15/11/2025
আল্লামা ঈছাপুরী (রা:) রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত হযরত ছৈয়দ আব্দুচ্ছালাম ঈছাপুরী (ক:) এর পবিত্র জশনে মৌলেদ ওরছ শরীফ উদযাপন উপলক্ষে শিশু-কিশোরদের (৬ষ্ঠ শ্রেণি/৭ম শ্রেণি/৮ম শ্রেণি) জন্য "স্মারক বক্তৃতা প্রতিযোগিতায়" আমাকে শিক্ষার্থীদের পরামর্শদাতা হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজক পরিষদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি।
এত ভালো উদ্যোগ দেখে খুব ভালো লাগলো।