বইপাড়া.কম

বইপাড়া.কম বইপাড়া ডট কম দিচ্ছে ঘরে বসে যে কোন বই কেনার সুযোগ। ঘরে বসে অর্ডার করুন আপনার পছন্দের বই।

19/09/2025

🎬 সত্যজিৎ রায়—চলচ্চিত্রের জাদুকর, গল্পের মহাকবি ✨

Book - Before The Coffee Gets Cold series Author - Toshikazu Kawaguchi✅Price : 650৳ (5book boxset)টোকিও শহরের কোন এক গলি...
16/09/2025

Book - Before The Coffee Gets Cold series
Author - Toshikazu Kawaguchi

✅Price : 650৳ (5book boxset)

টোকিও শহরের কোন এক গলিতে মাটির নিচে জানালাবিহীন এক ক্যাফে, যার নাম Funiculi Funicula। লোকমুখে শোনা যায় এই ক্যাফেতে টাইম ট্রাভেল করা যায়। তবে এর জন্য দরকার এক কাপ গরম কফি।

এই কফি সার্ভ হওয়ার সাথে সাথে নির্ধারিত ব্যক্তি অতীত ও ভবিষ্যতের যে কোন সময়ে ফিরে যেতে পারে। তবে তাকে কিছু শর্ত মানতে হবেঃ

১. ক্যাফের নির্দিষ্ট একটি চেয়ারে বসেই এই টাইম ট্রাভেল করা যায়।
২. টাইম ট্রাভেলের মাধ্যমে শুধুমাত্র এই ক্যাফেতে এসেছে এমন কারো সাথেই দেখা করা যাবে।
৩. নির্ধারিত চেয়ার থেকে ওঠা যাবে না।
৪. টাইম ট্রাভেল বর্তমানকে পরিবর্তন করবে না বা এর মাধ্যমে মৃত কাওকে ফিরিয়ে আনা যাবে না।
৫. সার্ভ করা কফি ঠান্ডা হওয়ার আগে তা খেয়ে শেষ করতে হবে বর্তমানে ফিরে আসার জন্য।

এই সুযোগটি কাজে লাগাতে এই ক্যাফেতে আগেরবারের মতো এবারও কিছু মানুষের আগমন ঘটে।

*** এক লোক, যে কিনা তার মৃত বন্ধুর মেয়েকে নিজের মেয়ে হিসেবে বড় করেছে, সে ফিরে যায় তার মৃত বন্ধুর সাথে দেখা করতে। কারন সেই মেয়ের বিয়ে ও তার আসল বাবার সম্পর্কে জানার অধিকার আছে।

*** এক ছেলে ফিরে যায় তার মৃত মায়ের সাথে কারন সে তার মায়ের শেষকৃত্যে অংশগ্রহণ করতে পারেনি। কারন সে ঘর ছেড়ে অন্য শহরে চলে যায় ক্যারিয়ার গড়তে।

*** মরণব্যাধি রোগে আক্রান্ত এক ব্যক্তি ফিরে যায় ভবিষ্যতে তার ভালোবাসার মানুষের সাথে দেখা করতে। কারন সে নিশ্চিত হতে চায় যে তার মৃত্যু তার ভালোবাসার মানুষটিকে সুখি হয়ে বেঁচে থাকা থেকে বিরত রাখেনি।

*** এক ডিটেকটিভ অফিসার ফিরে যায় তার মৃত স্ত্রীর সাথে দেখা করতে যে কিনা ৩০ বছর আগে দূর্ঘটনাবশত মারা যায়। তিনি যেতে চায় তাকে একটি উপহার দেয়ার জন্য।

টাইম ট্রাভেল যেহেতু বর্তমানকে বদলায় না, তবুও কেনো কিছু মানুষ ফিরে যায় তার অতীতে? সবাই কি নির্ধারিত সময়ের আগে ফিরে আসতে পারে?

Revenge is sweet
16/09/2025

Revenge is sweet

📔বই : দি ইলিয়াড 🖊️লেখক : হোমার ✨ঘটনাটি শুধু একটি যুদ্ধের কাহিনি নয়, বরং ঈশ্বর ও মানুষের দ্বন্দ্ব, সম্মান রক্ষার লড়াই, ...
16/09/2025

📔বই : দি ইলিয়াড
🖊️লেখক : হোমার

✨ঘটনাটি শুধু একটি যুদ্ধের কাহিনি নয়, বরং ঈশ্বর ও মানুষের দ্বন্দ্ব, সম্মান রক্ষার লড়াই, এবং জীবনের অর্থ খোঁজার এক গভীর অন্বেষণ। ঈশ্বরদের হস্তক্ষেপ, ভাগ্য বনাম ইচ্ছাশক্তির দ্বন্দ্ব এবং মানুষের সীমাবদ্ধতা এখানে নান্দনিকভাবে উপস্থাপিত হয়েছে। ভাষার দিক থেকেও এটি সমৃদ্ধ—হোমার যেভাবে উপমা ও অলঙ্কার ব্যবহার করেছেন, তা পাঠকের কল্পনাকে উদ্দীপ্ত করে। তবে, আধুনিক পাঠকদের জন্য কিছু অংশ জটিল এবং ধীরগতির লাগতে পারে, বিশেষত যুদ্ধের দীর্ঘ বিবরণ। তবুও, এটি একটি সাহিত্যিক ধ্রুপদি সৃষ্টি যা আজও প্রাসঙ্গিক, কারণ এতে মানুষের চিরন্তন প্রশ্ন ও অনুভূতির প্রতিফলন রয়েছে।

🌻সংক্ষেপে, “দি ইলিয়াড” শুধু একটি প্রাচীন গ্রন্থ নয়, বরং একটি জীবন্ত মানবিক দলিল—যেখানে যুদ্ধের পেছনের আবেগ, আত্মত্যাগ এবং সম্পর্কের টানাপোড়েন পাঠকের হৃদয়ে গভীর ছাপ ফেলে। যাদের ধৈর্য আছে এবং যারা মানুষের ইতিহাস, সাহিত্য ও মনস্তত্ত্ব বুঝতে চান—তাদের জন্য এই মহাকাব্য একটি অপরিহার্য পাঠ।

📌বইটি আমাদের শেখায়
🏮অহংকারের ভয়াবহ পরিনতি
🏮শত্রুকে সম্মান দেখানো
🏮সম্মান এবং দায়িত্ব জীবনের গুরুত্বপূর্ণ অংশ
🏮আত্মসংযোগ এবং ক্ষমাশীলতা
👉 অর্ডার করতে ক্লিক করুন: m.me/boiparaest20।

✨ যারা শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর জনপ্রিয় "অদ্ভূতুড়ে সিরিজ" খুঁজছিলেন, তাদের জন্য সুখবর!অদ্ভূতুড়ে সিরিজ মানেই রহস্য, রোমা...
14/09/2025

✨ যারা শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর জনপ্রিয় "অদ্ভূতুড়ে সিরিজ" খুঁজছিলেন, তাদের জন্য সুখবর!
অদ্ভূতুড়ে সিরিজ মানেই রহস্য, রোমাঞ্চ আর কল্পনার এক দারুণ মিশেল—যা ছোট-বড় সবারই পছন্দের।

📚 বইপাড়ায় এখন পাওয়া যাচ্ছে

সম্পূর্ণ সিরিজ একসাথে

সুন্দর প্রিন্ট আর নান্দনিক কভার

সংগ্রহে রাখার মতো মানসম্মত সংস্করণ

👉 আপনার কপি নিতে এখনই ইনবক্সে নক দিন।
📦 দেশের যেকোনো প্রান্তে কুরিয়ার সুবিধা।

আমার ধারণা ক্রাচের কর্ণেল পড়ে অনেকেই লেখক শাহাদুজ্জামানের ভক্ত হয়ে গিয়েছে।  কিন্তু আপনি কি জানেন, সে বইটা কিন্তু সঠিক ইত...
12/09/2025

আমার ধারণা ক্রাচের কর্ণেল পড়ে অনেকেই লেখক শাহাদুজ্জামানের ভক্ত হয়ে গিয়েছে। কিন্তু আপনি কি জানেন, সে বইটা কিন্তু সঠিক ইতিহাস ভিত্তিক বই না। ইতিহাস আশ্রিত উপন্যাস।

বাংলা সাহিত্যে এক আশ্চর্য চরিত্র কাকাবাবু ওরফে রাজা রায়চৌধুরী। প্রাক্তন কেন্দ্রীয় সরকারি চাকুরে কাকাবাবুর একটি পা ভাঙা, ...
12/09/2025

