26/02/2025
#নিরাপদ_সড়ক_চাই
হাটহাজারী - ফটিকছড়ি মহাসড়কে ডিভাইডার চাই!
মৃত্যুর মিছিল কত দীর্ঘ হলে ডিভাইডার হবে? আর কত প্রাণ গেলে সড়ক হবে নিরাপদ?
গতকাল আজম রোডে ভয়াবহ দুর্ঘটনায় হারিয়ে গেল এক তরতাজা প্রাণ—পারভেজ। তার অকাল বিদায়ে শোকে স্তব্ধ পরিবার, স্বজন ও বন্ধু-বান্ধব। কারও পক্ষেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না এই করুণ বাস্তবতা।
আমরা আর কত প্রাণহানির সাক্ষী থাকব? হাটহাজারী - ফটিকছড়ি মহাসড়কে অবিলম্বে ডিভাইডার নির্মাণ করতে হবে, নিরাপদ সড়কের দাবি আদায় করতেই হবে!
আল্লাহ রাব্বুল আলামিন পারভেজকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।