25/08/2025
পেজে কনটেন্ট প্ল্যানিং কেন জরুরি?
যেকোনো সফল ফেসবুক পেজের পেছনে থাকে সুপরিকল্পিত কনটেন্ট প্ল্যান। দৈনন্দিন ব্যস্ততায় আমরা অনেক সময় ভুলে যাই নিয়মিত পোস্ট করতে, বা হঠাৎ করে কী পোস্ট করব বুঝে উঠতে পারি না। এই সমস্যা থেকে মুক্তির উপায় হচ্ছে সপ্তাহ বা মাস ভিত্তিক কনটেন্ট ক্যালেন্ডার তৈরি করা।
এতে করে—
✔ ধারাবাহিকতা বজায় থাকে
✔ পেজে নিয়মিত এঙ্গেজমেন্ট পাওয়া যায়
✔ সময় বাঁচে ও চাপ কমে
✔ ভিউ ও রিচ বাড়ে