আলোকিত ফেঞ্চুগঞ্জ

আলোকিত ফেঞ্চুগঞ্জ একটি ব্যতিক্রমধর্মী সামাজিক ফেসবুক গণমাধ্যম!!

সাপে কাটা ছোট্ট সুমিত এর নিথর দেহ আসাম থেকে কলা গাছের ভেলায় ভাসতে ভাসতে গতকাল ২৭ জুলাই রোববার চলে আসে বাংলাদেশের কুড়িগ্র...
30/07/2025

সাপে কাটা ছোট্ট সুমিত এর নিথর দেহ আসাম থেকে কলা গাছের ভেলায় ভাসতে ভাসতে গতকাল ২৭ জুলাই রোববার চলে আসে বাংলাদেশের কুড়িগ্রাম সদরের দুধ কুমার নদে সঙ্গে ছিল একটি চিরকুট আর হোয়াটসঅ্যাপ নাম্বার..

শিশুটির মরদেহ ভেলায় ভাসতে দেখে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার যাত্রাপুর ইউনিয়নের গারুহারা ঘাটের স্থানীয় মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলে দুধকুমার নদের পাড়ে লোকজন ভিড় জমান।

কলাগাছের কয়েকটি গুঁড়ি ও চাটাই দিয়ে তৈরি ভেলার ওপর ৬ বছরের সুমিতে মরদেহ চাদর, মশারি ও পলিথিনে ঢাকা ছিল। শুধু মুখ খোলা ছিল। ভেলার সঙ্গে একটি চিরকুটে সুমিতের ছবি, নাম-ঠিকানা এবং একটি ভারতীয় মুঠোফোন নম্বর লেখা ছিল। চিরকুটে দেওয়া তথ্যমতে,

শিশুর নামঃ সুমিত দাস
বাবার নামঃআকুমনি দাস,
মায়ের নামঃ পদ্মা দাস।
বাড়ি ভারতের আসাম রাজ্যের লালবাড়ি এলাকার ডেকাবঘাটে।

পরে ভেলার সঙ্গের চিরকুটে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়।অপর প্রান্তে অনকু দাস নামের এক ব্যক্তি নিজেকে সুমিতের মামা পরিচয় দেন। তিনি জানান,১০ জুলাই সুমিত সাপের কামড়ে মারা যায়।এরপর তাকে কলাগাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হয় এই বিশ্বাসে যদি শিশুটি বেঁচে ওঠে।

আপনাদের মতো আমাদেরও এই শিশুর পরিবারটি সম্পর্কে জানতে ইচ্ছে হয়।

লেখা এবং ছবি এবং ঘটনার প্রত্যাক্ষদর্শীঃ
Faruk Khan

27/07/2025

এখন সময় বিকাল ৩ টা ৫৫ মিনিট।
ফেঞ্চুগঞ্জ সাব-রেজিস্টার অফিসের অফিসার উনি এখন আসছে অফিসে।
এখানে সকাল ১০/১১ টা থেকে বয়স্ক পুরুষ মহিলা সবাই অপেক্ষা করতেছেন দলিল রেজিস্ট্রার করার জন্য।
না আছে বসার যায়গা না আছে ওয়াশরুম।

এই শতশত মানুষ কে কষ্ট দিয়ে উনি অফিস ছুটির টাইমে এসে অফিস করতেছেন! এটা কি দেখার কেউ নাই?
এসব জবাবদিহি কেউ করবেনা???

সবাই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন।

27/07/2025
প্রত্যেক এলাকায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।এ বিষয়ে অত্র এলাকার বাসিন্দাদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা ক...
23/07/2025

প্রত্যেক এলাকায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
এ বিষয়ে অত্র এলাকার বাসিন্দাদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।
সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই আমরা গড়ে তুলতে পারি একটি নিরাপদ, সচেতন ও বাসযোগ্য পরিবেশ।

একটা দুর্ঘটনা হলে বা মানুষ বিপদে পড়লে ৮৫% রিক্সাওয়ালা ৪০ টাকার ভাড়া ১০০ টাকা চেয়ে বসে না দিলে নিয়ে যাবেনা।
এরা প্রতিদিন এইভাবে হাজারের ও বেশি কামাই করে, তবুও অদের মন ভরেনা।
তাই এখন থেকে আর অতিরিক্ত এক টাকাও ভাড়া দেবোনা।
লিল্লাহ দিলে অন্য গরিবদের দেওয়া ভালো।
©

