দৈনিক ফটিকছড়ি দর্পণ

দৈনিক ফটিকছড়ি দর্পণ Media/News/Publishing
আমরা নিরপেক্ষ নই, স্বাধীনতার পক্ষে বলছি...।

04/09/2025

পিতা সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর পাশে চিরশায়িত হলো সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারি

#মাইজভান্ডার #দরবার #শরীফ

03/09/2025

বিএনপির ৪৭তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে ফটিকছড়ির রাজঘাটে জনসভায় সরওয়ার আলমগীর- কোন ষ ড় য ন্ত্র সফল হবে না, সজাগ থাকতে হবে, সটিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

02/09/2025

আগামী ২০সেপ্টেম্বর মাইজভান্ডারে ইদে মিলাদুন্নবী উপলক্ষে প্রস্তুতি সভা, মুনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি (ম.)

#মাইজভান্ডার #দরবার #শরীফ

02/09/2025

সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারির জা না জা নামাজ

02/09/2025

সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারি জানাজা আজ বাদ মাগরিব

02/09/2025

সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বাংলাদেশকে মেধা শূন্য করেছে আ.লীগ : ফটিকছড়িতে সরওয়ার আলমগীর
াংলা #বিএনপি

31/08/2025

ফটিকছড়ি গঠনে কেন বিএনপি নেতা সরওয়ার আলমগীরকে চান জানালেন জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন।
াংলা

তিনি শনিবার (৩০ আগস্ট) ফটিকছড়ির তকিরহাটবাজারে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

গাউছুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারী (ক.) এর পৌত্র শাহসূফী সৈয়দ শফিউল বশর আল মাইজভাণ্ডারী (ক.) এর বড় শাহজাদা, সৈয...
31/08/2025

গাউছুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারী (ক.) এর পৌত্র শাহসূফী সৈয়দ শফিউল বশর আল মাইজভাণ্ডারী (ক.) এর বড় শাহজাদা, সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারী আজ (রবিবার) সকালে পর্দা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)করেছেন।

‘সুপ্রিম পার্টি, ইসলামী ফ্রন্ট ও ইসলামিক ফ্রন্টের নেতৃত্বে ‘বৃহত্তর সুন্নী জোট’এর আত্মপ্রকাশ’ তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল...
30/08/2025

‘সুপ্রিম পার্টি, ইসলামী ফ্রন্ট ও ইসলামিক ফ্রন্টের
নেতৃত্বে ‘বৃহত্তর সুন্নী জোট’এর আত্মপ্রকাশ’

তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)—এর সমন্বয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘বৃহত্তর সুন্নী জোট’ আত্মপ্রকাশ করেছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ জোটের ঘোষণা দেওয়া হয়। লিখিত বক্তব্য পাঠ করেন শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।

তিনি বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযু*দ্ধের পর জুলাই ২৪ হ*ত্যাকাণ্ডে যেমন ভ*য়াবহ র*ক্তপাত হয়েছে, তেমনি আর কোনো আ*ন্দোলন-সংগ্রা*মে এত প্রাণহা*নি ঘ*টেনি। ওই ঘ*টনায় জড়িতদের দৃ*ষ্টান্তমূলক শা*স্তি, শ*হিদ পরিবারকে ক্ষ*তিপূরণ, আ*হতদের উন্নত চিকিৎসা এবং পূনর্বাসন নিশ্চিত করতে হবে।’

তিনি অ*ভিযোগ করে বলেন, ৫ আগস্ট পরবর্তী সরকার জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। গত এক বছরে মব ভায়োলেন্স, স*ন্ত্রাস, খুন, বি*চারবহির্ভূত হ*ত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। পাশাপাশি শতাধিক মসজিদ-মাদরাসা-মাজারে হামলা ও অ*গ্নিসংযোগ হয়েছে, অথচ সরকার নি*র্বিকার থেকেছে।

পিআর নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, পি আর পদ্ধতি একটি নতুন কনসেপ্ট। এতে জনগণ গভীর সংশয় ও বিভ্রান্তিতে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা সর্বাধিক। এ ধরনের পদ্ধতি জাতীয় রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এর মাধ্যমে জনগণের প্রকৃত ইচ্ছা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না।