বাংলা সাহিত্যে এক আশ্চর্য চরিত্র কাকাবাবু ওরফে রাজা রায়চৌধুরী। প্রাক্তন কেন্দ্রীয় সরকারি চাকুরে কাকাবাবুর একটি পা ভাঙা, ক্রাচে ভর দিয়ে হাঁটেন, কিন্তু অসাধারণ তাঁর মনোবল, অনমনীয় তাঁর দৃঢ়তা, অদম্য তাঁর সাহস। একই সঙ্গে প্রখর বিশ্লেষণশক্তি, প্রচুর পড়াশোনা। কত ধরনের রহস্যের যে জট খুলেছেন তিনি, মোকাবিলা করেছেন কতরকমের প্রতিকূল পরিস্থিতির, গিয়েছেন কত যে নতুন জায়গায় তার ইয়ত্তা নেই। সঙ্গে কিশোর সন্তু ওরফে সুনন্দ, যে কিনা প্রতিটি অভিযানের সাক্ষী। ফেলুদার যেমন তোপসে, অনেকটা সেইরকমই কাকাবাবুর কাহিনিতে সন্তু। কাকাবাবু ও সন্তুর দুর্দান্ত সব অ্যাডভেঞ্চার এখন তিন খণ্ডে!

প্রায় ১৫০ বছর আগের কথা। ঘটনার শুরু ১৮৬৫ সালে, শেষ ১৮৭২-এ। প্রেক্ষাপট, পার্বত্য চট্টগ্রামের কয়েক হাজার বর্গমাইলের গভীর জঙ...
11/09/2025

প্রায় ১৫০ বছর আগের কথা। ঘটনার শুরু ১৮৬৫ সালে, শেষ ১৮৭২-এ। প্রেক্ষাপট, পার্বত্য চট্টগ্রামের কয়েক হাজার বর্গমাইলের গভীর জঙ্গলাবৃত অঞ্চল। সেখানে বাস করে 'তাউংথা' নামে পরিচিত কিছু আদিম জনজাতি। হাজার বছর ধরে সমভূমির মানুষের কাছে ওরা অসভ্য, হিংস্র, বর্বর বলে গণ্য। তার ওপর কারো কারো ধারণা, ওই ভূখণ্ডে সমতলের মানুষের প্রবেশে মানা। ফলে লোকমুখে ছড়ায় নানা উদ্ভট গুজব। ওখানকার অধিবাসীরা নাকি জলের স্পর্শ বাঁচিয়ে চলে, বাকি পৃথিবীর কোনো খবরও ওখানে আসে না!

উনিশ শতকে নিজের প্রাণ বাজি রেখে সেই 'নিষিদ্ধ' দুর্গম এলাকায় প্রবেশ করেছিলেন এক ব্রিটিশ অফিসার, থমাস হারবার্ট লুইন। দুঃসাহসী সেই অভিযানে উন্মোচন হতে থাকে একের পর এক বিস্ময়। গোরা লুইন পাহাড়িদের সঙ্গে আলাপ করেন, ঘনিষ্ঠও হন; সরেজমিনে দেখেন তাদের জীবনযাত্রা। লুসাই জনগোষ্ঠীর লোকেরা ভালোবেসে তাঁর নাম দেয় 'থাংলিয়ানা'। তারপর একটা যুদ্ধের আয়োজন। তথাকথিত 'সভ্যতা' হানা দেয় পাহাড়ের নির্জনে। বাইরের দুনিয়ায় প্রথমবারের মতো পা ফেলে অচিন অঞ্চলের মানুষ।

পার্বত্য চট্টগ্রামের বিরল সব রোমাঞ্চকর অভিজ্ঞতা নিজের কুশলী কলমে লন্ডন থেকে ১৮৮৫ সালে প্রকাশিত স্মৃতিকথা আ ফ্লাই অন দ্য হুইল-এ লিপিবদ্ধ করে গিয়েছিলেন লুইন। সেই বইয়ের পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত অধ্যায়গুলোর বাংলা অনুবাদ নিয়েই থাংলিয়ানা।

অর্ডার করুন - ৩৫০ টাকায়

কেউ তাঁকে বলতেন বইপ্রেমী, কেউ বই পা গ ল। শিশুদের কাছে তিনি ছিলেন বইদাদু। আর সারাদেশের মানুষ তাঁকে চেনত  পলান সরকার নামে।...
11/09/2025

কেউ তাঁকে বলতেন বইপ্রেমী, কেউ বই পা গ ল।

শিশুদের কাছে তিনি ছিলেন বইদাদু।

আর সারাদেশের মানুষ তাঁকে চেনত পলান সরকার নামে।

বয়সের কাছে হার না মানা মানুষটি নিজের টাকায় বই কিনে হেঁটে হেঁটে পৌঁছে দিতেন মানুষের বাড়ি।

