Ammia's Diary

Ammia's Diary Daily life story
(1)

জীবনের সবচেয়ে বড়ো এচিভমেন্ট কি জানেন? ক্যারিয়ার? জব? প্রচুর পড়াশোনা আর অধ্যাবসায় শেষে সফলতা? উঁহু। যারা সোনার হরিণ ধরে ফ...
08/08/2025

জীবনের সবচেয়ে বড়ো এচিভমেন্ট কি জানেন? ক্যারিয়ার? জব? প্রচুর পড়াশোনা আর অধ্যাবসায় শেষে সফলতা? উঁহু। যারা সোনার হরিণ ধরে ফেলতে পেরেছেন, তাদের অভিনন্দন জানাই, তবে এগুলো না।

ভালো পরিবার? বিশ্বস্ত বন্ধু? আস্থাশীল পার্টনার? না, তাও না।

নিজের পছন্দমতো লাইফস্টাইল লিড করতে পারা? এটা অনেকটাই কাছাকাছি, তবে সবচেয়ে বড়ো এচিভমেন্ট না।

আমি মনে করি, জীবনের সবচেয়ে বড়ো এচিভমেন্ট হলো যে কোনো পরিস্থিতিতে নিজেকে ভালো রাখতে জানা, নিজের প্রতি খুব যত্নশীল হওয়ার মতো স্পিরিট নিয়ে বেঁচে থাকা। যেদিন থেকে আপনি শিখে যাবেন -ধরাধামে টিকে থাকতে, শান্তির সাথে সারভাইভ করতে, মন ভালো রাখতে, দিনগুলো আরো বেশি আলোকিত করতে -কারো ওপর নির্ভর করতে হয় না, সেদিন থেকেই আপনি সবচেয়ে সুখী মানুষ, আসলে। 🙂

খুব প্রিয়জন, গুড প্রোভাইডার, গুড উইশারস আছে জেনেও কারো দয়া, আস্থা, সাহায্য, বা কথার ওপর যদি আপনার ভালো থাকা নির্ভর না করে। পরিস্থিতি যাই হোক না কেন যেকোনো ভাবেই যদি আপনি সিরাতুল মুস্তাকিমের পথে নিজেকে সরিয়ে আনতে জানেন। যত্ন এবং সম্মানের সাথে নিজেকে টেইক কেয়ার করার মতো কনফিডেন্স রাখেন। আপনি সফল। 🌸

মাঝেমধ্যে জীবন হয়ে যায় পকেটে রাখা ইয়ারফোনের কর্ড। গুছিয়ে রাখলেও বের করার পর দেখবেন কেমন যেন পেঁচিয়ে গিট্টু লেগে বসে আছে! প্রতিবার এই গিট্টু খুলতে গিয়ে যেদিন থেকে হাসতে পারবেন, দুনিয়ার আর কেউ না জানুক, শুধু আপনি জানবেন যে আপনি সফল। 🫶

বিপদ, মন্দ দিন, মন খারাপ… সবই মিলিয়ে দিতে জানেন যে সকালের শিশিরের মতো। এটাচমেন্ট ডিটাচমেন্টের খুব পাতলা একটা লেয়ার যে বা যারা রাখতে পারেন। পাখির ডানায়, ঝরে পড়া বকুলে, গোধূলির আলোয়, ছোট্ট ঘাসফুলের দোলায়, গরম ভাতের গন্ধে যে ব্লেসিং খুঁজে নিতে শিখেছেন, তাঁর চেয়ে বড়ো এচিভার আর কে আছেন ?

Sharmeen Shoheli
August 7, 2025.

I can’t quite express how much it means to me to come into this kitchen today—a kitchen that doesn’t just look clean, bu...
07/08/2025

I can’t quite express how much it means to me to come into this kitchen today—a kitchen that doesn’t just look clean, but feels cared for. A small gesture of love and care.Thank you both(Ikra & Zannat)

28/07/2025

A day to remember 😍
alhamdulillah for everything.

মেয়ে হয়ে আপনি যদি অন্য মেয়েদের কমফোর্ট জোন হতে পারেন। আরেকটা মেয়ের সাথে করা অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলেন। নিজের অভিজ্ঞত...
25/07/2025

মেয়ে হয়ে আপনি যদি অন্য মেয়েদের কমফোর্ট জোন হতে পারেন। আরেকটা মেয়ের সাথে করা অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলেন। নিজের অভিজ্ঞতায় শেখা কঠিন কাজটা শেয়ার করে অন্য মেয়েদের জন্য সহজ করার চেষ্টা রাখেন। ছেলের বউ, ভাইয়ের বউদের যত্নে আগলে রাখতে জানেন। সোশ্যাল মিডিয়ায় বা আড্ডায় কারো চরিত্র/প্রেম/বিয়ে নিয়ে আলাপ এভয়েড করেন।

