দ্বীনুন

দ্বীনুন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দ্বীনুন, Digital creator, Fenchuganj.

1-সালা-মুন ক্বউলাম মির রব্বির রহি-ম ।
2-সালা-মুন আলা- নূ-হিন ফিল আ-লামি-ন।
3-সালা-মুন আলা- ইবর-হিম ।
4-সালা-মুন আলা- মূ-সা ওয়া হা-রু-ন ।
5-সালা-মুন আলা- ইল ইয়াসি-ন ।
6-সালা-মুন আলাইকুম তিবতুম ফাদ খুলুহা- খ্ব-লিদিন।
7-সালা-মুন হিয়া হাত্তা-মাতলাইল ফা আমিন।

17/06/2025

Assalamualaikum

15/06/2025
যিলহজ মাসের প্রথম দশদিন-রাসূলুল্লাহ ﷺ বলেছেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হল (যুলহজ্জের) দশ দিন। (হাদিস সম্ভার:১১৭৪; সহীহুল ...
28/05/2025

যিলহজ মাসের প্রথম দশদিন-

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হল (যুলহজ্জের) দশ দিন। (হাদিস সম্ভার:১১৭৪; সহীহুল জামে’ ১১৩৩)

যিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে আল্লাহ তা‘আলার নিকট অধিক পছন্দনীয় আর কোন আমল নেই।

সাহাবীরা رضي الله عنه বললেন : আল্লাহ তা‘আলার রাস্তায় লড়াইও না? রাসূলুল্লাহ ﷺ বললেন : আল্লাহ তা‘আলার রাস্তায় লড়াইও না, তবে ঐ ব্যক্তি ব্যতীত, যে তার জান মাল নিয়ে বের হয়ে গেছে আর ফিরে আসতে পারেনি। (অর্থাৎ শাহাদত বরণ করে, তাহলে হয়তো তার সমান হতে পারে।)
[সহীহ বুখারী:৯৬৯; মুসনাদে আহমাদ: ১/২২৪]

🔹যিলহজ মাসের প্রথম দশদিন মুসলমানদের মূল ইবাদাতগুলোর সমন্বয় ঘটে। অর্থাৎ সালাত, সিয়াম, সাদাকা, হজ; যা অন্যান্য সময়ে আদায় করা হয় না। আর এসকল কারনেই যিলহজ মাসের প্রথম দশদিন এতোটা ফযিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। (ফাতহুল বারী ১/২৬৩)

এই দশদিন আমরা কি ধরনের আমল করবো?

◉ যিলহজ মাসের চাঁদ দেখে দুয়া পড়া।

◉ আল্লাহর নৈকট্য প্রাপ্তির অন্যতম মাধ্যম হলো সালাত আদায় করা। সুতরাং ফরয সালাত ওয়াক্তমত আদায়ের পাশাপাশি নফল সালাত আদায় করা এবং তাহাজ্জুদ সালাতের অভ্যাস গড়ে তুলা।

◉ কুরআন তিলাওয়াত করা, যতটুকু সম্ভব ততটুকুই।
◉ নফল রোজা রাখা। একটানা সম্ভব হলে সেটা উত্তম, না হলেও যতটুকু সম্ভব ততটুকু। বিশেষ করে আরাফার দিনের রোজা।

◉ দান করা, দান সদকার গুরুত্ব এবং ফযিলত অনেক।

◉ গুনাহ এড়িয়ে চলার সর্বাত্মক চেষ্টা থাকতে হবে।

◉ ইস্তিগফার করা, তাসবীহ পাঠে নিজেকে ব্যস্ত রাখা।

◉ যারা কুরবানী করবেন তারা কুরবানীর পূর্বে চুল, নখ কাঁটবেন না। কুরবানী শেষ করে চুল, নখ কাঁটবেন।

◉ বেশী বেশী তাকবীর পাঠ করা। ছেলেরা উচ্চস্বরে এবং মেয়েরা নিম্নস্বরে।

আব্দুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, নবী ﷺ বলেন: এ দশ দিনে নেক আমল করার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় ও মহান আর কোনো আমল নেই। তোমরা এ সময়ে তাহলীল (লা-ইলাহা ইল্লাল্লাহ), তাকবীর (আল্লাহু আকবার), তাহমীদ (আল-হামদুলিল্লাহ) বেশি করে আদায় কর। [আহমদ: ১৩২]

• এ দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ত্ব ঘোষণার উদ্দেশ্যে তাকবীর পাঠ করা সুন্নত। এ তাকবীর প্রকাশ্যে ও উচ্চস্বরে মসজিদ, বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, বাজার সহ সর্বত্র উচ্চ আওয়াজে পাঠ করা হবে। তবে মেয়েরা নিম্ন-স্বরে তাকবীর পাঠ করবে।

