
30/07/2025
সাপে কাটা ছোট্ট সুমিত এর নিথর দেহ আসাম থেকে কলা গাছের ভেলায় ভাসতে ভাসতে গতকাল ২৭ জুলাই রোববার চলে আসে বাংলাদেশের কুড়িগ্রাম সদরের দুধ কুমার নদে সঙ্গে ছিল একটি চিরকুট আর হোয়াটসঅ্যাপ নাম্বার..
শিশুটির মরদেহ ভেলায় ভাসতে দেখে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার যাত্রাপুর ইউনিয়নের গারুহারা ঘাটের স্থানীয় মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলে দুধকুমার নদের পাড়ে লোকজন ভিড় জমান।
কলাগাছের কয়েকটি গুঁড়ি ও চাটাই দিয়ে তৈরি ভেলার ওপর ৬ বছরের সুমিতে মরদেহ চাদর, মশারি ও পলিথিনে ঢাকা ছিল। শুধু মুখ খোলা ছিল। ভেলার সঙ্গে একটি চিরকুটে সুমিতের ছবি, নাম-ঠিকানা এবং একটি ভারতীয় মুঠোফোন নম্বর লেখা ছিল। চিরকুটে দেওয়া তথ্যমতে,
শিশুর নামঃ সুমিত দাস
বাবার নামঃআকুমনি দাস,
মায়ের নামঃ পদ্মা দাস।
বাড়ি ভারতের আসাম রাজ্যের লালবাড়ি এলাকার ডেকাবঘাটে।
পরে ভেলার সঙ্গের চিরকুটে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়।অপর প্রান্তে অনকু দাস নামের এক ব্যক্তি নিজেকে সুমিতের মামা পরিচয় দেন। তিনি জানান,১০ জুলাই সুমিত সাপের কামড়ে মারা যায়।এরপর তাকে কলাগাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হয় এই বিশ্বাসে যদি শিশুটি বেঁচে ওঠে।
আপনাদের মতো আমাদেরও এই শিশুর পরিবারটি সম্পর্কে জানতে ইচ্ছে হয়।
লেখা এবং ছবি এবং ঘটনার প্রত্যাক্ষদর্শীঃ
Faruk Khan