28/07/2025
অভিজ্ঞতা এক নিদ্রাহীন রাতের 😑
গতকাল রাতটা কেটেছে চরম যন্ত্রণায়, বমি আর মাথাব্যথায় ঘুম ছিলো না সঙ্গী। প্রায়ই মাথাব্যথা কষ্ট দেয় আমায় নীরবে, রাত বাড়লেই যেন তা হয়ে উঠে আরও গুরুতর। গতকাল রাতটা ছিল আরও বেশি ভয়াবহ রকমের।
রাত ১২ টা থেকে ৪ টা- চোখে ঘুম নেই একটুও। বমি, মাথাব্যথা আর অস্থিরতায় কেটেছে সময়টা। টাইগার লিকুইড বাম মেখেছি, ওষুধও খেয়েছি নিরুপায় হয়ে। তবুও শান্তি আসেনি- শুধু যন্ত্রণা বেড়েছে ধীরে ধীরে।
অবশেষে ৪টায় চোখ জড়ায় একটু ঘুমে, কিন্তু ৭টায় আবার উঠতেই হলো - স্কুল যে আছে!
শরীর ক্লান্ত, মন অবসাদে ভরা। তবুও দায়িত্বের ডাকে ছাড়িনি পিছপা। এই রকম রাত যেন আর না আসে জীবনে। শরীর ভালো থাকুক, মন থাকুক শান্তিতে।