🔹তাকবীর হল:—

‎اَللهُ أَكْبَرُ، اَللهُ أَكْبَرُ، لَاإِلَهَ إِلاَّ اللهُ، وَاللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ وَلِلهِ الحَمْدُ

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।

আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ মহান, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহ তা'য়ালার।

সাহাবি আব্দুল্লাহ ইবনে উমর রা. ও আবু হুরাইরা রা. যিলহজ মাসের প্রথম দশকে বাজারে যেতেন ও তাকবীর পাঠ করতেন, লোকজনও তাদের অনুসরণ করে তাকবীর পাঠ করতেন। অর্থাৎ, আল্লাহর রাসূল ﷺ-এর এই দুই প্রিয় সাহাবি লোকজনকে তাকবীর পাঠের কথা স্মরণ করিয়ে দিতেন। (সহীহ্ বুখারী:৯৬৯)

আল্লাহ তা'য়ালা আমাদের তাওফিক দিন এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন।

©

☝️☝️
27/05/2025

☝️☝️

27/05/2025

আমাকে সবাই ভয় পায় কেন? জানেন
হঠাৎ যদি দেখে আমার পেজ টা আজ অন্য কিছু হয়ে যায়।। তাই কেউ কমেন্টে করে না।😥

,🚆🚄🚅🚜
10/05/2025

,🚆🚄🚅🚜

🖤
10/05/2025

🖤

সামনে থেকে লিড দেওয়া 🙂ডক্টর ইউনূস এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী আজকে ২ জন মিলে চাইনিজ ১০০ টা কোম্পানির সামনে ব্রিফ ও...
09/04/2025

সামনে থেকে লিড দেওয়া 🙂
ডক্টর ইউনূস এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী আজকে ২ জন মিলে চাইনিজ ১০০ টা কোম্পানির সামনে ব্রিফ ও প্রেজেন্টেশন দিছে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করার জন্য। ১০০ টা কোম্পানির মধ্যে কিছু কোম্পানি ওয়ার্ল্ডের বিগেস্ট কোম্পানিও ছিল।
চিন্তা করে দেখেন দেশের একজন প্রধান বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানকে সাথে নিয়ে লিড করছে দেশে বিনিয়োগ আনার জন্য।

নোট - শোনে অবাক হবেন যে উনি চায়নায় যে দিন অবতরণ করছে ঐদিনই উনার সফর সঙ্গী হিসাবে যারা গেছে তাদের সবাইকে নিয়ে একটা মিটিং করেছে এবং নিজেই ব্রিফ ও লিড করেছে কিভাবে কি করতে হবে।
বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীকে দেশে আসার জন্য ডক্টর ইউনূস সরাসরি কল দিয়েছিল, বলেছিল আশিক দ্রুত দেশে চলে আসো, দেশের জন্য কাজ করা সময় চলে আসছে। আশিক চৌধুরী কল পাওয়ার পরপরই সিঙ্গাপুর থেকে দেশে চলে আসে এবং বিডার দায়িত্ব নেন। উনার সাক্ষাৎকার আছে দেখে নিতে পারেন।
#দেশপ্রেম #ডক্টর_ইউনূস

08/04/2025

ফেরাউনকে যখন মূসা (আঃ) এর আগমন বার্তা দেয়া হয় তখন ভয়ে সে লাখ লাখ শিশু - বাচ্চাদের হ'ত্যা করেছিলো।কিন্তু আল্লাহ তার ঘরেই মূসা (আঃ) কে লালিত পালিত করেছিলেন। ফেরাউন ঠেকাতে পারেনি তার আগমনকে
হযরত ইসা (আঃ) এর সময়ও ততকালীন সম্রাটকে ইসা (আঃ) এর আগমন সম্পর্কে জানানো হয়েছিলো এবং সেও হাজার হাজার শিশু - বাচ্চা হ'ত্যা করেছিলো এরপরেও ইসা (আঃ) এর আগমন ঠেকাতে পারেনি!
ই'সরা'য়েলর নে'তানি'য়াহু একই কাজ করছে শিশু এবং বাচ্চাদের হ'ত্যা করে ইমাম মাহদির আগমন ঠেকাতে! কিন্তু এটা যে আল্লাহর পরিকল্পনা 🙂
ইতিহাস পূনঃত্থাপন হচ্ছে, নিজের ইমানকে শক্ত করুন। দাজ্জাল আগমনের জন্য তারা " Third Temple " তৈরি করবে এবং দাজ্জালের ৪০ দিন পৃথিবী শাষণের পরেই ইমাম মাহদির আগমন ঘটবে! এর আগে পর্যন্ত আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। সময় খুবই কম, আমি আবারও বলছি নিজের ইমানকে শক্ত করুন!
~ ইশতিয়াক আহমদ

Address

Fenchuganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীনুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share