দৈনিক ফটিকছড়ির খবর

দৈনিক ফটিকছড়ির খবর Fatickchari
(1)

ফটিকছড়ির রাজনীতি, অর্থনীতি, চলমান ঘটনা, দুর্ঘটনা, অনিয়ম-দুর্নীতি, সমস্যা-সম্ভাবনাসহ সব ধরনের সংবাদ পাঠক ও দর্শকদের কাছে প্রদান করার দায়িত্ব আমাদের। আপনি শুধু পেইজের যে কোন পোষ্টে লাইক ও শেয়ার করে পেইজে একটিভ থাকুন-মীর মাহফুজ আনাম,০১৮১৭২৪৫৪০৮(এডমিন)

17/09/2025

মা-বাবা ঘরে না থাকার সুযোগে মেয়েকে ধ'র্ষ'ণ চে-ষ্টা

রিপোর্ট: Syfur Rahman Shohan

16/09/2025

একজন মু'মু'র্ষ রোগীর জন্য জরুরী b+ (বি পজেটিভ) র'ক্তে'র প্রয়োজন।
রোগী লোকেশন: চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতাল
01811379666 জয়

15/09/2025

আবুধাবিতে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির মিলাদ মাহফিল ও কাউন্সিল অধিবেশন

15/09/2025

ফটিকছড়িতে চু'রি করতে গিয়ে সরঞ্জামসহ জনতার হাতে আটক ২ তরুণ

চট্টগ্রামের ফটিকছড়িতে গভীর রাতে চুরির প্রস্তুতিকালে দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল দিনগত রাতে উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ধুরুংকুল এলাকা থেকে তাদের কাছ থেকে তালা কাটার যন্ত্র, স্ক্রু ড্রাইভারসহ বিভিন্ন চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে স্থানীয়রা তাদের পুলিশের হাতে সোপর্দ করে। আটকৃতরা এলাকায় বিভিন্ন সময় চুরির সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

14/09/2025

নাজিরহাট সিটি গার্ডেন কে.জি স্কুলে মিলাদুন্নবী (স.) উদযাপন, আদর্শ শিক্ষায় প্রশংসিত প্রতিষ্ঠান

14/09/2025

ফটিকছড়ি প্রেস ক্লাবের প্রবাসী সদস্যকে সম্মাননা, ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন ও শূণ্যপদে নির্বাচন

প্রবাস জীবনের ইতি, দেওয়ালের চা'পা'য় ফটিকছড়ির প্রবাসী নি'হ'ত---------------------------------------------------রিপোর্ট: S...
13/09/2025

প্রবাস জীবনের ইতি, দেওয়ালের চা'পা'য় ফটিকছড়ির প্রবাসী নি'হ'ত
---------------------------------------------------
রিপোর্ট: Syfur Rahman Shohan

চোখে ছিল স্বপ্ন, হাতে ছিল ঘামঝরা পরিশ্রম। চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর ধুরুং গ্রামের মোহাম্মদ আইয়ুব আলী একদিন স্বপ্নের জীবনের খোঁজে পাড়ি জমিয়েছিলেন মরু দেশ ওমানে। পরিবার–পরিজনকে একটু ভালো রাখার আশায় কাটিয়ে দিয়েছেন জীবনের দীর্ঘ সময় প্রবাসে।

কিন্তু সেই স্বপ্নই একদিন কাল হয়ে দাঁড়াল তাঁর জন্য। শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে ওমানের মাস্কাটের মুবেলা এলাকায় নির্মাণাধীন এক দেওয়াল ধসে প্রাণ হারালেন তিনি। শ্রমিকদের নিয়ে কাজ করছিলেন আইয়ুব। হঠাৎ দেওয়াল ভেঙে পড়লে সবাই প্রাণে বাঁচলেও তিনি চাপা পড়ে নিথর দেহে পরিণত হন।

আইয়ুব ছিলেন তিন ছেলে ও এক মেয়ের জনক। ঘাম ঝরানো পরিশ্রমেই গড়ে তুলেছিলেন সংসারের ভরসা। সন্তানদের স্বপ্নের শিক্ষা ও ভবিষ্যৎ দাঁড় করানোর আশায় প্রতিদিনই তিনি সংগ্রাম করতেন। কিন্তু নির্মম নিয়তির কাছে হার মানতে হলো তাঁকে।

দুর্ঘটনার খবর পৌঁছাতেই গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। কাঁদতে কাঁদতে স্বজনরা বলছিলেন—
“জীবনভর যিনি পরিশ্রম করে গেলেন, শেষবার অন্তত দেশের মাটিতে দাফন হোক তাঁর।”

এখন গ্রামের মানুষ শুধু অপেক্ষা করছে, প্রবাসে হারিয়ে যাওয়া প্রিয়জনের নি'থ'র দেহ কবে পৌঁছাবে আপন ঠিকানায়।

13/09/2025

নবীপ্রেমে উজ্জ্বল প্রবাসীদের মিলনমেলা

রিপোর্ট: Syfur Rahman Shohan

ভূজপুরে বি'দ্যুৎ'স্পৃ'ষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ'ত্যু ✍️সাইফুর রহমান সোহান:-------------------------------------চট্টগ্রাম...
11/09/2025

ভূজপুরে বি'দ্যুৎ'স্পৃ'ষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ'ত্যু

✍️সাইফুর রহমান সোহান:
-------------------------------------
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এইচ এম সানাউল্লাহ (২৭) নামের এক মাদ্রাসা শিক্ষক। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিজ বাড়িতে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

নিহত সানাউল্লাহ হারুয়ালছড়ি বড়বিল মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা নুরুল ইসলামের জ্যেষ্ঠ সন্তান।

সহকর্মী মাওলানা নিজাম উদ্দিন জানান, সকালে পুকুর থেকে মাছ ধরার পর গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন সানাউল্লাহ। এ সময় পানি মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় দ্রুত ভূজপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি শাহনগর ইসলামীয়া হাফেজীয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

ফটিকছড়িতে স্বাস্থ্যখাতে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটামফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য খাতে চলমান অনিয়ম, দুর্...
11/09/2025

ফটিকছড়িতে স্বাস্থ্যখাতে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য খাতে চলমান অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, স্থানীয় সচেতন নাগরিক ও ভূক্তভোগী রোগীরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন এবং ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

অভিযোগে বলা হয়, বর্তমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (UHFPO) দায়িত্বে থেকেও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। তার অদক্ষতা, অবহেলা এবং দায়িত্বে গাফিলতির কারণে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতালের ভেতরে সক্রিয় একাধিক সিন্ডিকেট নিয়মিত ওষুধ সরবরাহ, রোগী সেবা, ডেলিভারি ও অ্যাম্বুলেন্স সেবার নামে অনৈতিক লেনদেন ও অতিরিক্ত টাকা আদায় করছে।

বক্তারা অভিযোগ করেন, এসব অনিয়ম শুধু সাধারণ মানুষকে হয়রানি করছে না, বরং সরকারি স্বাস্থ্যসেবার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করছে। তারা অবিলম্বে বর্তমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

10/09/2025

যৌতুক নয়, বিয়ে যেনো ভালোবাসার জয়

09/09/2025

‘আমরা কি মানুষ না?’—পথহীন মানুষের অসহায় আর্তি

Address

Fatikchhari, Chittagong
Fatikchari
4353

Telephone

+8801869458774

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক ফটিকছড়ির খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক ফটিকছড়ির খবর:

Share