Jobaer's Cattle Breeding Service in Feni

Jobaer's Cattle Breeding Service in Feni উন্নত জাতের বাছুর চান
গাভীকে কৃএিম প্রজনন করান

US.7900. এই ষাঁড়ের সিমেন  পাওয়া যাচ্ছে, সরকারি এ আই টেকনিশিয়ান দের কাছে।
12/08/2025

US.7900. এই ষাঁড়ের সিমেন পাওয়া যাচ্ছে, সরকারি এ আই টেকনিশিয়ান দের কাছে।

ঠান্ডার জন্য অল্প মুরগি,  এটা দিতে পারেন ১.৫মিলি ১ লিটার এ।
26/07/2025

ঠান্ডার জন্য অল্প মুরগি, এটা দিতে পারেন ১.৫মিলি ১ লিটার এ।

ভ্যাকসিন কোথায় ও কিভাবে  সংরক্ষণ করবেন।যাতে ভ্যাকসিন ফেইল না হয়।ডিপ ফ্রিজ না নরমাল এ।আসলে ভ্যাকসিন ২-৭ ডিগ্রি তে সংগ্রহ ...
25/07/2025

ভ্যাকসিন কোথায় ও কিভাবে সংরক্ষণ করবেন।যাতে ভ্যাকসিন ফেইল না হয়।

ডিপ ফ্রিজ না নরমাল এ।

আসলে ভ্যাকসিন ২-৭ ডিগ্রি তে সংগ্রহ করতে হয়। কিন্তু পানি ৪ ডিগ্রি তে যেহেতু বরফে পরিনত হয় তাই ডিপ কিংবা নরমাল ২ টাতেই করা যায়।

তবে লিকুইড হলে নরমাল এ রাখিয়েন। আর ট্যাবলেট হলে ডিপ এ রাখবেন।

তবে পানিতে মিশানোর সময় অবশ্যই নরমাল ফ্রিজে রাখা ঠান্ডা পানিতে মিশিয়ে নিতে হবে।

নতুবা ভ্যাকসিন ফেইল হওয়ার সম্ভাবনা বেশি।

#মুরগিপালন #রিলসভিডি #ভ্যাকসিন

🧬 Genetic & Production সূচকগুলোর পূর্ণরূপ ও ব্যাখ্যা:সংকেত পূর্ণরূপ অর্থ / ব্যাখ্যাTPI Total Performance Index গাভীর মোট...
26/06/2025

🧬 Genetic & Production সূচকগুলোর পূর্ণরূপ ও ব্যাখ্যা:

সংকেত পূর্ণরূপ অর্থ / ব্যাখ্যা

TPI Total Performance Index গাভীর মোট জেনেটিক মূল্যায়ন স্কোর
SCE Sire Calving Ease বাচ্চা প্রসবের সময় সহজতা (কম মান মানে সহজ প্রসব)
NMS Net Merit $ গাভীর সার্বিক অর্থনৈতিক মুনাফা (ডলার ভিত্তিক)
PTA Milk Predicted Transmitting Ability for Milk গাভীর সন্তানদের দুধ উৎপাদনের সম্ভাব্যতা (লিটার বা পাউন্ড)
FMS Feet and Mobility Score পায়ের গঠন ও চলাফেরার স্কোর
CM$ Cheese Merit $ চিজ উৎপাদনের জন্য অর্থনৈতিক মূল্য
PTA Fat (%) Predicted Transmitting Ability for Fat % দুধে চর্বির শতাংশে বংশগত সম্ভাবনা
PTA Fat (lbs) Predicted Transmitting Ability for Fat (pounds) দুধে চর্বির পরিমাণ (পাউন্ডে)
PTA Pro (%) Predicted Transmitting Ability for Protein % দুধে প্রোটিনের শতাংশ
PTA Pro (lbs) Predicted Transmitting Ability for Protein (lbs) দুধে প্রোটিনের পরিমাণ

---

🏥 Health & Fertility সূচকগুলোর পূর্ণরূপ ও ব্যাখ্যা:

সংকেত পূর্ণরূপ অর্থ / ব্যাখ্যা

SCS Somatic Cell Score গাভীর দুধে কোষের সংখ্যা (কম মান ভালো)
PL Productive Life গাভীর কার্যকর জীবনকাল (বছরে)
DPR Daughter Pregnancy Rate গাভীর মেয়েদের গর্ভধারণ সক্ষমতা
DCE Daughter Calving Ease গাভীর মেয়েরা কত সহজে বাচ্চা দেয়
IPI Immunity Plus Index রোগ প্রতিরোধ ক্ষমতা
PTAT Predicted Transmitting Ability Type গড় বডি কনফার্মেশন স্কোর
GFI Genetic Fertility Index প্রজনন সক্ষমতার জেনেটিক স্কোর
Beta Casein Beta Casein Genotype A2/A2 থাকলে A2 দুধ উৎপন্ন করে, যা অনেকের জন্য সহনশীল

ছবিটা আমি মূলত ফেসবুক থেকে সংগ্রহ করেছি! কোরবানির আগেও আমি বহু মানুষকে বুঝিয়েছি, গাভী ক্রয় করার পূর্বে বা জবাই করার আগে ...
07/06/2025

ছবিটা আমি মূলত ফেসবুক থেকে সংগ্রহ করেছি!
কোরবানির আগেও আমি বহু মানুষকে বুঝিয়েছি, গাভী ক্রয় করার পূর্বে বা জবাই করার আগে প্র্যাগনেন্সি টেস্ট করতে

কিন্তু এদেশের মানুষকে এই সামান্য জিনিসটুকু বুঝাতে ব্যার্থ হয়! কারণ আমাদের দেশের মানুষ কুকুর কামড় দিলে পানিপাড়া, কলাপাড়া খেয়ে জলাতঙ্ক থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করে!

বি.দ্র -এই বছর যে প্র্যাগনেন্সি গুলা টেস্ট করেছি তার ৫০% এর বেশি গাভী/বকনার প্র্যাগনেন্সি পজেটিভ!

যারা পানিপাড়া, কলাপাড়া খাওয়াতে অভ্যস্ত তারা তো গরুর ওলান আর লেজ দেখেই নির্ণয় করে পেলে গরুর প্র্যাগনেন্সি টেস্ট! যার ফলাফল হিসেবে নিচের ছবিটা!

27/05/2025

দেশাল কালেকশন 🔥

RCC, bull ID 7593
17/05/2025

RCC, bull ID 7593

গরুর হিট স্ট্রোক হলে করণীয়:বাংলাদেশে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক সময় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এ অবস্থায় শুধু মানুষ ...
15/04/2025

গরুর হিট স্ট্রোক হলে করণীয়:

বাংলাদেশে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক সময় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এ অবস্থায় শুধু মানুষ নয়, গবাদিপশু বিশেষ করে গরুও তাপমাত্রা জনিত সমস্যায় পড়ে। অতিরিক্ত গরম গরুর শরীরে হিট স্ট্রেস, ডিহাইড্রেশন, খাওয়া কমে যাওয়া, দুধ কমে যাওয়া এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। তাই তীব্র গরমে গরুর যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।

✅ লক্ষণ:

👉 অতিরিক্ত হাঁপানো বা শ্বাসকষ্ট

👉 লালা ঝরতে থাকা

👉 দাঁড়িয়ে থাকতে না পারা, দুর্বল হয়ে যাওয়া

👉 শরীরের তাপমাত্রা খুব বেশি গরম হয়ে যাওয়া

👉 খাওয়া বন্ধ করে দেওয়া

✅ তাৎক্ষণিক করণীয়:

👉 গরুকে ছায়ায় নিয়ে যান।

👉 ঠাণ্ডা পানি দিয়ে গোসল করান, গলা, মাথা ও পেটের নিচে বেশি পানি দিন।

👉 ঠাণ্ডা ভেজা কাপড় গরুর শরীরে রাখতে পারেন।

👉 পানিতে ORS বা ইলেকট্রোলাইট মিশিয়ে খাওয়াতে পারেন।

👉 ফ্যান বা বাতাস চলাচলের ব্যবস্থা করুন।

👉 ডাক্তারের পরামর্শে স্যালাইন দেওয়া লাগতে পারে (IV fluid)।

⛑️ হিট স্ট্রোক সন্দেহ হলেই দ্রুত ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিতে হবে। সময়মতো ব্যবস্থা না নিলে গরুর জীবন বিপন্ন হতে পারে।

Address

Feni

Telephone

+8801850595638

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jobaer's Cattle Breeding Service in Feni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share