Fenian Crush & Confession Hub

Fenian Crush & Confession Hub আপনার মনের কথা আপনার ভালোবাসার মানুষকে জানিয়ে দিন আমাদের মাধ্যমে।

Fenian Crush & Confession Hub  :51প্রেরক:অজানাই থাকপ্রাপক:Marjahan Mujaifa(Suraiya)এসব কনফেশন টনফেশন কখনো কারো জন্য লিখি...
27/08/2025

Fenian Crush & Confession Hub
:51

প্রেরক:অজানাই থাক
প্রাপক:Marjahan Mujaifa(Suraiya)

এসব কনফেশন টনফেশন কখনো কারো জন্য লিখি না কিভাবে লিখতে হয় তাও জানি না।তবে ওইদিন তোমাকে দেখার পর এখন আর কিছু না লিখে থাকতে পারলাম না🙂
"তুমি আমাকে চিনবে না। ওই দিন তোমাকে দেখার পর খুব অল্প সময়ের জন্য হলেও তোমার প্রতি আমার এক অদ্ভুত টান তৈরি হয়েছে।
সেদিন তোমাকে দেখার পর অনেক কষ্ট করে তোমার ব্যাপারে কিছুটা খোঁজ নিতে পেরেছি।এই যে তুমি জব করো, পরিশ্রম করো—আর সেটা শুধু একটা চাকরি না, বরং তোমার পরিবারের জন্য তুমি যে সংগ্রাম করছো, সেটা আমাকে সত্যিই অবাক করেছে। আজকের সময়ে এমন দায়িত্বশীল মেয়ে পাওয়া সত্যিই বিরল।

সত্যি বলতে, তোমাকে প্রথম দেখার পর থেকেই মনে হয়েছে তুমি অন্যরকম। তোমার ভদ্রতা, পরিশ্রমী মনোভাব আর চোখের ভেতরের দৃঢ়তা আমাকে আকৃষ্ট করেছে। আমি তোমাকে শুধু একজন অপরিচিত মেয়ে ভেবে দেখিনি, বরং একজন শক্তিশালী মানুষ হিসেবে রেসপেক্ট করি।

আমি জানি, হয়তো এই কথাগুলো বলা আমার জন্য খুব সাহসের ব্যাপার… কিন্তু লুকাতে পারলাম না। আমি চাই তোমাকে আরও ভালোভাবে জানতে, ধীরে ধীরে হয়তো বন্ধু হতে। তুমি চাইলে হয়তো এটাকে শুধু ‘একটা সাধারণ কথা’ হিসেবেই নেবে, কিন্তু আমার কাছে এটা অনেক সত্যি আর অনেক ভেতর থেকে আসা অনুভূতি।

তুমি হয়তো এখনো জানো না, কিন্তু খুব অল্প সময়েই তুমি আমার কাছে অনেক স্পেশাল হয়ে গেছো।"
ইতি
অচেনা কেউ🙂

Fenian Crush & Confession Hub :50প্রেরকঃ kinda close oneপ্রাপকঃ নাহিয়ান নূর নাহুপ্রথম ভালোবাসাতে প্রেম যাকে বলে love at ...
29/06/2025

Fenian Crush & Confession Hub
:50

প্রেরকঃ kinda close one
প্রাপকঃ নাহিয়ান নূর নাহু

প্রথম ভালোবাসাতে প্রেম যাকে বলে love at first sight। আমাকে শুরুতে notice না করলেও, তারুণ্য মেলাতে we got a lil closer। তোমার প্রেমে পড়ার প্রথম কারণ তোমার cheering personality & তুমি always হাসো no matter what।আমাদের সবচেয়ে fav memory হলো তোমার সাথে মারামারি করাটা। তোমার একটা চুল ছিড়লে যে তুমি দশ টা চুল ছিড়তে প্রস্তুত।(ngl I feel kinda closer to ya)
জানি তোমার ফেসবুক নেই but I wanted to share my feelings for ya(ik irl you're gonna reject me. at least i don' wanna lose ya)

BTW I'm a cat person🐾🐾

19/06/2025

I accepted 1 fan badge from Kazi Fazle Elahi.

16/06/2025

🗣️কনফেশন পেয়ে যে মজা পাচ্ছি 🥸🫣

Fenian Crush & Confession Hub  :48প্রেরক:অপরিচিতাপ্রাপক: Arafat Rayhan "জীবনে অনেক ছবি দেখি প্রতিদিন, কিন্তু কিছু ছবি শু...
15/06/2025

Fenian Crush & Confession Hub
:48
প্রেরক:অপরিচিতা
প্রাপক: Arafat Rayhan

"জীবনে অনেক ছবি দেখি প্রতিদিন, কিন্তু কিছু ছবি শুধু চোখে না, মনে গেঁথে যায়।
আপনাকে প্রথম দেখেছিলাম একটা নরম আলোয় মোড়া ছবিতে—চোখে রোদচশমা, মুখে সেই আত্মবিশ্বাসী মুচকি হাসি আর শরীরে একধরনের স্বাভাবিক স্টাইল... যেন সিম্পল হয়েও একেবারে স্পেশাল।

এমন নয় যে আমি আপনাকে চিনি। এমনও নয় যে আমরা কখনো কথা বলেছি।
কিন্তু আপনার হাসিটা এমনভাবে মন ছুঁয়ে গেছে, যেন অনেক দিন ধরে চিনি।

আমি জানি, হয়তো এই কথাগুলো আপনি কখনো জানবেনও না।
তবু মনের মধ্যে যে ভালো লাগা তৈরি হয়েছে, সেটা লুকিয়ে রাখতে পারলাম না।
এই অনুভূতির কোনো নাম নেই, শুধু এটুকু জানি—
আপনাকে দেখলেই মনটা হঠাৎ করেই ভালো হয়ে যায়। 💙

জানি না আপনি কার জন্য হাসেন, বা কাকে মনে রেখে এত স্টাইল করেন,
তবে আমি শুধু একটুকু চাই—আপনি যেন সবসময় এমনই হাসিখুশি থাকেন।
আর একদিন যদি ভাগ্য মিলে যায়... হয়তো তখন আপনাকে সরাসরি বলব—
'আপনাকে আমার খুব ভালো লেগে গেছে।'"
ইতি
অপরিচিতা




💫

Fenian Crush & Confession Hub From:বলবো না To:Sariful Islamপ্রিয়❤️ভালোবাসা শব্দটা যখন শুনি তাতে শুধু আপনার মুখটাই ভেসে ...
15/06/2025

Fenian Crush & Confession Hub

From:বলবো না
To:Sariful Islam

প্রিয়❤️

ভালোবাসা শব্দটা যখন শুনি তাতে শুধু আপনার মুখটাই ভেসে ওঠে। দিনের শেষে শুধু একটা মানুষকে চাই যার কাছে সব কথা বলা যায় সব ক্লান্তি ভুলে যাওয়া যায় আর সেই মানুষটা আপনি। আমি সত্যিই চাই, আপনি থাকেন আমার আজ, কাল, এবং চিরদিনে। থাকবেন কি আমার?

কপাল থাকলে এমনই হয়🙃
15/06/2025

কপাল থাকলে এমনই হয়🙃

Fenian Crush & Confession Hub  From:কেউ একজনTo:FarHan Bhuiyanআপনার গিটারের প্রতি ভালোবাসা দেখে মনে হয়, যদি আমি গিটার হতা...
14/06/2025

Fenian Crush & Confession Hub

From:কেউ একজন
To:FarHan Bhuiyan

আপনার গিটারের প্রতি ভালোবাসা দেখে মনে হয়, যদি আমি গিটার হতাম, তাহলে হয়তো আপনার বুকে এতটা কাছাকাছি থাকতে পারতাম প্রতিদিন...
আপনার বাজানো প্রতিটা সুর আমার হৃদয়ে বাজে।
কি যে এক অদ্ভুত টান আছে আপনার মধ্যে—শান্ত পাহাড়ের মতো, আবার গিটারের মতোই ঝরঝরে।
আপনার থেকে বেশি কিছু চাই না শুধু আপনার গিটারের সুর শুনে ঘুমাতে চাই প্রতিদিন।😌

Fenian Crush & Confession Hub From:তোমার ফেসবুক শুভাকাঙ্খীTo:Sonia Alvi Sawmiফেসবুকের হাজারো ছবির ভিড়ে এই ছবিটা যেন আলাদ...
14/06/2025

Fenian Crush & Confession Hub

From:তোমার ফেসবুক শুভাকাঙ্খী
To:Sonia Alvi Sawmi

ফেসবুকের হাজারো ছবির ভিড়ে এই ছবিটা যেন আলাদা করে চোখে লেগে রইলো।
তুমি আর বাইক — দুজনেই লাল রঙে যেন ভালোবাসার গল্প লিখে ফেলেছো।
তোমার হাসি দেখে মনে হলো, জীবনে যদি একটা গন্তব্য চাই, সেটা যেন হয় এই হাসির পেছনে...
জানি না তুমি কার, তবে যদি কখনো এই কনফেশনটা দেখো, জেনে রেখো — কেউ একজন চুপচাপ ভালোবেসে ফেলেছে তোমার স্টাইল আর সেই সরল হাসি।

Fenian Crush & Confession Hub :44প্রাপক: Mohammad Sahariar Asifপ্রেরক:- আপনার লিস্টের কেউ একজন প্রথমেই বিনা অনুমতিতে আপন...
12/06/2025

Fenian Crush & Confession Hub
:44

প্রাপক: Mohammad Sahariar Asif
প্রেরক:- আপনার লিস্টের কেউ একজন

প্রথমেই বিনা অনুমতিতে আপনার ছবিটা পাবলিকলি ব্যবহার করার জন্য দুঃখিত৷ যাই হোক, যে কারণে আপনাকে কনফেশন লেখছি, প্রথম কথা হয়লো আপনার চেহারাটা হুবহু আমার একজন এক্সের লগে মিলা যায়। ইন্টারে পড়ার সময় এক ছেলের সাথে আমার পিরিতি হয়েছিলো, পোলাডা সেই সুন্দর গান গায়তে আর বাঁশি বাজায়তে পারতো, নাচতে পারতো কিনা জানি না। তয় তার আপনার মতোই শ্যামসুন্দর চেহারা ছিলো, স্বাস্থ্য ভালো। একদিন ঝড়ের সময় প্রাইমারি স্কুলের বারান্দায় দাঁড়ায়া ছাতার তলে লুকায়া তার লগে কিসমিস খেয়েছিলাম। পারলে একদিন সময় করে আইসেন, আবারও একটা ইতিহাস সৃষ্টি করুমনি।

Address

Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fenian Crush & Confession Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category