Sayem studio

Sayem studio Hey Three It's Your Saiful Islam �

It's My Official page. I Really Like To Travel

10/11/2024
সতর্ক বার্তা 🚫 গতকাল রাতে আমাদের গ্রামের এক ভাই সিলেট থেকে বাড়ি  আসার জন্য হুমায়ূন চত্বর দাড়িয়ে ছিলেন, তখন একটি কার আসে ...
08/10/2024

সতর্ক বার্তা 🚫
গতকাল রাতে আমাদের গ্রামের এক ভাই সিলেট থেকে বাড়ি আসার জন্য হুমায়ূন চত্বর দাড়িয়ে ছিলেন, তখন একটি কার আসে বলে কোথায় যাবেন, তিনি বলেন মুন্সিবাজার, কারে তখন ৩ জন যাএী ছিলেন, আরও একজন যাএী এসে বলে টেংরা যাবে, তখন ভাই ও গাড়ি তে উঠে পড়েন, ফেন্সুগন্জ আসার পর উনার কিছু সন্দেহ হয়, আমাদের এলাকার একজন কে কল দিয়ে বলেন কোথায় আছ,তিনি বলেন পালবাড়ি আছেন গাড়ি তে গ্যাস বরানোর জন্য,পালবাড়ি আসার পর ভাই বলেন আমাকে নামিয়ে দেন, তখন কার গাড়ির ড্রাইবার বলে নামাবনা মুন্সিবাজার নামিয়ে দিব, বলে গাড়ীর স্পিড বাড়িয়ে দেয়, ভাই বলেন আমাকে এখানে নামিয়ে দেন, এখানে দরকার আমি মুন্সিবাজারের ভাড়া দেব, তখন গাড়িতে থাকা ২জন পকেট থেকে চুরি বের করে ও সামনে থাকা ১জন পকেট থেকে বন্ধুক বের করে বলে চুপ, সাথে সাথে হাত ও চোখ বেধে ফেলে, তারা পকেট থেকে ফোন ও টাকা পয়সা সব নিয়ে নেয়, তারা বলে বাড়ি থেকে টাকা না দিলে মেরে ফেলবে ও হুমকি ভয় দেখায়, তারা শিখিয়ে দেয় ফোন দিয়ে বলবি টাকার দরকার টাকা পাঠাও , পরে তিনি তান পরিচিত বিকাশ এজেন্ট একজন কে বলেন আমার ইমারজেন্সী টাকা লাগবে ২০ হাজার, তিনি ও কিছু না বুঝে টাকা দিয়ে দেন, তারপর আর একজন কে কল দিয়ে এইভাবে ২৫ টাকা হাজার নিয়ে নেয়, তান অনেক কাজমিনতির পর অবশেষে পাহাড়ের মধ্যে হাত পা বাধা অবশেষে রেখে চলে যায়, আল্লাহর অশেষ মেহেরবানী তে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসেন, আপনারা কখনো একা অবস্থায় কোনো কার বা নোহা গাড়িতে উঠবেন না, ভালো মানুষ সেজে চিন্তাই কারীরা আপনাদের সাথে এসব করতে পারে,
সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন ⛔

14/06/2024
01/05/2024

ধনী হই আর গরিব হই মরে যাওয়ার পরে কিন্ত
সাদা কাফন ছাড়া আর কিছুই যাবেনা কবরে।
তাই অহংকারের দুনিয়া থেকে বেরিয়ে আসুন,
মানুষকে ভালোবাসুন আল্লাহ আপনাকে ভালোবাসবেন।

আন্ধাইর পুরির মানুষ আমি  আর আন্ধাইর ঘরের বাসিন্ধা!ও আল্লাহ, ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বান্ধা।
29/04/2024

আন্ধাইর পুরির মানুষ আমি আর আন্ধাইর ঘরের বাসিন্ধা!
ও আল্লাহ, ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বান্ধা।

24/04/2024

কাছের মানুষগুলোই আপনাকে যত্ন করে শিখাবে কিভাবে দূরে সরে যেতে হয়।

22/04/2024

অতিরিক্ত খুশি তাকার কথা আর
অতিরিক্ত কষ্টের কথা কাউকে
বলতে নেই!
কারণ খুশিতে মানুষ নজর লাগায়
আর কষ্টে মানুষ লবণ লাগায়।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন....মৃত্যু নিশ্চিত সময়টা অনিশ্চিত কন্ঠ শিল্পীসুরকার এবং গীতিকার পাগল হাসান উনি আর...
18/04/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন....

মৃত্যু নিশ্চিত সময়টা অনিশ্চিত

কন্ঠ শিল্পী
সুরকার এবং গীতিকার
পাগল হাসান উনি আর আমাদের মাঝে নেই
রোড এক্সিডেন্টে মারাগেছেন।

আল্লাহ জেনও বেহেস্ত নছিব করেন আমিন।

14/04/2024

🪁🪁🪁
শুভ নববর্ষ
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা!

Address

2
Fenchuganj
3116

Telephone

+97433402279

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayem studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sayem studio:

Share