জান্নাতের আলো

জান্নাতের  আলো আসুন আমরা সকলে মিলে দুনিয়ার জীবন টাকে জান্নাতের রঙে রাঙিয়ে তুলি।

02/07/2025

মুহাররম ও আশুরা : কিছু কথা, কিছু প্রশ্নের উত্তর

❏ মুহাররাম মাসের ১০ম দিনকে আশুরা বলা হয়। এদিন আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং তাঁর জাতিকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন। এ উপলক্ষে ইয়াহুদীরাও এ দিন সিয়াম পালন করতেন।

নবী ﷺ মদিনায় হিজরতের পর দেখেন ইয়াহুদীরা এ দিনে সিয়াম পালন করছে। নবী ﷺ বললেন, আমরা মূসার অনুসরণ করার ব্যাপারে তােমাদের চাইতে অধিক হকদার। তিনি নিজে সে দিনের সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকেও নির্দেশ দিলেন [বুখারি : ১৮৬৫]।

❏ এ সিয়ামের ফজীলত কী?

এদিনের সিয়ামের ফজিলত সম্পর্কে রাসূল ﷺ বলেন, আল্লাহর কাছে আশা করি তিনি বিগত এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন [সহিহ মুসলিম : ১১৬২]।

❏ কেন ১০ তারিখের পাশাপাশি ৯ তারিখেও সিয়াম রাখা উচিত?

রাসূল ﷺ ইয়াহুদিদের ব্যতিক্রম করতে বলেছেন। যেহেতু এদিন ইয়াহুদিরাও সিয়াম রাখে তাই তাদের ব্যতিক্রম করার জন্য ৯ মুহাররামেও সিয়াম পালন করা উচিত। কেননা রাসূল ﷺ বলেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ৯ এবং ১০ দুদিনই সিয়াম রাখবাে।

[মুসলিম : ১৯১৬]

❏ এবারের আশুরার সিয়াম কবে?

এবারের আশুরার সিয়াম ৬ জুলাই। তবে ওপরের হাদিস অনুযায়ী ৫ ও ৬ জুলাই বা ৬ ও ৭ জুলাই সিয়াম রাখতে পারেন।

আমরা পুরো মুহাররম মাস জুড়েই সাধ্যমতো বেশি বেশি রোজা রাখি। বিশেষ করে দশ তারিখ আশুরার রোজা, প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার এবং হিজরি মাসের ১৩, ১৪, ১৫ তারিখের আইয়ামে বীজের সুন্নত রোজাগুলো রাখি। কারণ মুহাররম আল্লাহর মাস। আর রোজাও শুধুমাত্র আল্লাহর জন্য। এবং আল্লাহ ঘোষণা করেছেন রোজার প্রতিদান তিনি নিজেই দিবেন।

~ তথ্য সংগৃহিত

02/04/2025

কোরআন তেলাওয়াত ভুল হইলে সাথে সাথে সংকেত দিবে এমন এপস থাকলে দয়া করে আমাকে জানাবেন।

>>>>>>> বেহেশতের বয়ান
14/01/2025

>>>>>>> বেহেশতের বয়ান

হাদিসে কুদসীতে আল্লাহ পাক বলেন, "আমি বান্দার ধারণার সঙ্গে থাকি" সুতরাং সে আমার প্রতি যেমন ইচ্ছা তেমনই ধারণা পোষণ করুক।
20/11/2024

হাদিসে কুদসীতে আল্লাহ পাক বলেন, "আমি বান্দার ধারণার সঙ্গে থাকি" সুতরাং সে আমার প্রতি যেমন ইচ্ছা তেমনই ধারণা পোষণ করুক।

সিদ্ধান্ত আপনি নিন;   ধু'মপা'ন   করবেন, নাকি ছাড়বেন?......................................................................
21/09/2024