পড়াশোনার স্ট্রেসে, রিলেশনশিপের চাপে, সংসারের প্রবল ক্লান্তিতে বা দমবন্ধ অনুভূতিতে, আপনার কাছে বসে যদি অন্যরা খানিক স্বস্তির নি:শ্বাস ফেলতে পারে। বুকের সকল গোপন কথা, বন্ধ দরজা যদি অবলীলায় খুলে দেয়া যায়। সেই খোলা দরজায় হুড়মুড় করে ঢুকে পড়া সতেজ নির্মল বাতাসের মতো যদি হয় আপনার উপস্থিতি, আপনাকে অভিনন্দন! সামান্য একটা মেয়ে থেকে অসামান্য নারীতে পরিণত হওয়ার জন্য অভিনন্দন। 🌻

আপনি মায়ের মতো ভালো। ঘরভর্তি নরোম আদুরে রোদের মতো আপনি মায়াবী। পাথরের বাধা টপকে এগিয়ে যাওয়া ঝর্ণার মতো আপনি তেজস্বিনী। খুব শীতের মধ্যে দুহাত দিয়ে ধরে থাকা গরম চায়ের কাপের মতোই আপনি স্নিগ্ধ। ❤️

আপনার সাথে আমার পরিচয় থাকুক বা না থাকুক, আপনি আমার দোয়ায় আছেন - আপনার জগৎ যেন সাজিয়ে রাখা হয় অন্য কোনো জগতের আলোয়!

Sharmeen Shoheli
July 10, 2025.

A long line in Jannah today, all my little flowers, gone too soon. Innocent souls taken in a moment, now blooming in the...
22/07/2025

A long line in Jannah today, all my little flowers, gone too soon. Innocent souls taken in a moment, now blooming in the gardens of Paradise. 🌸

Ya Allah, grant their families sabr and reunite them in the highest Jannah. 🤍🤲🏻

কোথায় হারিয়ে গেলো সোনালি বিকেল সেই,আজ আর নেই ।
20/07/2025

কোথায় হারিয়ে গেলো সোনালি বিকেল সেই,
আজ আর নেই ।

বেলাশেষে🥘
19/07/2025

বেলাশেষে🥘

🤣🤣🤣
18/07/2025

🤣🤣🤣

তাদেরকে আপনি অলওয়েজ দিতে বাধ্য থাকবেন ।
16/07/2025

তাদেরকে আপনি অলওয়েজ দিতে বাধ্য থাকবেন ।

ছবিটা অনুমতি ছাড়া তোলা… তাই চেহারা ঢেকে দিলাম।প্রিয় মানুষের পাশে , মৃ%&ত্যু য%&ন্ত্রনা লাঘবের আশায় আল্লাহর কাছে প্রার্থ...
04/07/2025

ছবিটা অনুমতি ছাড়া তোলা… তাই চেহারা ঢেকে দিলাম।
প্রিয় মানুষের পাশে , মৃ%&ত্যু য%&ন্ত্রনা লাঘবের আশায় আল্লাহর কাছে প্রার্থনারত অবস্হায়….
এই রোগীনির বয়স ৩৮ বছর। Neutropenic sepsis, septic shock, MODS & DIC. সব চেষ্টা ব্যার্থ। আমাদের হাতে আর কিছু করার নেই। কিছুক্ষন পরই হয়তো মা%*রা যাবে। নাইট ডিউটিতে এসে সব দেখে রোগীর husband কে ডেকে নেগেটিভ কাউন্সেলিং করলাম। বললাম আপনি চাইলে রোগীর পাশে থাকতে পারেন। ১ ঘন্টা রাউন্ড দিয়ে এসে দেখি উনি কাঁদতেসে আর এক মনে দোয়া পড়তেসে। একটু আগে গিয়ে দেখি তখনো উনি দোয়া পড়তেসেন।
কি কষ্ট… কি কষ্ট….
একবার ভাবুন তো…. কেমন লাগবে? আপনি জানেন আপনার প্রিয়জন একটু পর মা%&রা যাবে? আপনার কিছুই করার নেই।

কত কিছু বলার ছিলো! কত কাজ বাকি ছিলো!! হয়তো নতুন একটা বাড়ী কেনার কথা ছিলো!!! হয়তো আরেকটা সন্তানের ইচ্ছে ছিলো! হয়তো পরের বছর হজ্ব করার প্ল্যান ছিলো!!! হয়তো একটু সমুদ্র ছুঁয়ে দেখার সাধ ছিলো!!! হয়তো……
জীবনে সব একবারে হয়না… সব কিছুর সময় আছে।কিন্তু সময়ের কাজ সময়ে না করলে আফসোস থেকে যায়। আফসোস রাখা যাবে না ।
কারো আগে, কারো পরে…But death is inevitable…. Are you ready for that ?!!!

-ডা.শাহাদাত হোসেন

Address

Feni
Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ammia's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share