সংবাদ সম্মেলনে ১৭ দফা দাবি ও ২১ দফা ঘোষণাপত্র উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য—জুলাই আন্দোলনে লুট হওয়া ও অবৈধ অ*স্ত্র উ*দ্ধারে কম্বিং অ*পারেশন চালানো। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। দু*র্নীতিবাজ, স*ন্ত্রাসী, ঋ*ণখেলাফি ও অর্থপা*চারকারীদের অযোগ্য ঘোষণা। শান্তিপূর্ণ ও অ*হিংস রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা। সুদমুক্ত ও ন্যায্য অর্থনীতি গড়ে তোলা। কৃষি, শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা দিয়ে কর্মসংস্থান সৃষ্টি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সি*ন্ডিকেট ও কালোবাজারি বন্ধে ব্যবস্থা গ্রহণ। প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ ও নতুন বৈদেশিক কর্মসংস্থান বাজার সৃষ্টি। কুরআন-সুন্নাহ ভিত্তিক শিক্ষা নীতি প্রণয়ন এবং মাদরাসা, সাধারণ ও কারিগরি শিক্ষার মধ্যে সমন্বয়। নারী ও শিশু অধিকার সুরক্ষা, মাদক, জুয়া ও অ*নৈতিক সংস্কৃতি নির্মূল।

এছাড়া লিখিত ঘোষণাপত্র পাঠ করেন অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পীরে তরিকত আল্লামা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, আল্লামা এম এ মতিন ও পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।

মোহাম্মদ আসলাম হোসাইনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, আল্লামা আবু সুফিয়ান আবেদী আলকাদেরী, এডভোকেট আবু নাছের তালুকদার, এম সোলায়মান ফরিদ, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, মাওলানা আশেকুর রহমান হাশেমী, মাওলানা বাকি বিল্লাহ আজহারী, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, স ম হামেদ হোসাইন, এইচ এএম মুজিবুল হক শাকুর, ঢালি কামরুজ্জামান হারুন, মোহাম্মদ আবদুর রহিম, অধ্যক্ষ আলী মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ সোহেল সামাদ বাচ্চু, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাসুম বিল্লাহ মিয়াজি, এড, ইসলাম উদ্দীন দুলাল, তরিকুল হাসান লিংকন, এড. ইকবাল হাসান, মোহাম্মদ ইব্রাহীম মিয়া, আবদুল হাকিম, এস এম তারেক হোসাইন, কাজী জসিম উদ্দীন আশরাফী প্রমূখ।

30/08/2025

নুরের উপর হা ম লা নির্বাচন বা*ন*চালের ষ*ড়য*ন্ত্রের অংশ : ফটিকছড়িতে সরওয়ার আলমগীর
#বিএনপি াংলা

ফটিকছড়িতে লোকালয়ে আসা মেছোবাঘটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর==============================মো. এমরান হোসেন (এমরান ফরহা...
29/08/2025

ফটিকছড়িতে লোকালয়ে আসা
মেছোবাঘটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর
==============================

মো. এমরান হোসেন (এমরান ফরহাদ)

চট্টগ্রামের ফটিকছড়ির লোকালয়ে আসা মেছোবাঘটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন - শুক্রবার বিকেলে মেছোবাঘটি হস্তান্তর করা হয়।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) সকালে ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজার সংলগ্ন রহমত বাড়িতে কৃষক মুহাম্মদ ইয়াকুবের পাতানো ফাঁদে আটকা পড়েছিল এ মেছোবাঘ। ফাঁদে আটকে থাকা বন্যপ্রাণীটি দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বাঘটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

কৃষক ইয়াকুব জানান, প্রতিদিন রাতে তার হাঁস-মুরগি খেয়ে ফেলতো মেছোবাঘটি। তাই সে ফাঁদ পেতে রাখে, আর সেই ফাঁদেই ধরা পড়ে প্রাণীটি । এটির ওজন আনুমানিক ১৫কেজি হতে পারে। স্থানীয়রা প্রাণীটির শরীরের গঠন ও আচরণ দেখে এটিকে মেছোবাঘ বলে সনাক্ত করেন।

নানুপুর ইউপির প্যানেল চেয়ারম্যান তহিদুল আলম জানান, এটি মেছোবাঘ, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রাণীটি হেফাজতে নেওয়া হয়।

28/08/2025

ফটিকছড়িতে অ স্ত্র পাওয়া গেলেও অ স্ত্র ধা রী পালিয়ে যায়, তাকে গ্রে ফ তা রে অ ভি যান অব্যাহত রয়েছে বলে জানান ফটিকছড়ি থানা ওসি নুর আহমদ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের চৌমুহনী বাজার এলাকায় এ ঘ ট না ঘ টে।

উদ্ধারকৃত পিস্তলটি ছিল পা লি য়ে যাওয়া যুবক শাকিলের । তিনি কমর আলী তালুকদার বাড়ি প্রকাশ চমকার বাড়ির মোহাম্মদ শাহ আলমের পুত্র। ওই যুবক সেটি তার কোমরে করে নিয়ে যায় ঘ ট না স্থলে প্র তি প ক্ষ কে ঘা য়ে ল করার জন্য । জমি বিরোধ নিয়ে দুটি পক্ষ উ ত্তে জ না সৃষ্টি হলে খবর পেয়ে পু লি শ ঘ ট না স্থলে যায়।

#থানা

Address

Fatikchhari
Fatikchari
4350

Telephone

+8801845227822

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক ফটিকছড়ি দর্পণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share