Voice Tayef 59

Voice Tayef 59 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Voice Tayef 59, Digital creator, Fenchuganj.

টাকার জন্য বাবা মা কিভাবে তাদের মেয়েকে ছেলেদের কাছে এভাবে ছেড়ে দিয়ে রাখতে পারে😧 সব সময় এই মেয়েটাকে দেখি কত ছেলেদের সা...
06/01/2025

টাকার জন্য বাবা মা কিভাবে তাদের মেয়েকে ছেলেদের কাছে এভাবে ছেড়ে দিয়ে রাখতে পারে😧 সব সময় এই মেয়েটাকে দেখি কত ছেলেদের সাথে ঢলাঢলি করে যেমনটা মানুষ স্বামীর সাথে করে। গরীব এই মেয়েটা গান গেয়ে ভাইরাল হওয়ার পর থেকেই তাকে মিউজিসিয়ান নামে এতগুলা পোলাপানের কাছে ছেড়ে দেয় তার বাবা মা। উঠতি বয়সের পিচ্ছি এক মেয়ে এখন বিবাহিত বড় মেয়েদের মত থাকে। আর যেখানে মেয়েদের কোনো নিরাপত্তা নেই সেখানে এই মেয়েকে কি এই পোলাপান কিছুই করছেনা? ওই মেয়ের তো কোনো বাধা নেই পরিবার থেকে আর টাকার ও দরকার। আর ওই ছেলেদের ও তাকে দিয়ে টাকা কামানো দরকার ও মজা ও নিচ্ছে । দুই পক্ষেই মজা পাচ্ছে। কিন্তু দুনিয়া ও আখিরাত বরবাদ করছে। আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও।









হায়রে ভালুপাশা 😁🤣"   ゚viralシfypシ゚    ゚
06/01/2025

হায়রে ভালুপাশা 😁🤣
"
゚viralシfypシ゚ ゚

04/01/2025

নিজেকে ভালোবাসতে ভুলে গেলে,
বাকি সব ভালোবাসাই
একসময় অর্থহীন হয়ে যায়।
তুমি সবার জন্য ভাঙবে,
সবার জন্য দৌড়াবে,কিন্তু শেষে?
নিজের ভাঙা টুকরোগুলো কুড়াবে কে?

একটু নিজের দিকে তাকাও।
নিজের জন্য সময় রাখো,
নিজের হাসির মানে খুঁজে নাও।
জানো, তোমার সুখ না থাকলে
তোমার দেওয়া ভালোবাসাও একদিন মলিন হয়ে যাবে।

নিজের জন্য বাঁচাটা স্বার্থপরতা নয়,
এটা বেঁচে থাকার প্রতি দায়।
তুমি যদি নিজেকে আগলে না রাখো,
তাহলে কে রাখবে?

_সুনা মনি সুনা মনি,বুঝেনা বুঝেনা.. 😂কী একটা অবস্তা
03/01/2025

_সুনা মনি সুনা মনি,বুঝেনা বুঝেনা.. 😂
কী একটা অবস্তা

02/01/2025

আকাশে তাকিয়ে দেখো তারারা জ্বেলেছে আলো, ছেড়ে যাবেনা কোথাও এ আলো ছুঁয়ে বলো। যদি আমি শূন্য হয়ে যাই, পূর্ণ করে রেখো আমায়। ও প্রিয় আমার আমি ভীষণ....... 🌸🌼
next line plz... 🤠

31/12/2024

কাউকে কথার আঘাত দেওয়া খুব সহজ, তবে কারো কথার আঘাত সহ্য করা কঠিন। কাউকে অপমান করা খুবই সহজ, তবে নিজের অপমান সহ্য করা কঠিন।

কাউকে অপবাদ দেয়া অনেক বেশি সহজ, ততটাই কঠিন কারো দেয়া অপবাদ মেনে নেওয়া। কাউকে নিয়ে বানিয়ে মিথ্যা বলা খুবই আনন্দজনক, কিন্তু নিজের নামে মিথ্যা শুনাটা খুব বেশিই দুঃখজনক।

অন্যের বেলায় যা খুব সহজ; নিজের বেলাতেই তা খুব কঠিন, অথচ কথা একটাই। তাই আত্মকেন্দ্রিক না হয়ে অন্যের দিক টাও ভাবুন। অসম্মান সবাই অর্জন করতে জানে, সম্মান অর্জন সবাইকে দিয়ে হয়না।

31/12/2024

তুমি সুন্দর নও,
তুমি কেন ভালোবাসা খুঁজো ! তুমি সুন্দর নও,
তুমি কেন কাউকে নিয়ে স্বপ্ন দেখো!
তুমি সুন্দর নও,
তুমি কেন সম্মান খুঁজো !
হ্যাঁ, আমি অসুন্দর, তবে সুন্দর একটা মন আছে। অন্যকে সম্মান করার মানসিকতা আছে।
নেই কোনো অহংকার।
লাগবে না কারো ভালোবাসা কিংবা কারো সম্মান। আমার জন্য আমার সৃষ্টিকর্তা-ই যথেষ্ট।

05/10/2024

★...:অপেক্ষা যারা করে তারা বোকা নয়,,
বিশ্বাসী হয়😊🌸

16/09/2024

আসসালামু আলাইকুম

06/08/2024

_শেষ কথা /

06/08/2024
05/08/2024

🥹🥹

Address

Fenchuganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Tayef 59 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share