
08/08/2025
জীবনের সবচেয়ে বড়ো এচিভমেন্ট কি জানেন? ক্যারিয়ার? জব? প্রচুর পড়াশোনা আর অধ্যাবসায় শেষে সফলতা? উঁহু। যারা সোনার হরিণ ধরে ফেলতে পেরেছেন, তাদের অভিনন্দন জানাই, তবে এগুলো না।
ভালো পরিবার? বিশ্বস্ত বন্ধু? আস্থাশীল পার্টনার? না, তাও না।
নিজের পছন্দমতো লাইফস্টাইল লিড করতে পারা? এটা অনেকটাই কাছাকাছি, তবে সবচেয়ে বড়ো এচিভমেন্ট না।
আমি মনে করি, জীবনের সবচেয়ে বড়ো এচিভমেন্ট হলো যে কোনো পরিস্থিতিতে নিজেকে ভালো রাখতে জানা, নিজের প্রতি খুব যত্নশীল হওয়ার মতো স্পিরিট নিয়ে বেঁচে থাকা। যেদিন থেকে আপনি শিখে যাবেন -ধরাধামে টিকে থাকতে, শান্তির সাথে সারভাইভ করতে, মন ভালো রাখতে, দিনগুলো আরো বেশি আলোকিত করতে -কারো ওপর নির্ভর করতে হয় না, সেদিন থেকেই আপনি সবচেয়ে সুখী মানুষ, আসলে। 🙂
খুব প্রিয়জন, গুড প্রোভাইডার, গুড উইশারস আছে জেনেও কারো দয়া, আস্থা, সাহায্য, বা কথার ওপর যদি আপনার ভালো থাকা নির্ভর না করে। পরিস্থিতি যাই হোক না কেন যেকোনো ভাবেই যদি আপনি সিরাতুল মুস্তাকিমের পথে নিজেকে সরিয়ে আনতে জানেন। যত্ন এবং সম্মানের সাথে নিজেকে টেইক কেয়ার করার মতো কনফিডেন্স রাখেন। আপনি সফল। 🌸
মাঝেমধ্যে জীবন হয়ে যায় পকেটে রাখা ইয়ারফোনের কর্ড। গুছিয়ে রাখলেও বের করার পর দেখবেন কেমন যেন পেঁচিয়ে গিট্টু লেগে বসে আছে! প্রতিবার এই গিট্টু খুলতে গিয়ে যেদিন থেকে হাসতে পারবেন, দুনিয়ার আর কেউ না জানুক, শুধু আপনি জানবেন যে আপনি সফল। 🫶
বিপদ, মন্দ দিন, মন খারাপ… সবই মিলিয়ে দিতে জানেন যে সকালের শিশিরের মতো। এটাচমেন্ট ডিটাচমেন্টের খুব পাতলা একটা লেয়ার যে বা যারা রাখতে পারেন। পাখির ডানায়, ঝরে পড়া বকুলে, গোধূলির আলোয়, ছোট্ট ঘাসফুলের দোলায়, গরম ভাতের গন্ধে যে ব্লেসিং খুঁজে নিতে শিখেছেন, তাঁর চেয়ে বড়ো এচিভার আর কে আছেন ?
Sharmeen Shoheli
August 7, 2025.