নির্বান সুর

  • Home
  • নির্বান সুর

নির্বান সুর সুখের সন্ধানে�

প্রতিষ্ঠিত হওয়ার পর বিয়ে করলাম।🙂
26/06/2025

প্রতিষ্ঠিত হওয়ার পর বিয়ে করলাম।🙂

25/06/2025

এই মুলা না পান্ডা🤣
আমি মামলা দিবো বলেও মামলা দিলো না ক্যান!?!?
প্রথমে বলে যে আমি মামলা করতে যাচ্ছি, ভয়ে আর গেলো না🤣
হালার আবাল দোচ পুলিশ'রে আইন শেখায়।

24/06/2025

বাসা থেকে পারমিশন নিয়ে প্রপোজ করবেন। পরে আবার পরিবার মানবে না বলে ন্যাকামি করবেন না।

মৃ'ত্যু আসার আগেই আপনার পরিবারকে যেসব বিষয়ে ওসিয়ত করে যাবেন।১.আমার মৃ'ত্যুর সংবাদ শুনলে "ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্ল...
02/06/2025

মৃ'ত্যু আসার আগেই আপনার পরিবারকে যেসব বিষয়ে ওসিয়ত করে যাবেন।

১.আমার মৃ'ত্যুর সংবাদ শুনলে "ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন" পড়বেন।

২.আমার মৃ'ত্যুকে অকাল মৃ'ত্যু বলবেন না, কারণ আমি আমার নির্ধারিত রিযিক ভোগ করে ফেলেছি।

৩.আমাকে নিয়ে বিলাপ মাতম করবেন না, জোরে জোরে কান্নাকাটি করবেন না কারণ এটা সুন্নাহ বিরোধী এবং রাসুল (সাঃ) কতৃক নিষিদ্ধ কাজ।

৪.আমার মৃ'ত্যুতে চল্লিশা, কুল-খানি, মিলাদ করবেন না।কারণ এটা স্পষ্ট বিদ'আত।

৫.যারা আমার মৃ'ত্যুর খবর শুনবেন তারা অবশ্যই আমার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

৬.আমার ল!শ মাহরাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না।

৭.আমার লা"শকে সুন্দরভাবে বিশ্বস্ত মানুষ দ্বারা গোসল করানোর ব্যবস্থা করবেন।

৮.লা"শ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন, সমাজের নয়।

৯.আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকবেন আর পড়বেন "আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু"। আমার কবরের আজ!ব লাঘবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই দোয়া করবেন "আল্লাহুম্মা সাব্বিত হু আলাল ইমান"।

১০.আমার হয়ে দান-সাদাকা করবেন। আমার সাদাকায়ে জারিয়া চালু থাকলে সেটার খবর নিবেন, সে গুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন।

১১.আমার মৃ'ত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন।আপনার সময়ও অতি নিকটে।

১২. আমার ছবি কোথাও দিবেন না, আমার আইডি বা অন্য কারো কাছে আমার ছবি থাকলে তা ডিলিট করে দিবেন। বাসায় আমার ছবি থাকলে ফেলে দিবেন, দেয়ালে ঝুলিয়ে রাখবেন না।

১৩.আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দিবেন, না পারলে আমার জন্য সাদকাহে জারিয়া করবেন, তাও না পারলে আজীবন আমার জন্য দু'আ করবেন, আমি ক্ষমা করে দিব ইনশাআল্লাহ।

১৪.আপনি আমার কাছে কিছু পেয়ে থাকলে আমার জীবিত অবস্থাতেই আমার কাছে চেয়ে নিবেন, আর যদি ম"রে যাই পরিবারের কাছে চাইবেন (পরিবারের লোকেদের বলবো আপনারা তাদের পাওনা দয়া করে দিয়ে দিবেন)। আর পরিবার না দিলে আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দিবেন, এতে আল্লাহ ও আপনাকে ক্ষমা করবেন।

১৫.আমার জন্য বেশি বেশি দুআ করবেন। আমার নামে গী'বত করবেন না। কারণ, আমি আমার স্থানে পৌঁছে গিয়েছি।

আল্লাহর কাছে আকুলতা, আল্লাহ যেন আমাদের ইমানের সহিত ক!লিম! উচ্চারণের মাধ্যমে শ"হী'দি মৃ'ত্যু দান করেন।আমিন।

31/03/2024

اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ ، تُحِبُّ الْعَفْوَ ، فَاعْفُ عَنِّا
আল্লাহুম্মা ইন্নাক আফুয়্যুন, তুহিব্বুল আফওয়া, ফা'য়ফু আন্না।
"হে আল্লাহ আপনি ক্ষমা কারি, ক্ষমা করা পছন্দ করেন, অতঃএব আমাদের ক্ষমা করে দিন"। আমীন।

