
27/08/2025
Fenian Crush & Confession Hub
:51
প্রেরক:অজানাই থাক
প্রাপক:Marjahan Mujaifa(Suraiya)
এসব কনফেশন টনফেশন কখনো কারো জন্য লিখি না কিভাবে লিখতে হয় তাও জানি না।তবে ওইদিন তোমাকে দেখার পর এখন আর কিছু না লিখে থাকতে পারলাম না🙂
"তুমি আমাকে চিনবে না। ওই দিন তোমাকে দেখার পর খুব অল্প সময়ের জন্য হলেও তোমার প্রতি আমার এক অদ্ভুত টান তৈরি হয়েছে।
সেদিন তোমাকে দেখার পর অনেক কষ্ট করে তোমার ব্যাপারে কিছুটা খোঁজ নিতে পেরেছি।এই যে তুমি জব করো, পরিশ্রম করো—আর সেটা শুধু একটা চাকরি না, বরং তোমার পরিবারের জন্য তুমি যে সংগ্রাম করছো, সেটা আমাকে সত্যিই অবাক করেছে। আজকের সময়ে এমন দায়িত্বশীল মেয়ে পাওয়া সত্যিই বিরল।
সত্যি বলতে, তোমাকে প্রথম দেখার পর থেকেই মনে হয়েছে তুমি অন্যরকম। তোমার ভদ্রতা, পরিশ্রমী মনোভাব আর চোখের ভেতরের দৃঢ়তা আমাকে আকৃষ্ট করেছে। আমি তোমাকে শুধু একজন অপরিচিত মেয়ে ভেবে দেখিনি, বরং একজন শক্তিশালী মানুষ হিসেবে রেসপেক্ট করি।
আমি জানি, হয়তো এই কথাগুলো বলা আমার জন্য খুব সাহসের ব্যাপার… কিন্তু লুকাতে পারলাম না। আমি চাই তোমাকে আরও ভালোভাবে জানতে, ধীরে ধীরে হয়তো বন্ধু হতে। তুমি চাইলে হয়তো এটাকে শুধু ‘একটা সাধারণ কথা’ হিসেবেই নেবে, কিন্তু আমার কাছে এটা অনেক সত্যি আর অনেক ভেতর থেকে আসা অনুভূতি।
তুমি হয়তো এখনো জানো না, কিন্তু খুব অল্প সময়েই তুমি আমার কাছে অনেক স্পেশাল হয়ে গেছো।"
ইতি
অচেনা কেউ🙂