23/07/2025

ইন্নালিল্লাহ, কিছুক্ষণ আগে গাজীপুর সুতার ফ্যাক্টরিতে আগুন লেগে ভয়াবহ অবস্থা, আল্লাহ সবাইকে হেফাজত করুন।

17/07/2025

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

13/07/2025

আজকে আমাদের এই *আলোকিত ফেঞ্চুগঞ্জ* পেইজের ৮ বছর পূর্ণ হলো।
২০১৭ সালের এই দিনে এই পেইজের যাত্রা শুরু হয়।
যারা পেইজের সাথে আছেন সবাইকে ধন্যবাদ!!

আমেরিকা আজকে ইরানের তিনটা পারমানবিক স্থাপনায় বিমান হা'মলা চালিয়েছে। হাম'লার পরে ট্রাম্প স্ট্যাটাস দিয়েছে,"নাউ ইজ দা টাইম...
23/06/2025

আমেরিকা আজকে ইরানের তিনটা পারমানবিক স্থাপনায় বিমান হা'মলা চালিয়েছে। হাম'লার পরে ট্রাম্প স্ট্যাটাস দিয়েছে,"নাউ ইজ দা টাইম ফর পিস"। মানে শান্তি প্রতিষ্ঠার এখনই সময়। অর্থাৎ বো'মা মাইরা মানবসভ্যতা ধ্বংস কইরা তারা জগতে শান্তি প্রতিষ্ঠা করতেছে!
পুরো ব্যপারটাকে মনে হচ্ছে কুরআনের একটা আয়াতের একদম বাস্তব উদাহরণ। সুরা বাকারার এগারো নাম্বার আয়াত। যেখানে আল্লাহ বলে রেখেছেন-
واذا قِیۡلَ لَهُمۡ لَا تُفۡسِدُوۡا فِی الۡاَرۡضِ ۙ قَالُوۡۤا اِنَّمَا نَحۡنُ مُصۡلِحُوۡنَ

অর্থ- যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি কইরোনা তখন তারা বলে আরে আমরাই তো বরং শান্তি স্থাপনকারী।

11/06/2025

ঈদ মিলনায়তনে সংগীত সন্ধ্যা
প্রবীণ বাউল শিল্পী রণেশ ঠাকুর

🌱🎈🌱বৈশাখের শুভাগমনে স্বাগতসম্ভাষণ শুভেচ্ছা   বৈশাখের ঐ তপ্ত রোদে দ্বি-প্রহরের দাবদাহেপুড়িয়ে ফেলুক পুরনোরে কাল বৈশাখীর ...
13/04/2025

🌱🎈🌱
বৈশাখের শুভাগমনে স্বাগতসম্ভাষণ শুভেচ্ছা বৈশাখের ঐ তপ্ত রোদে দ্বি-প্রহরের দাবদাহে
পুড়িয়ে ফেলুক পুরনোরে কাল বৈশাখীর কাল ছোবলে উড়িয়ে নিক শীর্ণ মনের জীর্ণতারে।
আজ বছরের প্রথম দিনে ভালোবাসি সব মনেরে
পৌঁছুক আমার বারতা বাংলা মায়ের সকল ঘরে
🌱🎈🌱

🇧🇩🔴💚☝🖤🌼🌏🎉💙✍💜✊❤️স্বাধীনতা মানে নতুন গানে বারতা সকল সুখেরস্বাধীনতা মানে ৭ কোটি প্রাণে স্বপ্ন হাসি মুখের স্বাধীনতা ও জাতীয় ...
26/03/2025

🇧🇩🔴💚☝🖤🌼🌏🎉💙✍💜✊❤️
স্বাধীনতা মানে নতুন গানে বারতা সকল সুখের
স্বাধীনতা মানে ৭ কোটি প্রাণে স্বপ্ন হাসি মুখের
স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ বুদ্ধিজীবীর
বিদেহী আত্মার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি
❤️✊💜✍💙🎉🌏🌼🖤☝💚🔴🇧🇩

19/03/2025

গতকাল মানিক কোনা মাঝপাড়া মর্তুজ আলী চাচার বাড়িতে ইফতার মাহফিলের কিছু মুহুর্ত

Address

Fenchuganj

Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত ফেঞ্চুগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies