হ্যালো বাগান বাজার

হ্যালো বাগান বাজার বাগান বাজারের সবকিছু এখানে।
লাইক,ফলো ও কমেন্ট করে সাথে থাকুন।
(1)

24/05/2025

#হারানো_বিজ্ঞপ্তি: নাম: মাহমুদুল ইসলাম (আসিফ)। বয়স: আনুমানিক ১১/১২ বছর। গায়ের রং: ফর্সা। হারিয়ে যাওয়ার সময় গায়ে খয়েরি রঙের পাঞ্জাবি ছিল। সে আজ দুপুর ১২টার সময় চিকনছড়া এমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার নাম করে বেরিয়ে পড়ে। কিন্তু বাড়িতে ফেরেনি, অনেক খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না!
তার বাড়ি উত্তর পানুয়া ( মেস্তরিঘোনায়)।
পিতার নাম : সোলেমান ও মাতা বিবি মরিয়ম। কেউ তার কোনো খোঁজ পেলে দয়া করে ( 01890486993) এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।
দয়া করে সবাই শেয়ার করুন ☝️

ভূজপুর থানাধীন, ২ নং দাঁতমারা ইউনিয়নের‌ দাঁতমারা চা বাগানের ভেতর ,এক ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পেয়ে তাৎক্ষণিক পুলিশকে...
27/02/2025

ভূজপুর থানাধীন, ২ নং দাঁতমারা ইউনিয়নের‌ দাঁতমারা চা বাগানের ভেতর ,এক ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পেয়ে তাৎক্ষণিক পুলিশকে অবগত করেন স্থানীয় জনগণ।
তার নামঃ বেলাল হোসেন ড্রাইভার বলে স্থানীয়রা সনাক্ত করেন
তার বাড়ি ১নং বাগানবাজার ইউনিয়নের
ইসলামাবাদ (নতুন বাজার), ভূজপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম।
কে বা কারা তাকে নৃশংসভাবে হ*ত্যা করে দাঁতমারা চা বাগানে ফেলে যায়।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে ভ্রাম্যমাণ আদালতে সাক্ষ্য দেওয়ায় এক জামায়াত নেতার পা ভে*ঙে দেওয়ার অভিযোগ উঠেছে ...
20/02/2025

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে ভ্রাম্যমাণ আদালতে সাক্ষ্য দেওয়ায় এক জামায়াত নেতার পা ভে*ঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা- কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগান বাজার ইউনিয়নের শিকদারখিল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জামায়াত নেতার নাম মো. ইউনুস মিয়া সুমন (৪৮)। তিনি বাগান বাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য এবং ভূজপুর থানা জামায়াত ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।

স্থানীয়রা ইউনুসকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলার বারৈয়ারহাটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয় ।

অভিযুক্ত প্রধান ব্যক্তি হলেন মোহাম্মদ বেলাল ড্রাইভার (৫৪)। তিনি গত ১৬ জানুয়ারি বাগান বাজার এলাকায় বালির মহাল থেকে চাঁদাবাজির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দ*ণ্ডিত হয়ে এক মাস জেল খেটেছেন। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে তিনি মামলার সাক্ষী ইউনুসের ওপর ক্ষিপ্ত হন। বেলাল ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় সদস্য।
আহত ইউনুস মিয়া সুমন বলেন, “ভূজপুর থেকে বাড়িতে ফেরার পথে শিকদারখিল এলাকায় বেলাল ড্রাইভার ও তার সঙ্গে থাকা ৫-৬ জন বিএনপির কর্মী আমার গতিরোধ করে। তারা জানতে চায়, কেন আমি সেদিন মামলার সাক্ষী হয়েছি। একপর্যায়ে তারা আমার ওপর হা*মলা করে এবং আমার বাম পা ভে*ঙে দেয়।

বাগান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. একরামুল হক বাবুল বলেন, “বিএনপির কোনো নেতাকর্মী এ ধরনের অপরাজনীতি করতে পারে না। চাঁদাবাজদের জায়গা বিএনপিতে নেই। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনা হোক।”

ভুজপুর থানা জামায়াতের সাবেক আমীর মো. জিয়াউল হক বলেন, “প্রশাসনের অনুরোধে ইউনুস মামলার সাক্ষী হয়েছেন। জামায়াতে ইসলামী এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি করছে"।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে চিকিৎসাধীন ইউনুসের খোঁজ-খবর নিয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে ।

©®️ একুশে পত্রিকা

 #একটি_শোক_সংবাদ১নং বাগান বাজার ইউনিয়ন, ৭নং ওয়ার্ড বাংলাবাজার নিবাসী, MD Jusim MD Joshim Member এর বাবা, জনাব- মোঃ আবু ত...
06/01/2025

