আলোকিত ফেঞ্চুগঞ্জ

আলোকিত ফেঞ্চুগঞ্জ ব্যতিক্রমধর্মী আলোকিত ফেঞ্চুগঞ্জ ফেসবুক পেজ

আমেরিকা আজকে ইরানের তিনটা পারমানবিক স্থাপনায় বিমান হা'মলা চালিয়েছে। হাম'লার পরে ট্রাম্প স্ট্যাটাস দিয়েছে,"নাউ ইজ দা টাইম...
23/06/2025

আমেরিকা আজকে ইরানের তিনটা পারমানবিক স্থাপনায় বিমান হা'মলা চালিয়েছে। হাম'লার পরে ট্রাম্প স্ট্যাটাস দিয়েছে,"নাউ ইজ দা টাইম ফর পিস"। মানে শান্তি প্রতিষ্ঠার এখনই সময়। অর্থাৎ বো'মা মাইরা মানবসভ্যতা ধ্বংস কইরা তারা জগতে শান্তি প্রতিষ্ঠা করতেছে!
পুরো ব্যপারটাকে মনে হচ্ছে কুরআনের একটা আয়াতের একদম বাস্তব উদাহরণ। সুরা বাকারার এগারো নাম্বার আয়াত। যেখানে আল্লাহ বলে রেখেছেন-
واذا قِیۡلَ لَهُمۡ لَا تُفۡسِدُوۡا فِی الۡاَرۡضِ ۙ قَالُوۡۤا اِنَّمَا نَحۡنُ مُصۡلِحُوۡنَ

অর্থ- যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি কইরোনা তখন তারা বলে আরে আমরাই তো বরং শান্তি স্থাপনকারী।

11/06/2025

ঈদ মিলনায়তনে সংগীত সন্ধ্যা
প্রবীণ বাউল শিল্পী রণেশ ঠাকুর

10/06/2025

সংগীতের বাগিচায় এক ঝাঁক গানের কোকিল

05/06/2025
02/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

"আগামীকাল আপনি মা'রা যাবেন — এটা জানতে পারলে আপনি কি করবেন?", একটা ভাইভা বোর্ডের প্রশ্ন ছিল এরকম।  প্রার্থী জবাব দিল, বে...
30/04/2025

"আগামীকাল আপনি মা'রা যাবেন — এটা জানতে পারলে আপনি কি করবেন?", একটা ভাইভা বোর্ডের প্রশ্ন ছিল এরকম।

প্রার্থী জবাব দিল, বেছে বেছে আমার শ"ত্রুদের সাথে সাক্ষাৎ করব।

উত্তর শুনে ভাইভা বোর্ডের সদস্যরা তো অবাক। একজন জানতে চাইলেন, কেন? আপনি এমনটা কেন করবেন?

জবাবে প্রার্থী বলল, যারা আমার আপনজন, তাদের ওপর আর মায়া বাড়ানোর মানে হয় না - তাতে তাদের আর আমার ক"ষ্টই বাড়বে। এর বদলে আমার প্রতি যাদের রাগ, তাদের সাথে একটু ভালো ব্যবহার করলে শেষ সময়ে তারাও হয়তো আমার জন্য দোয়া আর আশীর্বাদ করবে।

ব্যাপারটা গুরুত্বপূর্ণ।

আপনার সব কাজ যেন নিজের জন্য না হয়! কিছু কাজ শ"ত্রুর কথা ভেবেও করুন, তাতে আখেরে আপনারই লাভ। যে লোকটা আপনার বানান ভুল ধরে, সে আপনার লেখার প্রশংসাকারীর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। তার ভ"য়ে সঠিক বানান লিখুন, আপনার লেখার মান বেড়ে যাবে।

প্রতিটা অর্জনের চেষ্টার পেছনে শ"ত্রু থাকলে সেটা দ্রুত পাওয়া যায়। শ"ত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন, কিন্তু তাদেরকে ঘৃ'ণা করবেন না। একটা মানুষ যখন আপনাকে গা'লি দেয়, তখন সে আপনার কাছ থেকেও একটা পা'ল্টা গা'লি শোনার জন্য অপেক্ষা করে থাকে। আপনি গা"লি দিয়ে দিলেন তো শেষ; ব্যাপারটা চূড়ান্ত নোং রামি হয়ে গেল আর তার উদ্দেশ্য সফল হল। আর যদি গা"লির জবাবে হাসিমুখে তাকে 'শুভকামনা' জানান, সে আপনাকে নতুন করে আবিষ্কার করবে। কাউকে তর্কে হারানো মানেই জয়ী হওয়া নয়, কখনো কখনো অন্যের যুক্তি মেনে নেওয়াই প্রকৃত বিজয়।

আমি যখন কিছু লিখি, তখন 'সহমত' কমেন্ট দেখলে খুশি হই। তবে কেউ যৌক্তিকভাবে দ্বিমত দিলেও অখুশি হই না। সমালোচকদের ভালোবাসুন; দিন শেষে তারা আপনাকে নিয়ে ভাবতে বসে যাবে — এটা পরীক্ষিত সত্য। মনে রাখবেন প্রত্যেক শত্রুই আপনার জন্য এক একটা সতর্ক বার্তা। আর সতর্কতা সফলতার জন্য প্রচন্ড দরকারি! কেউ অমুকের ভাতিজা বলে পাওয়ার দেখালে, আপনি নিজেকে তমুকের ভাগ্নে হিসেবে পরিচয় না দিয়ে লোকটাকে সালাম দিয়ে চলে আসুন। এতে আপনি ছোট হবেন না; বরং বড় হবেন।

ভালো থাকুক চারপাশের মানুষগুলো। ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের, সবাই!!

👉 POTHIK LIPU

🌱🎈🌱বৈশাখের শুভাগমনে স্বাগতসম্ভাষণ শুভেচ্ছা   বৈশাখের ঐ তপ্ত রোদে দ্বি-প্রহরের দাবদাহেপুড়িয়ে ফেলুক পুরনোরে কাল বৈশাখীর ...
13/04/2025

🌱🎈🌱
বৈশাখের শুভাগমনে স্বাগতসম্ভাষণ শুভেচ্ছা বৈশাখের ঐ তপ্ত রোদে দ্বি-প্রহরের দাবদাহে
পুড়িয়ে ফেলুক পুরনোরে কাল বৈশাখীর কাল ছোবলে উড়িয়ে নিক শীর্ণ মনের জীর্ণতারে।
আজ বছরের প্রথম দিনে ভালোবাসি সব মনেরে
পৌঁছুক আমার বারতা বাংলা মায়ের সকল ঘরে
🌱🎈🌱

🇧🇩🔴💚☝🖤🌼🌏🎉💙✍💜✊❤️স্বাধীনতা মানে নতুন গানে বারতা সকল সুখেরস্বাধীনতা মানে ৭ কোটি প্রাণে স্বপ্ন হাসি মুখের স্বাধীনতা ও জাতীয় ...
26/03/2025

🇧🇩🔴💚☝🖤🌼🌏🎉💙✍💜✊❤️
স্বাধীনতা মানে নতুন গানে বারতা সকল সুখের
স্বাধীনতা মানে ৭ কোটি প্রাণে স্বপ্ন হাসি মুখের
স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ বুদ্ধিজীবীর
বিদেহী আত্মার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি
❤️✊💜✍💙🎉🌏🌼🖤☝💚🔴🇧🇩

19/03/2025

গতকাল মানিক কোনা মাঝপাড়া মর্তুজ আলী চাচার বাড়িতে ইফতার মাহফিলের কিছু মুহুর্ত

Address

Fenchuganj

Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত ফেঞ্চুগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share