03/02/2021
১/যৌতুক বিহীন বিয়ের হার কমেছে প্রবাসীদের কারণে।
২/দামী মোবাইল দেখেছো প্রবাসীদের কারণে।
৩/২২k gold দেখেছো প্রবাসীদের কারণে।
৪/ অরজিনাল ফেয়ারএন্ড লাভলী দেখেছো প্রবাসীদের কারণে।
৫/ নিডু দুধ ও অরিজিনাল ট্যাংগের শরবত দেখেছো প্রবাসীদের কারণে।
৬/ বছরের পর বছর দামী শাড়ি,গয়না ব্যবহার করতে পারতেছো প্রবাসীদের কারণে।
৭/মাসের পর মাস নতুন নতুন টাকার বান্ডিল দেখতেছো প্রবাসীদের কারণে।
৮/প্রবাসীর রক্তঝরা টাকা দিয়ে সব করতেছো আবার সে প্রবাসীদের নিয়ে আজে বাজে কথা বলতে লজ্জা করেনা তোমাদের??।
৯/ আরে বেয়াদব ফাজিলের দল প্রবাসীরা প্রবাসে না থাকলে লাকড়ি দিয়ে ভাত রান্না করতে করতে তোদের সুন্দর রুপ নষ্ট হয়ে যেতো,গ্যাস কিনতে পারতে না।
১০/ গ্রামে যেখানে ১০০মধ্যে ৯০% কাঁচা ঘর ছিলো সে জায়গায় এখন ১০০মধ্যে ৫০% পাকা ও আধা পাকা ঘর হয়েছে কেন প্রবাসীদের কারণে
১১/তোমাদের মত অন্য দশজনের সুখের জন্য একটা মানুষ তার জীবন, যৌবন,শখ আহলাদ,আশা ভরসা,আনন্দ,সব ত্যাগ করে শত বেদনা সহ্য করতে করতে তারা তবুও ক্লান্ত হয়না
১২/এখন ঘরে ঘরে শিক্ষিত হয়েছে কেন বল প্রবাসীদের কারণে।
13/ টেলিভিশন, ভিসিডি ডিভিডি দেখেছো প্রবাসীদের কারনে
১৪/ ভাল ব্রান্ডের পোষাক কসমেটিক ফারফিউম দেখেছো প্রবাসীদের কারনে
১৫/ মন্ত্রীদের দামি গাড়ি আর পেট্রোলের টাকাও প্রবাসী ভাইদের রেমিটেন্সের টাকায় চলছে
১৬/ আজ বিশ্যে যতগুলি দেশে বাংলাদেশের এম্ভাসি
আছে ব্যাবসায়িক সম্পর্ক আছে সব এই পরিস্রমি প্রবাসীদের অবদান,
১৭/সাইকেলের বদলে মোটরবাইক নিয়ে ঘুরতেছো কার টাকায় প্রবাসীদের টাকায়।
শুধু তোমরা না বাংলাদেশ সরকারও চলে আমরা প্রবাসীদের রক্তঘামে আয় করে পাঠানো রেমিটেন্স ও বৈদেশিক মুদ্রার সাহায্যে, কিন্তু সেই প্রবাসীরা আজ অবহেলিত সরকারের কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে, এবং তোমাদের মত কিছু রাস্তার মেয়ে ও ছেলের চোখেও আজ প্রবাসীরা ঘৃণার পাত্র হয়ে গেছে, লিখতে লিখতে চোখে পানি এসে গেছে, এই ভেঁবে যে প্রবাসিরা কাদের জন্য কি করতেছে।একজনের জীবন নষ্ট করে ১০জনের মুখে হাঁসি আনে কারা জানো প্রবাসী ভাইয়েরা। আসলে আল্লাহ ছাড়া তাদের বুঝার মত কেউ নাই এই নিষ্ঠুর পৃথিবীতে।😭