Channel S3

Channel S3 Channel S3

31/12/2025

সিলেট : ফেঞ্চুগঞ্জের কচুয়া বহর গ্রামে এক ভয়াবহ ট্রাক দুর্ঘটনা ঘটেছে! ট্রাইবার বেচে আছে! কারেন্টের কুঠি দুই টুকরো-! কারেন্টের তার রাস্তায় পড়ে আছে! দেখার কেউ নেই! আতংকে এলাকাবাসী...

29/12/2025

মনোনয়নপত্র জমা দেওয়ার পরে যা বল্লেন সিলেট ৩ আসনের সতন্ত্র এমপি পার্থী মইনুল বাকর।

25/12/2025

বালাগঞ্জের খাসিপুর গ্রামের জনগনের উদ্দেশ্যে যা বল্লেন- সিলেট ৩ আসনের সতন্ত্র পার্থী মইনুল বাকর

23/12/2025

২৫ ডিসেম্বর দেশ নায়ক তারেক রহমানের আগমন উপলক্ষে উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের আনন্দ মিছিল...

21/12/2025

বালাগঞ্জের ভট্ট পাতন এলাকার জনগনের সাথে মতবিনিময়ে যা বল্লেন সিলেট ৩ আসনের সতন্ত্র পার্থী মইনুল বাকর

18/12/2025

ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়নের জামেয়া মাদানিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিম খানা'র ছাত্র -শিক্ষকদের সাথে সংর্ধনা অনুষ্ঠানে যা বল্লেন সিলেট ৩ আসনের সতন্ত্র এমপি পার্থী মইনুল বাকর

18/12/2025

ফেঞ্চুগঞ্জের কটালপুরে দক্ষ যুব ICT উন্নয়ন অফিসে মতবিনিময়কালে যা বল্লেন সিলেট ৩ আসনের সতন্ত্র এমপি পার্থী মইনুল বাকর

18/12/2025

ফেঞ্চুগঞ্জের মানিককোনা'য় জামিয়া মাদ্রাসা'য় যা বল্লেন সিলেট ৩ আসনের সতন্ত্র পার্থী মইনুল বাকর

15/12/2025

সিলেট ৩ আসনের জনগনের উদ্দেশ্যে যা বল্লেন- সতন্ত্র এমপি পার্থী মইনুল বাকর

ফেঞ্চুগঞ্জে নবপল্লব প্রকল্পের "প্রকল্প অবহিতকরণ" সভা...সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকা'র  জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং ...
08/12/2025

ফেঞ্চুগঞ্জে নবপল্লব প্রকল্পের "প্রকল্প অবহিতকরণ" সভা...

সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকা'র জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং প্রকৃতির সুরক্ষা ও পুনরুদ্ধারে নবপল্লব প্রকল্পের "প্রকল্প অবহিতকরণ" সভা ৮ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

নবপল্লব'র উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত সভা'য় নবপল্লব কেয়ার বাংলাদেশের রিজওনাল ম্যানেজার মো: জয়নাল আবেদিন'র সভাপতিত্ব উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার।

এসময় সভায় নবপল্লব প্রকল্পের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা হেল্থ কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. আতিকুল গনি, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা.জামিল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত দেবনাথ, উপজেলা পরিসংখ্যানবিদ সুরনজীত কর সুজন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান, ইনফরমেশন সার্ভিস অফিসার অন্তু রানী শীল, মাধ্যমিক শিক্ষা অফিসার সীমা সরকার, সব ইন্সপেকটর রাহুল রয় জনি, ইন্সট্রাক্টর আনসার এন্ড ভিডিপি সরনজীত দাস, প্রকল্প ব্যবস্স্থাপক 'জিএসকে' দীপেন্দ্র চন্দ্র সরকার, প্রকল্প কর্মকর্তা (ওয়াশ ইন্জিনিয়ার) 'জিএসকে' আল সাবা মিয়া, প্রকল্প কর্মকর্তা (ক্যাপাসিটি বিল্ডিং) মালঞ্চ রেমা, কেয়ার বাংলাদেশের রিজওনাল ম্যানেজার মো: হাসিব মীর, এসও-সিএলপি মো: সাইফুর রহমান, এসইওপিও মতিন তালুকদার, উপজেলা প্রজেক্ট অফিসার মাহমুদা আক্তার, সিএনআরএস মো: আশরাফুল ইসলাম, মনিটরিং লিড, ফিল্ড ম্যানেজার- সিএনআরএস মনিরুজ্জামান, আইডিই তৌহিদুর রহমান, আরএম এফএন্ডএমজি মতিউর রহমান, ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি রাজ্জাক আহমেদ রাজা, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সদস্য শহিদ আহমদ চৌধুরী জুলহান- প্রমূখ।

নবপল্লব প্রকল্পটি ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নের যেসব পরিবার জলবায়ু পরিবর্তনের জন্য ঝুকিপূর্ণ তাদের জীবন মান উন্নয়নে অবকাঠামো, দারিদ্র বিমোচন, স্যানিটেশন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা-সহ নানা উন্নয়ন মুলক কাজ করবে বলে জানান- নবপল্লব কেয়ার বাংলাদেশের রিজওনাল ম্যানেজার মো: জয়নাল আবেদিন ও মো হাসিব মীর।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া...সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র স...
02/12/2025

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া...

সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনা করে আজ বাদ আসর হযরত শাহজালাল রঃ এর মাজার মসজিদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চান স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ফরহাদ চৌধুরী শামীম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আমীর আলী, উসমান হারুন পনির, আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ প্রমুখ।

দোয়া মাহফিলে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও দলের জন্য আজীবন সেক্রিফাইজ করে গেছেন। তিনি ফ্যাসিবাদী গোষ্ঠীর কাছে মাতা নত না করায় আজ আমরা খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দল মত, ধর্ম বর্ন নির্বিশেষে সকল মানুষের দোয়াতেই প্রমান হয় তিনি জাতীর ঐক্যের প্রতিক ও অভিভাবক। আবেগাপ্লুত কন্ঠে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনা করে বলেন- মহান আল্লাহ তালা যেন দেশের স্বার্থে খালেদা জিয়া'কে সুস্থতা দান করেন এবং হায়াতে তইবা দান করেন- আমীন।

দেশে থাকবো, দেশের মানুষের সেবা করবো : এম এ মালিকসিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) বিএনপির মনোনয়নপ্রাপ্ত...
14/11/2025

দেশে থাকবো, দেশের মানুষের সেবা করবো : এম এ মালিক

সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন— আমি যতদিন বেঁচে থাকব, এই দেশেই থাকব, যদি মরেও যাই- এই দেশেই মরব। দেশের মানুষই আমাকে দাফন করবে—এই শপথ আমি নিয়েছি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে সিলেট সিটি করপোরেশনের ৪০ নং ওয়ার্ডের কুচাই বাজারে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

মোহাম্মদ আব্দুল মালিক বলেন- আমি গত ১৫ বছর দেশে আসতে পারিনি আওয়ামী ফ্যাসিবাদের কারনে। আমি দেশে ফিরেছি বেগম খালেদা জিয়ার সাথে দেশে এসেছি। তিনি আমাকে বলেছেন- দেশে ফিরে দেশের মানুষের সেবা করো। আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি এই দেশের মানুষের সেবা করব।

তিনি জানান- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে ধানের শীষ প্রতীকে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনীত করেছেন এজন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আরো বলেন- এই আসন থেকে জয়ী হয়ে আমি বিএনপিকে উপহার দিতে চাই, যাতে সংসদে গিয়ে আমাদের এই এলাকার কথা বলতে পারি...।

তিনি তার বক্তব্যে বিগত ১৬ বছরে এই অঞ্চলের অবহেলা ও উন্নয়নবঞ্চনার চিত্র তুলে ধরেন।

তিনি জানান- দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে একটি রাস্তাও ঠিকমতো কার্পেটিং হয়নি। অসংখ্য স্কুল-কলেজ, মাদ্রাসা অবহেলিত অবস্থায় রয়েছে। বালাগঞ্জের এম ইলিয়াস আলী স্কুল, নবরুণ উচ্চ বিদ্যালয়, রেঙ্গা মাদ্রাসা, বালাগঞ্জ হাই স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আমি গিয়েছি- সব জায়গায় শিক্ষক ও শিক্ষার্থীরা কষ্টে আছেন।

তাঁর অনুরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১১টি সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে এবং কিছু কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি জানান- নবারুণ উচ্চবিদ্যালয়ের জন্য ৪ কোটি ২৭ লাখ টাকার নতুন ভবন অনুমোদন হয়েছে, এম ইলিয়াস আলী উচ্চবিদ্যালয়, আহমদপুর হাই স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়াররা কাজ শুরু করেছেন।

এছাড়া, দক্ষিণ সুরমায় একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও সরকারের সংশ্লিষ্ট দপ্তর দিয়েছে বলে জানান এম এ মালিক।

তিনি বলেন- বিএনপি উন্নয়নের রাজনীতি করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর সময়েই কৃষক, শ্রমিক, গার্মেন্টস, প্রবাসী প্রত্যেক খাতে উন্নয়ন হয়েছিল।

উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন- বেগম খালেদা জিয়ার ধানের শীষ, তারেক রহমানের ধানের শীষ- এটাই বাংলাদেশের মানুষের প্রতীক। মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না।
আমাদের দল কোনো বিভেদ চায় না। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান- সবাই বাংলাদেশী। সবাই মিলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি জনগণের প্রতি আহ্বান জানান- আপনারা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে প্রচার চালান। মাকে বলবেন, বোনকে বলবেন, ছেলেকে বলবেন- ধানের শীষেই মুক্তি।

বিএনপি নেতা দিলাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, দক্ষিন সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আজিজুর রহমান আজিজ, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার, জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চোঁখ হারানো ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সুমন শিকদার, আব্দুল হাসিব, হোসেন আহমদ তালুকদার- প্রমুখ।

সভায় সিলেট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল বলেন- আমরা হিংসার রাজনীতি চাই না। আমরা চাই শান্তি, ভালোবাসা আর ভ্রাতৃত্বের রাজনীতি। আমরা চাই- প্রত্যেকে একে অপরের প্রতি শ্রদ্ধা, সহমর্মিতা ও ভালোবাসা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করুক।

খান জামাল আরো বলেন- আমি দৃঢ়ভাবে বলতে চাই, আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে মোহাম্মদ আব্দুল মালিক ভাইকে নির্বাচিত করেন, তাহলে এই অঞ্চলে উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে- ইনশাআল্লাহ। মালিক ভাই শুধু একজন প্রার্থী নন, তিনি বিএনপির একজন সিনিয়র নেতা, যাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গভীর স্নেহ করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহচর হিসেবে ইংল্যান্ডে দীর্ঘদিন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর সেই অভিজ্ঞতা, যোগ্যতা ও নেতৃত্বের গুণে তিনি এই অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

সভায় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Address

Fenchuganj
Fenchuganj

Telephone

+8801736851099

Website

Alerts

Be the first to know and let us send you an email when Channel S3 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share