
24/07/2025
ফেনীর সহদেবপুরে অনলাইন
জু-য়াড়ি গ্রে-ফতার
ফেনীতে অনলাইন অ্যাপস ব্যবহার করে সাইবার স্পেসে জুয়া খেলায় এক জনকে গ্রে-ফতার করেছে
গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত সাইফুল ফেনী পৌরসভার বিরিঞ্চি
মাদ্রাসা রোড এলাকার মো:
নুর নবীর ছেলে।
পৌরসভার উত্তর সহদেবপুর
গ্রামস্থ আলোকদিয়া সড়কের
উত্তর পার্শ্বে চা দোকানের
ভিতর মোবাইল ফোনে অনলাইন অ্যাপস ব্যবহার করে
অনলাইনে টাকা লেনদেন করে বাজি ধরে কতিপয় লোক নিয়ে জুয়া খেলছিল।
ফেনী জেলা গোয়েন্দা
পুলিশের অফিসার ইনচার্জ
মর্ম সিং ত্রিপুরা জানান,
অনলাইন অ্যাপস ব্যবহার
করে সাইবার স্পেসে জুয়া
খেলায় মো: সাইফুল ইসলাম
(৪৪) কে বুধবার সন্ধ্যা সাড়ে
সাতটার দিকে গোয়েন্দা
পুলিশ গ্রেফতার করে। সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ তাকে চা
দোকানের ভিতর থেকে আটক করে। সাইফুল হাতে থাকা মোবাইল ফোনে
সাইবার স্পেসে জুয়া খেলার
অ্যাপস এবং মোবাইল
ফিন্যান্সিয়াল সার্ভিস (গঋঝ )
মাধ্যমে টাকা লেনদেন
করছিল।