Organic Product BD

Organic Product BD সকল ধরনের পণ্যের সমাহার,, আমরা সবসময়ই ভালো অথেনটিক পণ্য বিক্রি করতে বদ্ধপরিকর

30/08/2025
25/08/2025

"আপনি কি কখনো একজন ওলী আল্লাহকে দেখেছেন?"

মাওলানা রহঃ বললেন, "আমি এখনই একজন ওলী আল্লাহর সঙ্গে দেখা করে আসছি।"

বিস্তারিত জিজ্ঞেস করা হলে তিনি বললেন, "রেলওয়ে স্টেশনে নামলে মাল তোলার জন্য কুলির প্রয়োজন হলো।"
অনেক কুলি দৌড়ে এসে সাহায্য করতে চাইলে আমার নজর এক কুলির উপর পড়ল, যিনি অত্যন্ত শান্তভাবে নামাজে মগ্ন ছিলেন।

আমি সিদ্ধান্ত নিলাম, আমরা কেবল তার জন্যই অপেক্ষা করব।
যখন সে নামাজের কাজ শেষ করল, আমি তাকে জিজ্ঞেস করলাম, "তুমি কেমন মানুষ?"
আমি বললাম, "ট্রেনের আগমনই তো তোমার রুজির মাধ্যম, তুমি রুজি কামানোর সময় নামাজ কেন শুরু করলে?"

সেই কুলি বলল, "যে (রিজিক দাতা), তিনি আমার অংশের রুজি আমার কাছে পৌঁছে দেন।
এখন যেই রিজিক দাতা আপনাকে আমার জন্য অপেক্ষা করাচ্ছে, আমি কি তার ইবাদতকে পিছিয়ে দেব?"

সত্যিই,

06/08/2025

আসসালামু আলাইকুম
বিদ্রঃ ইনসুলিন নিচ্ছে এমন রোগী ১ থেকে ৪ সাপ্তাহের মধ্যে ইনসুলিন মুক্ত জীবন উপহার পাবেন ইনশাল্লাহ। ডায়বেটিস এর পাশাপাশি আমাদের যা রয়েছে তা নিচে দেয়া হলঃ

Index Laboratory
১- ডায়াবেটিস ২- এ্যাজমা ৩- পাইলস ৪-গ্যাস্ট্রিক ও আলসার ৫- বাত-ব্যাথা ৬- হার্টের, লিভার ও কিডনি সমস্যা ৭-পুরাতন আমাশয় ৮-যৌন সমস্যা ৯-অতিরিক্ত মেদ ১০-স্ত্রী রোগ ১১-উচ্চ রক্তচাপ ১২-হেপাটাইটিস-বি ১৩-এলার্জি ও চর্মরোগ ১৪-কোষ্ঠ কাঠিন্য ১৫-ক্ষুধামন্দা ইত্যাদি।

ISO-- সনদ প্রাপ্ত কোম্পানি Index laboratory Ayu ltd. প্রায় লক্ষাধীক ডায়বেটিস, গ্যাস্ট্রিক, আলসার, যৌন সমস্যা, রক্তচাপ এবং অন্যান্য পেশেন্ট সুস্থ হয়েছে আমাদের চিকিৎসা নিয়ে।
# জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন।
Service Call: 01627153368 (WhatsApp)

DIBEDEX (ডাইবিডিক্স) সেবন করুন, ইনসুলিন মুক্ত জীবন গড়ুন। DIBEDEX, যা INDEX Laboratory কর্তৃক একটি বিশ্বমান আয়ুর্বেদিক ঔষধ।

যার প্রধান কাজ শরীরের ইনসুলিন তৈরিতে ভূমিকা পালনকারী অঙ্গগুলোকে সক্রিয় করে। শরীরের ইনসুলিন তৈরি করে এবং শরীরের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে থাকে। নিয়ম অনুযায়ী DIBEDEX সেবনের ফলে এক সময় ডায়াবেটিসের জন্য আপনার কোন ঔষধ অথবা ইনসুলিন গ্রহনের প্রয়োজন হবে না।

স্বাভাবিক ডায়বেটিসঃ
A. খাবার গ্রহনের আগে খালি পেটে নরমাল ডায়বেটিস এর পরিমান 5.6 থেকে 6.9 mmol/L

B. খাবারের গ্রহণের পরবর্তী 2 ঘন্টা নরমাল ডায়বেটিস এর পরিমান 7.8 থেকে 11.1 mmol/L

ঔষধ সেবন বিধি এবং আমাদের পরামর্শ পেতে আজই যোগাযোগ করুন আমাদের হেল্প লাইনে।
Help Center: +880 01627153368

সতর্কতাঃ
অবশ্যই নিয়ম অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। প্রয়োজনে আমাদের ইনডেক্স রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিন।
ধন্যবাদ।

29/07/2025

আসসালামু আলাইকুম
বিদ্রঃ ইনসুলিন নিচ্ছে এমন রোগী ১ থেকে ৪ সাপ্তাহের মধ্যে ইনসুলিন মুক্ত জীবন উপহার পাবেন ইনশাল্লাহ। ডায়বেটিস এর পাশাপাশি আমাদের যা রয়েছে তা নিচে দেয়া হলঃ

Index Laboratory
১- ডায়াবেটিস ২- এ্যাজমা ৩- পাইলস ৪-গ্যাস্ট্রিক ও আলসার ৫- বাত-ব্যাথা ৬- হার্টের, লিভার ও কিডনি সমস্যা ৭-পুরাতন আমাশয় ৮-যৌন সমস্যা ৯-অতিরিক্ত মেদ ১০-স্ত্রী রোগ ১১-উচ্চ রক্তচাপ ১২-হেপাটাইটিস-বি ১৩-এলার্জি ও চর্মরোগ ১৪-কোষ্ঠ কাঠিন্য ১৫-ক্ষুধামন্দা ইত্যাদি।

ISO-- সনদ প্রাপ্ত কোম্পানি Index laboratory Ayu ltd. প্রায় লক্ষাধীক ডায়বেটিস, গ্যাস্ট্রিক, আলসার, যৌন সমস্যা, রক্তচাপ এবং অন্যান্য পেশেন্ট সুস্থ হয়েছে আমাদের চিকিৎসা নিয়ে।

#সারদেশে ডিলারশিপ (জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক) নিয়োগ চলছে।

# জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন।
Service Call: 01627153368 (WhatsApp)

DIBEDEX (ডাইবিডিক্স) সেবন করুন, ইনসুলিন মুক্ত জীবন গড়ুন। DIBEDEX, যা INDEX Laboratory কর্তৃক একটি বিশ্বমান আয়ুর্বেদিক ঔষধ।

যার প্রধান কাজ শরীরের ইনসুলিন তৈরিতে ভূমিকা পালনকারী অঙ্গগুলোকে সক্রিয় করে। শরীরের ইনসুলিন তৈরি করে এবং শরীরের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে থাকে। নিয়ম অনুযায়ী DIBEDEX সেবনের ফলে এক সময় ডায়াবেটিসের জন্য আপনার কোন ঔষধ অথবা ইনসুলিন গ্রহনের প্রয়োজন হবে না।

স্বাভাবিক ডায়বেটিসঃ
A. খাবার গ্রহনের আগে খালি পেটে নরমাল ডায়বেটিস এর পরিমান 5.6 থেকে 6.9 mmol/L

B. খাবারের গ্রহণের পরবর্তী 2 ঘন্টা নরমাল ডায়বেটিস এর পরিমান 7.8 থেকে 11.1 mmol/L

ঔষধ সেবন বিধি এবং আমাদের পরামর্শ পেতে আজই যোগাযোগ করুন আমাদের হেল্প লাইনে।
Help Center: +880 01627153368

সতর্কতাঃ
অবশ্যই নিয়ম অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। প্রয়োজনে আমাদের ইনডেক্স রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিন।
ধন্যবাদ।

29/07/2025

Kodak কোম্পানির কথা মনে আছে? ১৯৯৮ সালে কোড্যাক কোম্পানিতে ১ লক্ষ ৭০ হাজার কর্মচারী কাজ করতেন এবং বিশ্বে ছবি তোলার ৮৫%ই কোড্যাক ক্যামেরায় তোলা হত। গত কয়েক বছরে মোবাইল এবং ডিজিটাল ক্যামেরার বাড়বাড়ন্ত হওয়ায় এমন অবস্থা হয় যে Kodak কোম্পানিটাই উঠে যায়। এমনকি Kodak সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ে এবং এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়।
ওই একই সময়ে বা এর কিছু আগে পরে আরো কতগুলি বিখ্যাত কোম্পানি তাদের ঝাঁপ পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয়। যেগুলো এখনও কোনমতে টিকে আছে তাদের অবস্থাও নিভু নিভু। যেমন:
১. National (টিভি)
২. Raledy (ক্যাসেট প্লেয়ার)
৩. Casio (ঘড়ি)
৪. Ambassador (গাড়ি)
৫. Nokia (মোবাইল)
৬. Murphy (রেডিও)
৭. Compaq (পিসি ব্র্যান্ড)
৮. Oldsmobile (গাড়ি নির্মাতা)
৯. Pan Am (বিমান সংস্থা)
১০. Blockbuster (ভিডিও চেইন)
১১. Borders (বই বিক্রেতা)
১২. Toys "R" Us (খেলনা বিক্রেতা)
১৩. Enron (বৈশ্বিক জ্বালানি কোম্পানি)
১৪. Woolworth's (বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা)
১৫. Tower Records (মিউজিক স্টোর)
এই কোম্পানিগুলোর মধ্যে কারুরই কোয়ালিটি খারাপ ছিল না। তবুও এরা উঠে গেল কেন? কারণ, সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি।
এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনের ১০ বছরে দুনিয়া কতটা পাল্টে যেতে পারে! আজকের ৭০ থেকে ৯০% চাকরিই সামনের ১০ বছরে সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে চলেছে। আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে।
আমার কথা বিশ্বাস হচ্ছে না? আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান।
Uber কেবলমাত্র একটি software এর নাম। এদের নিজস্ব কোনো গাড়ি নেই। তবুও আজ তারা পৃথিবীর বৃহত্তম ট্যাক্সিভাড়ার কোম্পানি।
Airbnb হল আজকে দুনিয়ার সবথেকে বড় হোটেল কোম্পানি। কিন্তু মজার ব্যাপার হলো, পৃথিবীর একটি হোটেলও তাদের মালিকানায় নেই। একইভাবে Paytm, Ola Cabs, Oyo rooms ইত্যাদি অসংখ্য প্রতিষ্ঠানের উদাহরণ দেওয়া যেতে পারে।
আজকে উন্নত দেশগুলোতে জুনিয়র আইনজীবীদের জন্য কোনো কাজ নেই, কারণ Clio, My Case, Practice Partner নামের সফটওয়্যারগুলো যে কোনো নতুন উকিলের থেকে অনেক ভালো ওকালতি করতে পারে। নতুন ডাক্তারদেরও চাকরি যেতে বসেছে। Medscape, Merative, Telemedicine, eClinicalWorks, Doctor on Demand নামের অ্যাপগুলো মানুষের থেকে ৪ গুণ নিখুঁতভাবে ক্যান্সার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে।
পরের ১০ বছরে ৯০% মানুষের কোনো চাকরি থাকবে না। বাকি থাকবে কেবল ১০%। এই ১০% হলো বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ। ২০৩০ সালের মধ্যে AI এর বুদ্ধিমত্তা এক অন্য উচ্চতায় পৌঁছে যাবে, যার ফলে কর্মী হিসেবে মানুষের প্রয়োজনীয়তা একেবারেই কমে যাবে।
সামনের ২০ বছরে আজকের ৯০% গাড়িই রাস্তায় দেখা যাবে না। বেঁচে থাকা গাড়িগুলো হয় ইলেক্ট্রিকে চলবে অথবা হাইব্রিড হবে। রাস্তাগুলো ক্রমশ ফাঁকা হতে থাকবে। পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী দেশগুলি ক্রমশ অর্থনৈতিক সংকটে পড়বে।
তখন গাড়ি লাগলে, উবারের মত কোনো software এর কাছেই গাড়ি চাইতে হবে। আর গাড়ি চাইবার কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ চালক বিহীন একটা গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে। আপনি যদি অনেকের সাথে ওই একই গাড়িতে যাত্রা করেন, তাহলে মাথাপিছু গাড়িভাড়া বাইকের থেকেও কম হবে।
গাড়িগুলো চালকবিহীন হবার ফলে ৯৯% দুর্ঘটনা কমে যাবে। এবং সেই কারণেই গাড়ি বীমা করানো বন্ধ হবে এবং গাড়ি বীমার কোম্পানিগুলো সব উঠে যাবে।
গাড়ি চালানোর মতো কাজগুলো আর বেঁচে থাকবে না। ৯০% গাড়িই যখন রাস্তা থেকে উধাও হয়ে যাবে, তখন ট্রাফিক পুলিশ এবং পার্কিং এর কর্মীদেরও কোনো প্রয়োজন থাকবে না।
ভেবে দেখুন, আজ থেকে ১০ বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে STD বুথ ছিল। দেশে মোবাইল বিপ্লব আসার পর, এই সবকটা STD বুথই কিন্তু পাততাড়ি গুটাতে বাধ্য হলো। যেগুলো টিকে রইল, তারা মোবাইল রিচার্জের দোকান হয়ে গেল। এরপর মোবাইল রিচার্জেও অনলাইন বিপ্লব এল। ঘরে বসেই অনলাইনে লোকে মোবাইল রিচার্জ করা শুরু করল। এই রিচার্জের দোকানগুলোকে তখন আবার বদল আনতে হল। এরা এখন শুধুই মোবাইল ফোন কেনাবেচা এবং সারাইয়ের দোকান হয়ে দাঁড়িয়েছে। তবে সেটাও বদলাবে খুব শিগগিরই। কারণ Amazon, Flipkart থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি দিনকে দিন বাড়ছে।
টাকার সংজ্ঞাও পাল্টাচ্ছে। একসময়ের নগদ টাকা আজকের যুগে প্লাস্টিক টাকায় পরিণত হয়েছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের যুগ ছিল কদিন আগেও। এখন সেটাও বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেট এর যুগ। bKash, Nagad, Paytm, GoodLeap, Brex, Plaid এর রমরমা বাজার — মোবাইলের এক টিপে টাকা এপার ওপার।
যারা সময়ের সাথে বদলাতে পারে না, সময় তাদেরকে ডাস্টবিনে ফেলে দেয়। তাই টিকে থাকতে চাইলে ক্রমাগত নিজেকে আপডেট করতে থাকুন।

সারা বাংলাদেশে index এর পণ্য পাইকারি মূল্য নিতে পারবেন
26/07/2025

সারা বাংলাদেশে index এর পণ্য পাইকারি মূল্য নিতে পারবেন

Address

Faruk Mension, Beside Of Old Registry Office
Feni
3900

Telephone

+8801531112301

Website

Alerts

Be the first to know and let us send you an email when Organic Product BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Organic Product BD:

Share