Bappi Entertainment

Bappi Entertainment Bappi Prodhan

16/07/2025
14/07/2025

আলিয়া একবার এক টকশো🌻তে বলেছিলো যে রানবিরের সামনে সে একটা নির্দিষ্ট ডেসিবেলের উপরে কথা বলেনা কারণ রানবীর উঁচু গলায় কথা বলা পছন্দ করেনা। ❤️

বক্তব্যটা শুনে রানবীরকে বেশ কন্ট্রোলিং ই মনে হয়েছিল। তবে রানবীরের এই নিয়মের কারণটা রিসেন্টলি একটা টকশো তেই রানবীর নিজে প্রকাশ করেছে ।

রানবীরের শৈশব থেকেই তার বাবা এতোই চিল্লাচিল্লি করতো ঘরে, যে রানবীর ছোটকাল থেকেই ট্রমাটাইজড ছিল।এবং বড় হয়েও সেই জোর গলায় কথা শুনে ভয় পাওয়াটা কাটিয়ে উঠতে পারেনি।
তাই আলিয়া নিজের উঁচু গলায় কথা বলার অভ্যাসটা ত্যাগ করেছে যাতে রানবীর তার সাথে সেইফ ফিল করে।

এই ব্যাপারে আমি দুইটা কথা বলবো-
প্রথমত, এইযে পার্টনারের ট্রমা বুঝে,পার্টনার কোন বিষয়ে ইকটু বেশি সেনসিটিভ এবং কেন এইভাবে অল্পতে রিয়েক্ট করে কোনো সামান্য কথায় কিংবা আচরণে- এই ব্যাপার গুলো বুঝা ইম্পর্ট্যান্ট। সবার ট্রমা রেসপন্স এক না, সবার কোপিং ম্যাকানিজম এক না।
তাই কোনো কিছুতে পার্টনার ট্রিগার্ড হলে সেই ব্যাপারটা থেকে দূরে থাকা, বা কম্প্রোমাইজ করাটা হেলদি রিলেশনশিপেরই লক্ষণ।কারণ রিলেশনশিপটাকে দুজনের জন্যই সেইফ স্পেস বানানো উচিত।

দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পার্টনারের এই কম্প্রোমাইজ গুলো বা ইফোর্ট গুলো বুঝা, সেটা একনলেজ করা এবং তার জন্য গ্রেটফুল থাকা।যেমনটা ইন্টার্ভিউ তে রানবির বলেছিল-"আলিয়া সারাজীবন লাউড ছিল, কিন্তু সে আমার জন্য নিজের এই পরিবর্তন টা এনেছে। এবং আমি জানি এটা সহজ ব্যাপার না।"

যেই রিলেশনশিপে পারস্পরিক কম্প্রোমাইজ এবং তার একনলেজমেন্ট থাকে- আমার চোখে সেটাই আইডিয়েল এবং হেলদি রিলেশনশিপ।

তথ্য সংগ্রহ করা।

10/07/2025

08/07/2025
25/06/2025

There is fun in the End.

Address

Fatulla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bappi Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bappi Entertainment:

Share