27/06/2025
আমি ফেনী সরকারি কলেজ এর
একজন ছাএ। আজ আমাদের বাংলা ১ম পএ পরিক্ষা ছিল।
কিন্তু আমাদের সিট পডে হাজারী কলেজ এ হাজারি কলেজের দায়িত্ব প্রাপ্ত স্যার-ম্যাডাম আমাদের সাথে কুতার মতো ব্যবহার করে।
দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে দেখলো যে MCQ ঘন্টা পড়ার আগে নিলে ও আমাদের cq প্রশ্ন দেয়া হয়নি। ম্যাজিস্ট্রেট পর্যন্ত বলেছিল Cq তে ৪-৫ মিনিট বাডাই দিতে কিন্তু তারা নির্দিষ্ট সময় হওয়ার এক মিনিট আগে আমাদের থেকে খাতা কেডে নিয়েছে
আমি ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়ের দৃষ্ঠি আর্কষণ করছি যে আপনাদের ছেলে মেয়ে দের ভবিষ্যৎ নিয়ে হাজারী কলেজের স্যার ম্যাডামরা খেলা করছে।
১১১ নং হল আজকে পরীক্ষা দেওয়ার মত কোন পরিবেশই ছিল না।
কিছুক্ষণ পর পর স্যার ম্যাডামরা বিশৃংখলা সৃষ্টি করতেছে স্টুডেন্টদের হয়রানি করতেছে স্বাভাবিক এটা প্রথম পরীক্ষায় স্টুডেন্টরা বুঝতে না পারে ছিল যে শান্তশিষ্টভাবে বুঝিয়ে দেওয়া কিন্তু উনারা পুরা রুম খবর করে ফেলতেছে
📢 প্রতিবাদ জানাই — ছাত্রদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে!
আজ আমি এইচএসসি ২০২৫ এর বাংলা প্রথম পত্র পরীক্ষা দিই। পরীক্ষার সময় চলাকালীন সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু ঘন্টা বাজার ঠিক আগ মুহূর্তে, দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষক আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের উত্তরপত্রটি হঠাৎ করেই সংগ্রহ করে নেন।
আমরা অবাক হয়ে জানতে চাই— “ঘন্টা তো এখনো বাজেনি, কেন কাগজ নেওয়া হচ্ছে?”
উত্তরে তিনি বলেন, “ঘন্টায় দেওয়ার দরকার নেই”, বলেই কাগজ নিয়ে চলে যান।
আমার মতো আরও শিক্ষার্থী তখনও লিখছিল। কিন্তু আমাদের সেই অধিকারটুকুও কেড়ে নেওয়া হলো — নির্দয়ভাবে, নিয়মবহির্ভূতভাবে।
আমি যার কথা বলছি, তিনি হাজারি কলেজের কিছু শিক্ষক।
আমার প্রশ্ন —
📌 পরীক্ষা যদি নিয়মমাফিক না হয়, তাহলে আমরা কীভাবে আমাদের যোগ্যতা প্রমাণ করব?
📌 শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কি আমাদের প্রাপ্য ছিল?
আমরা ছাত্র, আমরা অন্যায় মেনে নেব না।
আমরা সম্মানের সঙ্গে পরীক্ষা দিতে চাই, আর সঠিক মূল্যায়নও চাই।
শিক্ষার নামে অবিচার হলে, প্রতিবাদ হতেই হবে।
Feni Govt. College
Feni Government College
Feni Government College
Feni government college, Feni
Feni Government College, Feni
Feni government college
Joynal Hazari College
Feni Media
ফেনীর টাইমস.কম
ফেনী সরকারি কলেজ, ফেনী ফেনীর তালাশ fenir talash
দৈনিক ফেনী
#এইচএসসি২০২৫
#প্রতিবাদ
#ন্যায্যতা_চাই