01/12/2025
বন্যার ক্ষতি পেরিয়ে নতুন স্বপ্ন—শিমুলের পাশে ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন
রাজিব মাসুদ : ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সহায়তায় আত্মনির্ভরতার নতুন অধ্যায় লিখলেন ফেনীর মুন্সিরহাটের বিশেষ চাহিদাসম্পন্ন যুবক কাজী মোহাম্মদ হানিফ শিমুল।
২০২৪ সালের ভয়াবহ বন্যায় শিমুল তার একমাত্র মুরগির খামারটি হারিয়ে সকল বিনিয়োগে ক্ষতিগ্রস্ত হন। শারীরিক অসুস্থতার কারণে তার পক্ষে শ্রমনির্ভর কাজ করা সম্ভব নয়। এরপর তিনি স্থানীয় উত্তর করইয়া শান্তির বাজারে একটি ছোট ব্যবসা প্রতিষ্ঠা করতে উদ্যোগ নেন। কিন্তু জামানতের টাকা না থাকায় দোকানটি চালু করা সম্ভব হচ্ছিল না।
এই অবস্থায় তিনি ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটি তার পছন্দের দোকানের জামানতের সম্পূর্ণ অর্থ উপহার হিসেবে প্রদান করে এবং দোকানের প্রাথমিক মালামাল সংগ্রহে অতিরিক্ত নগদ সহায়তা দেয়। ফাউন্ডেশনের এই সহযোগিতায় শিমুল এখন “কাজি ইলেক্ট্রিক” নামে একটি মনোহারি দোকান নিজের ট্রেড লাইসেন্সে নিয়মিতভাবে পরিচালনা করছেন।
আজ ১ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় দোকান উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির সদ্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য শরীফুল ইসলাম অপু ও ওসমান গনি রাসেল, ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের অন্যতম সমন্বয়ক কামরুল হাসান রানা এবং ফেনী ওয়েলফেয়ার ব্লাড ফাইটার্সের রিংকু ভুঁইয়া উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ, পুনর্বাসন ও জীবিকা টিকিয়ে রাখতে ফেনীতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন। তাঁদের সহায়তায় শিমুলের মতো অনেকে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন।