
06/01/2025
টাকার জন্য বাবা মা কিভাবে তাদের মেয়েকে ছেলেদের কাছে এভাবে ছেড়ে দিয়ে রাখতে পারে😧 সব সময় এই মেয়েটাকে দেখি কত ছেলেদের সাথে ঢলাঢলি করে যেমনটা মানুষ স্বামীর সাথে করে। গরীব এই মেয়েটা গান গেয়ে ভাইরাল হওয়ার পর থেকেই তাকে মিউজিসিয়ান নামে এতগুলা পোলাপানের কাছে ছেড়ে দেয় তার বাবা মা। উঠতি বয়সের পিচ্ছি এক মেয়ে এখন বিবাহিত বড় মেয়েদের মত থাকে। আর যেখানে মেয়েদের কোনো নিরাপত্তা নেই সেখানে এই মেয়েকে কি এই পোলাপান কিছুই করছেনা? ওই মেয়ের তো কোনো বাধা নেই পরিবার থেকে আর টাকার ও দরকার। আর ওই ছেলেদের ও তাকে দিয়ে টাকা কামানো দরকার ও মজা ও নিচ্ছে । দুই পক্ষেই মজা পাচ্ছে। কিন্তু দুনিয়া ও আখিরাত বরবাদ করছে। আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও।