বাড়ির অবস্থা ভয়াবহ!
হে আল্লাহ, আপনি হেফাজত করুন, আমিন

21/05/2025

ক্ষুধা, কান্না, উম্মাহ ।
মৃত্যু ছাড়া মুক্তির যেন আর কোন পথ নেই।

এগুলো দেখতে খারাপ লাগে জানি, তবুও দেখুন।
সন্তানদের দেখান৷ অক্ষমের আর্তনাদ ছাই চাপা আগুনের মতো জমে থাক বুকে৷

21/05/2025

যে যেই দলেরই হোক না কেন, দেখার টাইম নাই। আইন তার নিজ গতিতে চলুক, জনগণ এটাই চায়!
ক্ষমতাসীনদের বেলায় নমো নমো জনগণের ব্যাপারে কঠুর এমনটা যেন না হয় ।
বরং অপরাধীর বেলায় আইনশৃঙ্খলা বাহিনী স্ট্রং থাকুক, ক্ষমতাসীনদের পাঁ চাটা গোলাম না হোক এটাই জনগণ চায়।

আল্লাহ তুমি গায়েবী মদদ দান কর।@সেরা ফ্যান محمد معراج حسين سنديفى
21/05/2025

আল্লাহ তুমি গায়েবী মদদ দান কর।
@সেরা ফ্যান محمد معراج حسين سنديفى

20/05/2025

প্রবাসী হি"ন্দু ছেলে মু'সলিম পরিচয় দিয়ে এক মুস'লিম মেয়ের সাথে প্রেম করে
এরপরে নামে বিয়ে করে দীর্ঘদিন ভো'গ করে মু'সলিম মেয়ের পেটে হি"ন্দু বাচ্চা দিয়ে সেই হি"ন্দু যুবক পালিয়ে যায়

🛑হি"ন্দু'দের আরো ষ'ড়য'ন্ত্র গুলি lin'k দেখুন
https://www.facebook.com/share/p/19FZiHh578/

20/05/2025

প্রবাসী হি"ন্দু ছেলে মু'সলিম পরিচয় দিয়ে এক মুস'লিম মেয়ের সাথে প্রেম করে
এরপরে নামে বিয়ে করে দীর্ঘদিন ভো'গ করে মু'সলিম মেয়ের পেটে হি"ন্দু বাচ্চা দিয়ে সেই হি"ন্দু যুবক পালিয়ে যায়

🛑হি"ন্দু'দের আরো ষ'ড়য'ন্ত্র গুলি lin'k দেখুন
https://www.facebook.com/share/p/19FZiHh578/

Address

Fatikchari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamer bani 05 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share