#একটি_শোক_সংবাদ
১নং বাগান বাজার ইউনিয়ন, ৭নং ওয়ার্ড বাংলাবাজার নিবাসী, MD Jusim MD Joshim Member এর বাবা, জনাব- মোঃ আবু তাহের সাহেব, আজ তারিখ ০৬/০১/২৪ইং ভোর ৪:০০ টার সময় ইন্তেকাল করিয়াছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মরহুমের জানাজা আজ দুপুর ২ ঘটিকার সময় বাংলাবাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
উক্ত জানাজায় শরীক হয়ে মরহুম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করুন।

এতদ্বারা এক নং বাগান বাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাজার ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে ...
29/12/2024

এতদ্বারা এক নং বাগান বাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাজার ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা কার্ড করে দিবে বলে যদি কোন প্রতারক চক্র টাকা পয়সা চায়, তাহলে তাৎক্ষণিক আমার সাথে যোগাযোগ করবেন।
আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। ইনশাআল্লাহ

যোগাযোগ
০১৬১৬২২৮০৬৪
নুরু মেম্বার
ইউপি সদস্য
০১ নং বাগান বাজার ইউনিয়
৯ নং ওয়ার্ড।

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ১নং বাগান বাজার ইউনিয়নের দক্ষিণ হলুদিয়া মাহফিলে যাওয়ার পথে,  করালিয়া তাকিয়া বাজার নামক...
17/12/2024

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ১নং বাগান বাজার ইউনিয়নের দক্ষিণ হলুদিয়া মাহফিলে যাওয়ার পথে, করালিয়া তাকিয়া বাজার নামক স্থানে,কলরব শিল্পী সাঈদ আহমদ হামলার শিকার হয়। এ সময় সন্ত্রাসীরা তার গাড়ি ভাঙচুর করে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ এসে উদ্ধার করে তাকে পুলিশের জিম্মায় নিয়ে যায়।

এ নিয়ে এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকার একাংশ এ ঘটনার বিচার দাবি করছেন।

আবার কেউ কেউ এ হুজুরের সমালোচনা করে বলছেন তিনি বিতর্কিত ব্যক্তি ও শাহবাগ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন।

ব্রেকিং নিউজ #উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকনের কর্মীরা!কিছুক্ষণ আগে চট্টগ্রামের মেথরপট্টি রঙ্গম টাওয়ারের পিছনে চট্ট...
26/11/2024

ব্রেকিং নিউজ #
উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকনের কর্মীরা!
কিছুক্ষণ আগে চট্টগ্রামের মেথরপট্টি রঙ্গম টাওয়ারের পিছনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে জবাই করে হত্যা করেছে।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ রাব্বুল আলামীন উনাকে জান্নাত দান করুন

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মুনতাহা আর বেঁচে নেই, পাশের ঘরের মরজিনা হত্যা করে পাশের খালে পুতে রাখে, মুনতাহার ...
10/11/2024

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
মুনতাহা আর বেঁচে নেই, পাশের ঘরের মরজিনা হত্যা করে পাশের খালে পুতে রাখে, মুনতাহার লাশ উদ্ধার ।

ব্রেকিং নিউজ #ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বহাল রাখছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়! আগামী জাতীয় সংসদ নির্বাচ...
29/10/2024

ব্রেকিং নিউজ #
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বহাল রাখছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়! আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদের অপসারণ নয়।

পেয়ার আহমদ আফিফ গ্রে.প্তা.র================================দাতঁমারা ইউনিয়ন আ,লীগের আহবায়ক কমিটির সদস্য পেয়ার আহমদ আফিফকে...
19/10/2024

পেয়ার আহমদ আফিফ গ্রে.প্তা.র
================================
দাতঁমারা ইউনিয়ন আ,লীগের আহবায়ক কমিটির সদস্য পেয়ার আহমদ আফিফকে গ্রে.প্তা.র করেছে ভূজপুর থানা পুলিশ।
জানা গেছে,হেয়াকো পূর্বপাড়াস্হ মুক্তিযোদ্ধা শাহআলমের ছেলে পেয়ার আহমদ গত শুক্রবার সন্ধ্যায় হেয়াকো বাজার গেলে উত্তেজিত জনগণ গণধোলাই দিয়ে বস্তুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। আজ শনিবার তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ভূজপুর থানা সূত্রে জানা গেছে।
বিএনপি নেতা আলহাজ্ব সরওয়ার আলমগীরের গাড়ী বহরে হা.ম.লার ঘটনায় দায়েরকৃত মা.ম.লায় তাকে আটক দেখানো হয়েছে।
অন্যায় অত্যাচারে অতিষ্ট হয়ে এর আগে হেয়াকো পূর্বপাড়া গ্রামবাসী তাদের পিতা-পুত্রের শাস্তি দাবি করে দাতঁমারা পুলিশ তদন্তকেন্দ্রের সামনে মানববন্ধন করে।

28/09/2024

I gained 35 followers, created 7 posts and received 42 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Address

Fatikchari

Website

Alerts

Be the first to know and let us send you an email when হ্যালো বাগান বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হ্যালো বাগান বাজার:

Share