Ajay Deb

Ajay Deb নেশা হোক ভ্রমণে,
প্রেম হোক প্রকৃতির
�� সঙ্গে ��
(1)

25/08/2025

পেজে কনটেন্ট প্ল্যানিং কেন জরুরি?

যেকোনো সফল ফেসবুক পেজের পেছনে থাকে সুপরিকল্পিত কনটেন্ট প্ল্যান। দৈনন্দিন ব্যস্ততায় আমরা অনেক সময় ভুলে যাই নিয়মিত পোস্ট করতে, বা হঠাৎ করে কী পোস্ট করব বুঝে উঠতে পারি না। এই সমস্যা থেকে মুক্তির উপায় হচ্ছে সপ্তাহ বা মাস ভিত্তিক কনটেন্ট ক্যালেন্ডার তৈরি করা।

এতে করে—
✔ ধারাবাহিকতা বজায় থাকে
✔ পেজে নিয়মিত এঙ্গেজমেন্ট পাওয়া যায়
✔ সময় বাঁচে ও চাপ কমে
✔ ভিউ ও রিচ বাড়ে

24/08/2025

শরীর খারাপ থাকলে মনও কেমন যেন হয়ে যায়। সর্দি-ঠাণ্ডা আর বৃষ্টির এই সময়টায় সামান্য ভিজলেই জ্বর, কাশি লেগে যায়। ওষুধ খেতে খেতে ক্লান্তি এসে যায় ঠিকই, তবুও নিজের যত্ন নেওয়া ছাড়া উপায় নেই। শরীরটাই যদি ঠিক না থাকে, তখন আর কিছুই ভালো লাগে না।

#শরীর_ভালোতো_সবই_ভালো #সুস্থ_থাকুন
#নিজের_যত্ন_নিন #বৃষ্টি_দিনের_ডায়েরি

24/08/2025

ফলোয়ার সংখ্যা নয়, সম্পর্কই বড় শক্তি। যারা আপনাকে সময় দেয়, তাদের গুরুত্ব দিন, ফলোয়ারদের সঙ্গে যোগাযোগই হচ্ছে পেজের সফলতার চাবিকাঠি।।

23/08/2025

2.3k Followers Done 🌸

Good night
❤️💝

23/08/2025

কেন ছোট ছোট বিষয়গুলোতেও ধৈর্য ধরে এগিয়ে যাওয়া উচিত?

সফলতা একদিনে আসে না। বড় কিছু পেতে হলে ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হয়। অনেকেই হতাশ হয়ে হাল ছেড়ে দেন যখন তাৎক্ষণিক ফলাফল মেলে না। কিন্তু বাস্তবতা হলো, প্রতিদিনের সামান্য অগ্রগতি একসময় বড় সাফল্যে রূপ নেয়। ধৈর্য, পরিশ্রম এবং বিশ্বাস — এই তিনটিই আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে। তাই বাধা আসলেও থেমে যাবেন না। অল্প হলেও নিয়মিত চেষ্টায় অদ্ভুত পরিবর্তন সম্ভব।

পছন্দ হলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।

বৃষ্টিভেজা বিকেল আর সতেজ ফুলের ঘ্রাণ—প্রকৃতি নিজেই যেন কবিতা হয়ে ওঠে 💝 #বিকেলের_আনন্দ  #বৃষ্টি_এবং_প্রকৃতি  #ফুলের_সৌন্দ...
23/08/2025

বৃষ্টিভেজা বিকেল আর সতেজ ফুলের ঘ্রাণ—প্রকৃতি নিজেই যেন কবিতা হয়ে ওঠে 💝

#বিকেলের_আনন্দ #বৃষ্টি_এবং_প্রকৃতি #ফুলের_সৌন্দর্য

23/08/2025

কেন আপনার ফেসবুক পেজে নিয়মিত পোস্ট করা জরুরি?

নিয়মিত পোস্ট করলে আপনার ফলোয়ারদের সঙ্গে সংযোগ বজায় থাকে এবং ফেসবুকের অ্যালগরিদম আপনার কনটেন্টকে বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। এতে এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায় এবং পেজের দৃশ্যমানতা বেড়ে যায়।

পড়ে ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুদের উপকারে আসতে পারে মনে হলে নিচে শেয়ার করুন।

22/08/2025

আপনি যদি রিলস বানান, তাহলে এটা আপনার জন্য সুখবর!

ফেসবুক এখন লাইসেন্সপ্রাপ্ত মিউজিক ব্যবহার করার সুযোগ দিচ্ছে, যেখানে নির্দিষ্ট অডিও লাইব্রেরির গান ব্যবহার করলে আপনি আয় করতে পারবেন।
এটি মূলত একটি ইনভাইট-বেইসড ফিচার, যেটা নির্দিষ্ট কিছু কনটেন্ট ক্রিয়েটরকে দেওয়া হয়। যারা নিয়মিত রিলস বানায়, ভালো ভিউ পায় এবং প্ল্যাটফর্মে সক্রিয় থাকে, তারাই এতে সুযোগ পায়।

কাজ কী করতে হবে?
ফেসবুকের দেওয়া eligible গানগুলো রিলসে ব্যবহার করতে হবে। ওই গান ব্যবহার করে যদি রিলস ভালো পারফর্ম করে, তাহলে আপনি রেভিনিউ পাবেন।

এখন থেকে শুধু ভিডিও নয়, সাউন্ড দিয়েও হতে পারে ইনকামের পথ!
তাই নিয়মিত কনটেন্ট তৈরি করুন, ফেসবুকের গাইডলাইন মেনে চলুন—আর সুযোগ এলেই কাজে লাগান।

শেয়ার করুন অন্য কনটেন্ট ক্রিয়েটরদের সাথেও।

মিষ্টির প্লেটে রঙের উৎসব!  এক কামড়েই ফিরে যাওয়া শৈশবের স্বাদে। 🍬✨  তোমার পছন্দ কোনটা? লাল না হলুদ? 😋মিষ্টি আমার এমনেও অন...
22/08/2025

মিষ্টির প্লেটে রঙের উৎসব!
এক কামড়েই ফিরে যাওয়া শৈশবের স্বাদে। 🍬✨
তোমার পছন্দ কোনটা? লাল না হলুদ? 😋
মিষ্টি আমার এমনেও অনেক পছন্দের ❤️

22/08/2025

🔔ফেসবুক পেজে নিয়মিত পোস্ট করার গুরুত্ব:

📣আপনার পেজে নিয়মিত পোস্ট করলে ফলোয়ারদের মনে আপনার উপস্থিতি তৈরি হয়। ফেসবুকের অ্যালগরিদম সেই পেজকেই বেশি রিচ দেয় যারা কনসিস্টেন্ট। প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত ৩–৪ দিন পোস্ট করুন।
এতে ফলোয়াররা অ্যাকটিভ থাকে, কমেন্ট করে, শেয়ার করে, ফলে পেজের এঙ্গেজমেন্ট বাড়ে।

শুধু ছবি না, ভিডিও, ইনফোগ্রাফিক্স বা প্রশ্নোত্তরমূলক পোস্টও দিন।

🤵‍♂️স্মরণ রাখুন, ফেসবুকে সক্রিয় থাকাই সফল পেজের প্রথম ধাপ।

🔁শেয়ার করে রাখুন, পরবর্তীতে কাজে লাগবে🔄



#পেজ_পরিচালনা

No caption 🌸
21/08/2025

No caption 🌸

Address

Fatikchari
4350

Telephone

+8801855245939

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ajay Deb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajay Deb:

Share