01/11/2025
রিসেন্ট দুইটা ইস্যুর দিকে তাকান,
দেখেন তো সবগুলোতে কোন মিল পান কি না?
হুম, সবগুলো ঘটনাতেই একটা মিল আছে- জগতের সবাই এখনো সৌন্দর্যের পূজারি। মানুষের সকল কর্ম, সকল যোগ্যতা সব ম্লান হয়ে যায় সৌন্দর্যের কাছে। আবার সকল পাপ কাজও ফিঁকে হয়ে যায় সৌন্দর্যের কাছে।
দেখেন, একজন ট্রাক ড্রাইভারের স্ত্রী। কতো ভয়াবহ একটা কাজের সাথে জরিত। অথচ বাংলার আপামর ছেলে সমাজ গতকাল থেকে এই মহিলার উপর ক্রাশ খাচ্ছে। মেয়েরা উনার স্কিন কেয়ার রুটিন জানার জন্য পোস্ট করছে। হানিয়া আমিরের সাথেও তুলনা চলছে।
মানে উনি যে এতো বড় একটা ক্রিমিনাল তার থেকেও উনার সৌন্দর্যের জন্য সে বেশি প্রশংসিত হচ্ছে। সে নাকি এখন ওয়াইফ ম্যাটেরিয়াল। কেন জানি মনে হচ্ছে উনার সৌন্দর্যের কারনেই উনি খুব দ্রুত জামিন পেয়ে যাবে আর এরপরই ড্রাগ বিজনেস বাদ দিয়ে পেজ খুলে ব্রাইডাল শ্যুট শুরু করবে। মানে আমাদের কাছে সৌন্দর্যই সব।
এবার দেখেন, এইযে বৃষ্টি মেয়েটা। সে এতো বড় একটা ঘটনা ঘটিয়েছে এতো অল্প বয়সে, পাব্লিক তার পাপের হিসাব না করে তার চেহারার পিছনে পরে আছে। "রুচি কী শুধু চানাচুরেই থাকে? এই মেয়ে কীভাবে কারো ক্রাশ হয়? এই চেহারা নিয়ে কীভাবে চারটা প্রেম করে? এই চেহারার জন্য কেন কেউ খু*ন করে?" মানে পুরো ঘটনাটা চেহারা কেন্দ্রিক। এখান থেকে এটাই বুঝলাম যে এই মেয়ে যদি সুন্দর হতো তাহলে ওর চারটা প্রেম করার অধিকার ছিল, যদি সুন্দর হইতো তাহলে একটা মা*র*ডা*র করার অধিকার ছিল, যদি চেহারা সুন্দর হইতো তাহলে একই সাথে কয়েকজনকে নাচানোর অধিকার ছিল।
ও কেন এই বয়সে এতো বড় একটা অন্যায় করলো এটা নিয়ে কারো মাথাব্যথা নাই, ও কেন এতো খারাপ চেহারা নিয়া এতো বড় অন্যায় করলো এটাই এখন ইস্যু।
আমি শিউর, এই মেয়ের যদি ঐ ট্রাক ড্রাইভারের স্ত্রীর মতো চেহারা হইতো তাহলে ছেলেরা এতোক্ষনে এরেও ওয়াইফ ম্যাটেরিয়াল বানায় দিতো। আফসোস, ওর শাস্তি সম্ভবত মৃ*ত্যু অবদি চলে যাবে কারন কারন ওর চেহারা সুন্দর না।
বংগদেশে এক চেহারার সৌন্দর্য দিয়ে সব কিছু করা যায়।তুমি সুন্দরি হয়ে যাহাই করো ,জাষ্টিফাইড!!!