Kemon Dilam

Kemon Dilam -welcome to my official page�

27/06/2025

Good night

মায়ের অসুস্থতার কারণে দেরিতে পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীর পরীক্ষা আবারও নেয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। অত্যন্ত প্রশংসনীয়।...
27/06/2025

মায়ের অসুস্থতার কারণে দেরিতে পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীর পরীক্ষা আবারও নেয়ার উদ্যোগ নিচ্ছে সরকার।

অত্যন্ত প্রশংসনীয়। গতকাল সেই মেয়েকে নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম যা ভালোই ভাইরাল হয়েছিলো।

তবে এই ছেলে দুইটাকেও কি একইভাবে সুযোগ দেয়া উচিত না?? ওদের কলেজের শিক্ষকদের গাফিলতির কারণে ওদের রোল আসে নাই।

অথচ ওরা কলেজের সব এক্সাম দিছে, ফি পরিশোধ করছে, এমনকি বোর্ডেও যোগাযোগ করছিলো। কিন্তু বোর্ড শুধুমাত্র কলেজের শিক্ষককে সাময়িক বরখাস্ত করছে।

ওদেরকে এক্সাম দিতে দেয়নাই।

ছেলে দুইটার কি দোষ কি??

বোর্ড চাইলেই এটার সুরাহা করতে পারতো।

আমাদের চাওয়া থাকবে, এই দুইটা ছেলেকেও যেনো এক্সামের সুযোগ দেয়া হয়।

বিনা কারণে, ওদের একটা বছর যেনো নষ্ট না হয়।

27/06/2025

আমি ফেনী সরকারি কলেজ এর
একজন ছাএ। আজ আমাদের বাংলা ১ম পএ পরিক্ষা ছিল।
কিন্তু আমাদের সিট পডে হাজারী কলেজ এ হাজারি কলেজের দায়িত্ব প্রাপ্ত স্যার-ম্যাডাম আমাদের সাথে কুতার মতো ব্যবহার করে।
দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে দেখলো যে MCQ ঘন্টা পড়ার আগে নিলে ও আমাদের cq প্রশ্ন দেয়া হয়নি। ম্যাজিস্ট্রেট পর্যন্ত বলেছিল Cq তে ৪-৫ মিনিট বাডাই দিতে কিন্তু তারা নির্দিষ্ট সময় হওয়ার এক মিনিট আগে আমাদের থেকে খাতা কেডে নিয়েছে
আমি ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়ের দৃষ্ঠি আর্কষণ করছি যে আপনাদের ছেলে মেয়ে দের ভবিষ্যৎ নিয়ে হাজারী কলেজের স্যার ম্যাডামরা খেলা করছে।
১১১ নং হল আজকে পরীক্ষা দেওয়ার মত কোন পরিবেশই ছিল না।
কিছুক্ষণ পর পর স্যার ম্যাডামরা বিশৃংখলা সৃষ্টি করতেছে স্টুডেন্টদের হয়রানি করতেছে স্বাভাবিক এটা প্রথম পরীক্ষায় স্টুডেন্টরা বুঝতে না পারে ছিল যে শান্তশিষ্টভাবে বুঝিয়ে দেওয়া কিন্তু উনারা পুরা রুম খবর করে ফেলতেছে
📢 প্রতিবাদ জানাই — ছাত্রদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে!

আজ আমি এইচএসসি ২০২৫ এর বাংলা প্রথম পত্র পরীক্ষা দিই। পরীক্ষার সময় চলাকালীন সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু ঘন্টা বাজার ঠিক আগ মুহূর্তে, দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষক আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের উত্তরপত্রটি হঠাৎ করেই সংগ্রহ করে নেন।

আমরা অবাক হয়ে জানতে চাই— “ঘন্টা তো এখনো বাজেনি, কেন কাগজ নেওয়া হচ্ছে?”
উত্তরে তিনি বলেন, “ঘন্টায় দেওয়ার দরকার নেই”, বলেই কাগজ নিয়ে চলে যান।

আমার মতো আরও শিক্ষার্থী তখনও লিখছিল। কিন্তু আমাদের সেই অধিকারটুকুও কেড়ে নেওয়া হলো — নির্দয়ভাবে, নিয়মবহির্ভূতভাবে।
আমি যার কথা বলছি, তিনি হাজারি কলেজের কিছু শিক্ষক।

আমার প্রশ্ন —
📌 পরীক্ষা যদি নিয়মমাফিক না হয়, তাহলে আমরা কীভাবে আমাদের যোগ্যতা প্রমাণ করব?
📌 শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কি আমাদের প্রাপ্য ছিল?

আমরা ছাত্র, আমরা অন্যায় মেনে নেব না।
আমরা সম্মানের সঙ্গে পরীক্ষা দিতে চাই, আর সঠিক মূল্যায়নও চাই।
শিক্ষার নামে অবিচার হলে, প্রতিবাদ হতেই হবে।
Feni Govt. College
Feni Government College
Feni Government College
Feni government college, Feni
Feni Government College, Feni
Feni government college
Joynal Hazari College
Feni Media
ফেনীর টাইমস.কম
ফেনী সরকারি কলেজ, ফেনী ফেনীর তালাশ fenir talash
দৈনিক ফেনী

#এইচএসসি২০২৫
#প্রতিবাদ
#ন্যায্যতা_চাই

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kemon Dilam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kemon Dilam:

Share