পড়া শেষ হলে সেই বই সংগ্রহ করে আবার নতুন বই দিয়ে আসতেন। এভাবেই রাজশাহীর প্রায় ২০টি গ্রামে তিনি গড়ে তোলেন বই পড়ার এক অন্যরকম আন্দোলন।

পলান সরকার রাজশাহী জেলার বাঘা উপজেলার গ্রামে গ্রামে ঘরের বধু-মা-বোনদের কাছে বই নিয়ে যেতেন এবং তাদের পড়তে দিতেন ।

পড়াশেষে বই ফেরত এনে আরেকটি বই দিয়ে আসতেন। আর এই সবটুকু কাজই তিনি করতেন পায়ে হেটে হেটে। প্রতিদিন মাইলের পর মাইল পায়ে হেটে বাড়ি বাড়ি গিয়ে তিনি মানুষকে উদ্ভুদ্ধ করতেন বই পড়ার প্রতি।

৯০ বছর বয়সে ও প্রতিদিন ১০-১২ কিলোমিটার পায়ে হেটে গ্রামে গ্রামে গিয়ে মানুষের হাতে বই ধরিয়ে দিতেন। এই কাজের জন্য কোনো বেতন ভাতা পেতেন না।

বইপড়া আন্দোলনের মাধ্যমে তিনি মানুষকে অন্ধকার জগৎ থেকে মুক্তি দিতে চেয়েছিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত আলোর কথা ভেবেছেন!

২০১১ সালে তিনি সামাজিকভাবে অবদান রাখার জন্য একুশে পদক পান।

বাংলাদেশে তার মতো হাজার হাজার পলান সরকার তৈরি হোক ।

বইয়ের গল্প ছড়িয়ে পরুক পলান সরকারের মতো সাদা মানুষদের হাত ধরে।

আলোর এই ফেরিওয়ালা ১৯২১ সালের ১০ সেপ্টেম্বর নাটোরে জন্মগ্রহণ করেন।

আজ তার জন্মদিন

শুভ জন্মদিন আলোর ফেরিওয়ালা পলান সরকার❤️

©

📚 “গ্রেভ অভ দ্য ফায়ারফ্লাইজ” ✨ শিশুর চোখে যু/দ্ধের ভয়ানক চিত্র 😞 বেঁচে থাকার লড়াইয়ে দুই ভাইবোন 💔 আপনার হৃদয় ভেঙে দেবে...
11/09/2025

📚 “গ্রেভ অভ দ্য ফায়ারফ্লাইজ” ✨ শিশুর চোখে যু/দ্ধের ভয়ানক চিত্র 😞 বেঁচে থাকার লড়াইয়ে দুই ভাইবোন 💔
আপনার হৃদয় ভেঙে দেবে এমন একটি গল্প। ..

‘আজ কত তারিখ? কী বার?’
এই ভাবনা মাথায় নিয়ে মা/রা গেল শেইতা। ওর লা/শটা পড়ে রইল ওভাবেই। রেলের কর্মচারী হাতে তুলে নিলো লা/শের পাশে থাকা বাক্সটা, প্রাণপণ শক্তিতে ছুঁড়ে দিল ধ্বংসস্তূপের দিকে। ভেতর থেকে বেরিয়ে এলো কিছু সাদা পাউডার...সেই সঙ্গে ছোট্ট তিন টুকরো হাড়। ওগুলো শেইতার ছোটো বোন, শেতশুকোর!
চার বছর বয়সি বাচ্চাটা একপর্যায়ে এসে দাঁড়াবার ক্ষমতাই হারিয়ে ফেলেছিল, তারপর ঘুমিয়ে পড়ে চিরতরে.....ঠিক ওর ভাইয়ের মতোই।
‘গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ’ এমন একটা বই, যা পড়তে গিয়ে বোধহয় যেকারও দৃষ্টি ঝাপসা হয়ে আসবে নিজের অজান্তেই।

✅ বই: গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ
☑️ লেখক: আকিইয়ুকি নোসাকা
☑️ অনুবাদ: মো. ফুয়াদ আল ফিদাহ

✅ মুদ্রিত মূল্য: ২৮০ টাকা

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when বইপাড়া.কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বইপাড়া.কম:

Share