Chhagalnaiya News24

Chhagalnaiya News24 Nuruzzaman Sumon
Editor

ছাগলনাইয়ায় সমাজসেবায় প্রশংসনীয় ভূমিকা রাখায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু আহাম্মদ ভুইয়াকে সম্মান সূচক স্মারক দিয়েছে ...
13/10/2025

ছাগলনাইয়ায় সমাজসেবায় প্রশংসনীয় ভূমিকা রাখায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু আহাম্মদ ভুইয়াকে সম্মান সূচক স্মারক দিয়েছে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা

13/10/2025

বিদ্যুৎ বন্ধ থাকবে...
উত্তর কুহুমা, দক্ষিণ কুহুমা ও লক্ষিপুর এলাকায় রাইট-অব-ওয়ের কাজের জন্য আজ সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাজের উপর নির্ভর করে নির্দিষ্ট সময়ের আগে অথবা পরে যেকোনো সময় লাইন চালু হতে পারে।

----- ডিজিএম, পল্লী বিদ্যুৎ, ছাগলনাইয়া ফেনী

13/10/2025

শোক সংবাদ
ছাগলনাইয়ার উত্তর কুহুমা গ্রামের পাটোয়ারী বাড়ির জনাব আবু তাহের দারোগা রাত ২:১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের নামাজে জানাজা আজ দুপুর ২ টায় উত্তর কুহুমা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন : বুকিং চলছে প্রকল্পের নাম: বিল্ডকন দারুল আমানঠিকানা: ২৬৮, সুফি সদরউদ্দিন (নাজির)রোড, মিজান পাড়া,ফেনী।যাতায়াত ও...
12/10/2025

বিজ্ঞাপন : বুকিং চলছে
প্রকল্পের নাম: বিল্ডকন দারুল আমান

ঠিকানা: ২৬৮, সুফি সদরউদ্দিন (নাজির)রোড, মিজান পাড়া,ফেনী।

যাতায়াত ও সুবিধা:
প্রকল্প থেকে পায়ে হেটেই রেলগেইট ও বাজার, পাইলট স্কুল,ফেনী কলেজ, আলিয়া মাদরাসা, ডায়াবেটিক হাসপাতাল, মিশন হাসপাতাল,
ফালাহীয়া মাদরাসা ।

প্রকল্প:
৭তলা লাক্সারি এপার্টমেন্ট ভবন।

নাজির রোড সংলগ্ন ৮৪ ফুট প্রশস্হ দক্ষিণ মুখী ৩ ইউনিট বিশিষ্ট ভবন।

⏹️ দৃষ্টিনন্দন প্রসপেক্ট ভিউ সহ প্রশস্ত কমন স্পেস, উন্নতমানের লিফট, জেনারেটর, প্রশস্ত সিড়ি, কমিউনিটি হল, রিসিপশন, গার্ডরুম, সিলিন্ডার স্টেশন, ডাস্ট কর্নার সহ নীচ তলায় পর্যাপ্ত পার্কিং ও ওয়াকস্পেস।

ইউনিট এ:
রাস্তা সংলগ্ন দক্ষিন মুখি ৩ বেড, ৩ বারান্দা, ৩ বাথ,আলাদা আলাদা সুপ্রশস্হ ড্রইং,ডাইনিং,
কিচেন সহ মোট আয়তন:১৪৪১ বর্গফুট।

ইউনিট বি:
রাস্তা সংলগ্ন দক্ষিণমুখী
৩ বেড,
৩ বারান্দা,
৩ বাথ, সুপ্রশস্হ ড্রইং,ডাইনিং, কিচেন সহ মোট আয়তন:১৩৭০
বর্গফুট।

ইউনিট সি: ৫ফুট ভয়েট,৩ দিক খোলা পর্যাপ্ত আলো বাতাসের সুবিধা সহ ৩বেড,৩বারান্দা,৩বাথ, ড্রইং,ডাইনিং, কিচেন সহ মোট আয়তন:১১২২ বর্গফুট।

যোগাযোগ: সরোয়ার কাউছার
০১৭০০৫৫৩৫৭৮
ফেনী সেন্টার,
লিফট #৫,
পোস্টঅফিস রোড, ফেনী।

ছাগলনাইয়ায় সমাজ উন্নয়নে বিষয়ে ভূমিকা রাখায় বিশিষ্ট ব্যবসায়ী কপিল উদ্দিন মজুমদারকে সম্মাননা স্মারক দিয়েছে সামাজিক পরিবেশ ...
12/10/2025

ছাগলনাইয়ায় সমাজ উন্নয়নে বিষয়ে ভূমিকা রাখায় বিশিষ্ট ব্যবসায়ী কপিল উদ্দিন মজুমদারকে সম্মাননা স্মারক দিয়েছে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা

১২ অক্টোবর ২০২৫

12/10/2025

ছাগলনাইয়ায় সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার শিক্ষা উপকরণ, গাছ, সার ও দুস্থদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের নির্বাচনী সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু

12/10/2025

ছাগলনাইয়ায় সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার শিক্ষা উপকরণ, গাছ, সার ও দুস্থদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সংস্থার সভাপতি এম জি কিবরিয়া মজুমদার

নির্বাচনের জন্য প্রশিক্ষণ চলছে... আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন-আবেদনকারী শুধু মাত্র ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা হতে হবে। য...
12/10/2025

নির্বাচনের জন্য প্রশিক্ষণ চলছে... আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন-
আবেদনকারী শুধু মাত্র ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা হতে হবে।
যোগাযোগ - ০১৭৩০০৯৪৩৩৬ ( উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ছাগলনাইয়া, ফেনী)

ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা)
বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। নিম্নে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি। এসএসসি পাসের জন্য অগ্রাধিকার। ১২ ও ১৩ অক্টোবর চলবে ভর্তি। সঙ্গে আনতে হবে এনআইডি কার্ড ও শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এবং নিজ নামে বিকাশ নাম্বার।

প্রশিক্ষণ স্থান -ছাগলনাইয়া সরকারি কলেজ
সময় - সকাল ৮ টা থেকে দুপুর ১ টা
চলবে ১০ দিন প্রশিক্ষণ।
প্রশিক্ষণ শেষে দেয়া হবে ভাতা। আগ্রহীরা এখনই যোগাযোগ করুন।

11/10/2025

" বিভক্তি করবেন না, আপনাদের এই বিভক্তির কারনে ওই লোকগুলোকে অন্য একটি দল তাদের পক্ষে নিয়ে যাচ্ছে "

11/10/2025

ফেনীর ছাগলনাইয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জেলা ও সংসদীয় আসন ভিত্তিক বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে ছাগলনাইয়া শহরের একটি হলরুমে সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।

শোক সংবাদ... ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর সেকান্তর পাটোয়ারী বাড়ির বাসিন্দা জনাব শামসুল হক আজ রাত ৯ টার দিকে ...
10/10/2025

শোক সংবাদ...
ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর সেকান্তর পাটোয়ারী বাড়ির বাসিন্দা জনাব শামসুল হক আজ রাত ৯ টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের নামাজে জানাজা আগামিকাল শনিবার সকাল ১০ টায় উত্তর যশপুর তুলাপুকুর জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।

মরহুম শামসুল হক সাবেক ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের সদস্য ফজলুল করিম ফজলুর বাবা ও মহামায়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন শুভর নানা।

10/10/2025

‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি ছাইড়া দে’

Address

Feni

Telephone

+8801816804046

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chhagalnaiya News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share