ইলমে হাকিকত

ইলমে হাকিকত _হালাল খাও,নামাজ পড়,আল্লাহ আল্লাহ জিকির কর
সব সমস্যা মিঠে যাবে _
বাণী : বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক;)
(4)

24/09/2025

আমার বুকের পাটা শক্ত আছে মালিক মওলা মাইজভান্ডারী।
আমি কি মরণ কে ডরি। 💝

🎙️ Sajjad Hossain Arman 💝

21/09/2025

চল প্রিয়া প্রেম বাগানে তব সঙ্গে প্রেম খেলিব।
প্রেম রঙ্গে রঙ্গ মিশায়ে কুঞ্জবনে রঙ খেলিব।

🎙️ Sajjad Hossain Arman 💝

21/09/2025
18/09/2025

দয়াল ভাণ্ডারী মোরে ত্বরায়ে নিও।
চরম দিনে চরম বন্ধু চরণ দেখাইও।।

তোমার যত পাগল দলে, কবরে ফেরেস্তা গেলে,
দয়া করে গোর ছোয়ালে সঙ্গে থাকিও।

হজ্ব রোজা কলমা আর নামাজ যাকাত সার,
এই পাঁচ কাজে দাসগণে মশগুল রাখিও।।

বরজকে নামাজ পড়ায়ে নজরানা যাকাত দিয়ে,
কদম কাবায় হজ্ব করায়ে হাজ্বী সাজাইও।।

দুনিয়ার লালসা হইতে রোজা রেখে ভাল মতে,
তোমার অমৃতময় তবরুকেতে ইস্তার করাইও।।

দমে দমে তোমার নাম রমেশ কহে কলমার কাম,
জান্নাত কি জাহান্নাম তুমি করাইও।।

✍️ রমেশ ফকির মাইজভাণ্ডারী
🎙️ Sajjad Hossain Arman

17/09/2025

মজেছি তোমারি প্রেমে স্বর্গ সুখ চাহিনা
কি করিব স্বর্গ সুখে তোর ভাবেতে দিওয়ানা।।

বালাখানা হুর দলে
চাহিবনা আঁখি তুলে
তোমার দামান তলে দাসগণের ঠিকানা।।

হাশরে ময়দানেতে
দপ্তরে লইয়া হাতে
নাচিব গজল পড়ে তোর ভাবেতে মাস্তানা।।

প্রেম মিশামিশি খেলা
খেলবি হাশর বেলা
তোমার শামাতে হাদী ঝাম্প দিব পরওয়ানা।।

✍আল্লামা সৈয়দ আবদুল হাদী কাঞ্চনপুরী মাইজভান্ডারী

Sajjad Hossain Arman

16/09/2025
15/09/2025

⛔সরাসরি সম্প্রচার 🔍
হযরত গাউছুল আজম মাইজভান্ডারি ক.এর পবিত্র সুন্নাতের অনুসরণে„প্রতি চন্দ্র মাসের ২২ তারিখ„মহিমান্বিত পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী স. স্মরণে „মজলিসে সেমা মাহফিল পালিত হচ্ছে।

স্থান > দরবারে গাউসুল আজম মাইজভান্ডারি „মাইজভাণ্ডার শরীফ „চটগ্রাম।

হযরত গাওসুল আজম মাইজভাণ্ডারী ক. এর পবিত্র সুন্নাতের অনুসরণে, প্রতি চন্দ্র মাসের ২২ তারিখ, মহিমান্বিত পবিত্র জশনে ঈদে মিল...
15/09/2025

হযরত গাওসুল আজম মাইজভাণ্ডারী ক. এর পবিত্র সুন্নাতের অনুসরণে, প্রতি চন্দ্র মাসের ২২ তারিখ, মহিমান্বিত পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী ﷺ স্মরণে, মজলিসে নাতে সরওয়ারে কায়েনাত ﷺ, জিকরে মোস্তফা ﷺ, মেহফিলে সেমা ও রাক্বসে সরুর অতীব এহতেরাম ও যথাযথ আদবের সহীত পালিত হবে।

উক্ত মেহফিলে রাসূলুল্লাহ ﷺ এর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে উপস্থিত হয়ে সরওয়ারে কায়েনাত ﷺ এর জিকির ও নাতে মোস্তফা ﷺ পাঠের ও শ্রবণের সৌভাগ্য অর্জন করুন।

স্থানঃ দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী, মাইজভাণ্ডার শরীফ, চট্টগ্রাম।
তারিখঃ ২২ রবিউল আওয়াল ১৪৪৭ হিজরি।
১৫ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, রোজ সোমবার।
(বি.দ্র. চলতি মাসের তারিখ এইটি)
সময়ঃ রাত ১০.০০ ঘটিকা।

14/09/2025

নাবিক আমি পথ ভুলেছি হায়।।

🎙️ Sajjad Hossain Arman 💝

Address

Chittagong
Fatikchari

Alerts

Be the first to know and let us send you an email when ইলমে হাকিকত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category