সিদ্ধান্ত আপনি নিন; ধু'মপা'ন করবেন, নাকি ছাড়বেন?..................................................................................
১) সি'গারেটের গায়ে লেখা থাকে- "ধু'মপা'ন মৃ'ত্যু ঘটায়।" আল্লাহ সুবহানুতায়ালা বলেন, "তোমরা নিজেদেরকে ধ্বং'সের দিকে নিক্ষেপ করো না।"
[সূরা বাকারা আয়াত -১৯৫]
২) সি'গারেট অ'পবিত্র বস্তু। আল্লাহ সুবহানুতায়ালা বলেন, "তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অ'পবিত্র বস্তু হা'রা'ম করা হয়েছে। [সূরা আরাফ আয়াত -১৫৭]
৩) সি'গারেট অপব্যয় ছাড়া আর কিছুই নয়। আল্লাহ সুবহানুতায়ালা বলেন, "নিশ্চয়ই অপব্যায়কারী শ'য়তানের ভাই।" [সূরা বনী ইসরাইল আয়াত -২৭]
৪) সি'গারেট ক্ষুধা নিবারণ মূলকও নয়। জা'হা'ন্নামীদের খাবার প্রসঙ্গে আল্লাহ সুবহানুতায়ালা বলেন, “এটা তাদের পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও নিবারণ করবে না।" [সূরা গাশিয়াহ আয়াত -৭]
৫) সি'গারেট নে'শাজাতীয় দ্রব্য। মহানবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন, "প্রত্যেক নে'শার বস্তুই মা'দক আর প্রত্যেক মা'দকই হা'রা'ম। [সহিহ মুসলিম-২০০৩]
৬) কেউ একসঙ্গে দশটি সি'গারেট টানলে তার নে'শা হতে বাধ্য। রাসূল (সা.) বলেছেন, “যা অধিক সেবন করলে নে'শার সৃষ্টি হয় তা কম সেবন করাও হা'রা'ম।" [তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১]
৭) সি'গারেট দু'র্গ'ন্ধ ছড়ায় ও অন্য মানুষের জন্যে কষ্টদায়ক। আর আল্লাহ্‌ দু'র্গ'ন্ধ ছড়ানো ও মানুষকে কষ্ট দেয়াকে হা'রা'ম ঘোষণা করেছেন।
এবার আপনিই সিদ্ধান্ত নিন-
ধু'মপা'ন করবেন নাকি ছাড়বেন?

07/08/2024

“কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু’তিল মুলকা মানতাশা উ ওয়া তানযিউল মুলকা মিম্মানতাশা উ ওয়াতু ইযযু মানতাশা উ ওয়াতু যিল্লু মানতাশা উ বিয়াদি কাল খাইর। ইন্নাকা আলা কুল্লি শাইয়্যিন ক্বাদীর।”
“বলুন, ইয়া আল্লাহ, তুমিই সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান কর আর যাকে ইচ্ছা অপমানে পতিত কর। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে ক্ষমতাশীল।”
[আল-কুরআন, সূরা আলে ইমরান, ৩:২৬]

সকল প্রশংসা আমাদের রবের, আমরা জানিনা আমরা বুঝিনা কার কি প্রাপ্য? কার কি সম্মান? ইজ্জত দেন তিনি আর তিনিই বে-ইজ্জত করার ক্ষমতা ও রাখেন । সকল কিছুর তথ্য আল্লাহর কাছেই রক্ষিত।

আলহামদুলিল্লাহ দেশ স্বাধীনের মিষ্টি সবার দাওয়াত রইলো
05/08/2024

আলহামদুলিল্লাহ দেশ স্বাধীনের মিষ্টি সবার দাওয়াত রইলো

05/08/2024

আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন ৫-আগস্ট ২০২৪

04/08/2024
হিজরি ১৪৪৬!সকলকে হিজরি নববর্ষের শুভেচ্ছা!❤️
07/07/2024

হিজরি ১৪৪৬!
সকলকে হিজরি নববর্ষের শুভেচ্ছা!❤️

• Today's the best Photo 🍂🌻•🔴 Beautiful                                   🍂                          🍂                  ...
01/07/2024

• Today's the best Photo 🍂🌻
•🔴 Beautiful





























🍂






🍂






🍂






🍂



🍂


🍂




🍂






🍂

💚🤲Beautiful kaaba👆👆👆 jamilanagudu with and also known as in 📽🕋👈

Address

Narayanganj
Fatulla

Telephone

+8801642546248

Website

Alerts

Be the first to know and let us send you an email when জান্নাতের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জান্নাতের আলো:

Share

Category