14/06/2025
সব মিসড কল ধরতে নেই,
সব কলে ‘ব্যাক’ করতে নেই।
সব চিঠি পড়া যায় না,
আর পড়লেও সব চিঠির উত্তর দিতে নেই ।
মিষ্টি পড়ে থাকলে ছুটতে নেই,
কারণ কিছু মিষ্টির ভেতরে ইঁদুরের বি*ষ মেশানো থাকে!
সব হাসির আড়ালে বন্ধুত্ব থাকে না,
সব প্রেমে , ভালবাসায় বিয়ে হয় না !
নূর ভাইয়ের গলা কেউ চেপে ধরে নাই। উনার এলাকার নামই গলাচিপা!
গতকালের নূরুল হক নূর ভাইয়ের দশা দেখে দেশের অনেক তরুণ রাজনীতিকের ঘুম ভেঙে যাওয়ার কথা।
বাংলাদেশের রাজনীতি ফেসবুকের ‘লাইক’ না, যে চাইলেই পাওয়া যায়।
আপনার নিজের শক্তি না থাকলে, পাওয়ার ব্যাংকের চার্জ যতই শক্তিশালী হোক—ঠিক সময় চার্জ না দিলে সব অচল।
নূর ভাই একদম খাঁটি সংগ্রামী।
কোনো সন্দেহ নেই—তিনি সাহসী, ত্যাগী, নিষ্ঠাবান, আগামীর সম্ভাবনা।
কিন্তু ভাই, বড় কিছুর আগে বড় এক বাস্তবতার দেয়ালে ধাক্কা খেয়েছেন।
শিক্ষা নিতে হবে এই ধাক্কা থেকে , না হয় পরের ধাক্কায় হারিয়ে যাবেন ।
বাংলাদেশের রাজনীতিতে ভোট কি টাকায় বিক্রি হয়? ড. ইউনূস যদি বলে থাকেন, তবে সেটা পুরো সত্য নয়।
আসল সত্য হলো—আপনার লোক লাগবে। কর্মী ছাড়া রাজনীতি চলে না, অফিস লাগবে , গাড়ী লাগবে , কর্মীদের বাইক লাগবে ।
কর্মীরা গাড়িভাড়া চায়। খাওয়া দাওয়া চায়। বাইকের তেলের খরচ চায়। ঈদে উপহার চায়। অফিসের ভাড়া, অফিসের খরচ।
এলাকার লিডারদের ‘হাত খরচ’ দিতে হবে।
নমিনেশন কিনতে টাকা লাগবে।
প্রতিদিন এলাকায় অনুষ্ঠান করতে হবে,-পোলাও মাংস দিতে হবে।
এলাকা ‘গরম’ রাখতে না পারলে রাজনীতির ময়দানে ঠান্ডা হয়ে যাবেন—নূর ভাইয়ের মত।
নূর ভাই এই অংকটা বোঝেন নাই।
এ সিস্টেম রাতারাতি পাল্টাবে না। সময় লাগবে।
তবে হ্যাঁ, সেই দিনও আসবে—যেদিন ভোট হবে শুধু ভোটের জন্য,অন্যকিছুর জন্য না।
আর শেষ কথা—নিজের শক্তিই আসল শক্তি।
পরের ব্যাটারির চার্জ ধার করলে চলবে না।
ধার করা শক্তিতে লাফাইলে নেতা হয় না—ধান্ধাবাজ হয়।
# #বাংলাদেশ