আলোকিত ফেঞ্চুগঞ্জ

আলোকিত ফেঞ্চুগঞ্জ একটি ব্যতিক্রমধর্মী সামাজিক ফেসবুক গণমাধ্যম!!

07/10/2025
07/10/2025

সঙ্গে লইয়া প্রেমের পুতুল মন আনন্দ প্রেম খেলায়

07/10/2025

হটাৎ করে আলোকিত ফেঞ্চুগঞ্জ পেইজের এডমিন জ্যামের মুখোমুখি।

07/10/2025

আলোকিত ফেঞ্চুগঞ্জ পেইজের সকল বন্ধুদের প্রতি সালাম ও শুভেচ্ছা। আগামীর দিন হউক সুন্দর এবং সুখময় এই কামনা। এখন থেকে আমাদের নিয়মিত আয়োজন প্রচার করা হবে।

06/10/2025

সাদা পাথরের বালুর সাইজ ২.৩

27/09/2025

এসব দেখি কানার হাটবাজার
বাউল সংগীত শিল্পী দুদু সরকার

26/09/2025

কথা ও সুরঃ কারী আমির উদ্দিন
কন্ঠ শিল্পীঃ রনি সরকার

25/09/2025

বাউলের আসর

কমেন্টে আপনার সেই বন্ধুরে মেনশন  করেন। 😁😁
13/09/2025

কমেন্টে আপনার সেই বন্ধুরে মেনশন করেন। 😁😁

সাপে কাটা ছোট্ট সুমিত এর নিথর দেহ আসাম থেকে কলা গাছের ভেলায় ভাসতে ভাসতে গতকাল ২৭ জুলাই রোববার চলে আসে বাংলাদেশের কুড়িগ্র...
30/07/2025

সাপে কাটা ছোট্ট সুমিত এর নিথর দেহ আসাম থেকে কলা গাছের ভেলায় ভাসতে ভাসতে গতকাল ২৭ জুলাই রোববার চলে আসে বাংলাদেশের কুড়িগ্রাম সদরের দুধ কুমার নদে সঙ্গে ছিল একটি চিরকুট আর হোয়াটসঅ্যাপ নাম্বার..

শিশুটির মরদেহ ভেলায় ভাসতে দেখে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার যাত্রাপুর ইউনিয়নের গারুহারা ঘাটের স্থানীয় মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলে দুধকুমার নদের পাড়ে লোকজন ভিড় জমান।

কলাগাছের কয়েকটি গুঁড়ি ও চাটাই দিয়ে তৈরি ভেলার ওপর ৬ বছরের সুমিতে মরদেহ চাদর, মশারি ও পলিথিনে ঢাকা ছিল। শুধু মুখ খোলা ছিল। ভেলার সঙ্গে একটি চিরকুটে সুমিতের ছবি, নাম-ঠিকানা এবং একটি ভারতীয় মুঠোফোন নম্বর লেখা ছিল। চিরকুটে দেওয়া তথ্যমতে,

শিশুর নামঃ সুমিত দাস
বাবার নামঃআকুমনি দাস,
মায়ের নামঃ পদ্মা দাস।
বাড়ি ভারতের আসাম রাজ্যের লালবাড়ি এলাকার ডেকাবঘাটে।

পরে ভেলার সঙ্গের চিরকুটে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়।অপর প্রান্তে অনকু দাস নামের এক ব্যক্তি নিজেকে সুমিতের মামা পরিচয় দেন। তিনি জানান,১০ জুলাই সুমিত সাপের কামড়ে মারা যায়।এরপর তাকে কলাগাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হয় এই বিশ্বাসে যদি শিশুটি বেঁচে ওঠে।

আপনাদের মতো আমাদেরও এই শিশুর পরিবারটি সম্পর্কে জানতে ইচ্ছে হয়।

লেখা এবং ছবি এবং ঘটনার প্রত্যাক্ষদর্শীঃ
Faruk Khan

27/07/2025

এখন সময় বিকাল ৩ টা ৫৫ মিনিট।
ফেঞ্চুগঞ্জ সাব-রেজিস্টার অফিসের অফিসার উনি এখন আসছে অফিসে।
এখানে সকাল ১০/১১ টা থেকে বয়স্ক পুরুষ মহিলা সবাই অপেক্ষা করতেছেন দলিল রেজিস্ট্রার করার জন্য।
না আছে বসার যায়গা না আছে ওয়াশরুম।

এই শতশত মানুষ কে কষ্ট দিয়ে উনি অফিস ছুটির টাইমে এসে অফিস করতেছেন! এটা কি দেখার কেউ নাই?
এসব জবাবদিহি কেউ করবেনা???

সবাই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন।

Address

Fenchuganj

Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত ফেঞ্চুগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share