25/02/2024

রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা 🤲

বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, আগামী ৭২ ঘন্টার মধ্যে বাংলাদেশে ৫.৫ থেকে ৬.৮ রিকটার স্কেলের ভূমিকম্প হওয়ার আশংকা রয়েছে।আল্লাহ...
19/09/2023

বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, আগামী ৭২ ঘন্টার মধ্যে বাংলাদেশে ৫.৫ থেকে ৬.৮ রিকটার স্কেলের ভূমিকম্প হওয়ার আশংকা রয়েছে।

আল্লাহ আমাদের সহায় হোক।

20/08/2023

💔🖤

12/05/2023

অল্প বয়সে বিয়ে করার উপকারিতা‍‌❗

১. লজ্জা স্থানের হেফাজত হয়।
২. বিবাহ চক্ষু নিচু করে।
৩. তাড়াতাড়ি ধনী হওয়া যায়।
৪. ইমান পরিপূর্ণ হয়
৫. অসুস্থতা দূর হয়।
৬. ইবাদতে মজা পাওয়া যায়।
৭. আল্লাহর নৈকট্য লাভ করা যায়।
৮. মানসিক তৃপ্তি পাওয়া যায়। (এমন তৃপ্তি যেটা শুধু নিজের বউয়ের কাছে পাবেন যিনা করতে গিয়েও তা পাবেন না।)
৯. মেজাজ ঠান্ডা থাকে। মাথা কখনো হট হবে না।
১০. যৌবনের ক্ষুদা নিবারণ হয়।
আরো অংসখ্য উপকারিতা আছে।

এখন আপনি বলতে পারেন যে, বিয়ে করে বউকে খাওয়াব কি? আমার তো ইনকাম নাই, আমি তো এখনো ছাত্র, এমন হাজারো প্রশ্নের উত্তরঃ
আল্লাহ বলেছেন,
وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

অর্থ: বিয়ে করো, তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি আল্লাহর। অভাবে আছো অভাব দূর করে দেব। আল্লাহ বলেন ধনী হতে চাও বিয়ে করো।

আবার রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,

ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: المُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ

তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়।

১. আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারী।
২. চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়।
৩. ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায়।

(তিরমিজি-১৬৫৫, নাসায়ি-৩২১৮, ৩১২০, সহিহ ইবনে হিব্বান-৪০৩০, বায়হাকি)

অল্প বয়সে বিয়ে করলে রোমান্টিকতার বহু সময় পাওয়া যায়। কেন এতো বিয়ে করতে দেরি করছেন,আল্লাহ তো অফার দিয়ে রাখছেন। আল্লাহ তোমাকে বড়লোক বানিয়ে দেওয়ার ওয়াদা দিয়েছেন।

শুধু খামাখা কেন দেরি করছেন, বিয়ে করুন। যৌবন শুরু হয়েছে, আল্লাহর দেয়া বিশাল অফার টাকে গ্রহণ করুন।

বিয়েকে সহজ করুন,দেখবেন সমাজ থেকে যিনা ব্যভিচার কমে যাবে ইনশাআল্লাহ।

31/12/2022

💔😅💔

08/11/2022

একটু দূরে বসে থাকি। কাছে বা খুব কাছে যাই না। মাঝেমাঝে কথা বলি। খুব ইচ্ছা করলেও সবটা জানতে চাই না, জানাতেও চাই না। দরজা খোলা থাকলেও ভিতর মহলে প্রবেশ করে আসন পাতি না। বাইরে থেকে হাসিমুখে দু'টো কথা বলে বিদায় নিই। আবার কথা হওয়ার হলে হবে, আবার দেখা হওয়ার হলে হবে। কোনও জোর নেই, কোনও দাবি নেই। যে মানুষগুলোকে ভালোলাগে আমি এখন তাদের থেকে ইচ্ছাকৃতভাবেই এ'রকম একটা প্রচ্ছন্ন দূরত্ব বজায় রাখি।

এতে একটা শান্তি আছে। দিনান্তে জীবন শিখিয়ে যায়, একান্ত খুব কাছে না গেলে প্রিয় মানুষগুলোকে জীবন থেকে হারিয়ে ফেলার সম্ভাবনা খুব কম।

07/09/2022

কেও বলে ভাই কেও বলে জামাই অবশেষে দেখি প্রোফাইল ছবিতেও সেই দুই ব্যক্তি😊

Address


Alerts

Be the first to know and let us send you an email when নির্বান সুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নির্বান সুর:

  • Want your business to be the top-listed Media Company?

Share