24/03/2025
শমসের গাজী চর্চা কেন্দ্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
ফেনীর বীর সন্তান, ভাটিরবাঘ, বাংলার সানি নবাব শমসের গাজীর জীবন ও কর্ম চর্চার উদ্দেশ্যে গঠিত "শমসের গাজী চর্চা" কেন্দ্রের উদ্যোগে শহরের বেস্ট ইন রেস্টুরেন্টে সোমবার (২৪মার্চ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড, কাজী মোস্তাক গাউসুল হকের সভাপতিত্বে, সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ ফজলুল হকের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শমসের গাজী চর্চা কেন্দ্রের প্রধান উপদেষ্টা সাবেক এমপি ওয়াদুদ ভুঁইয়া, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার, সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ আহমদ হোসেন, শমসের গাজী চর্চা কেন্দ্রের উপদেষ্টা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব, শমসের গাজী চর্চা কেন্দ্রের উপদেষ্টা আলাল উদ্দিন আলাল, ফেনী ইউনিভার্সিটির সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি বিভাগের ডিন, সোহরাব হোসাইন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, শমসের গাজী চর্চা কেন্দ্রের যুগ্ন আহবায়ক ওমর ফারুক, ইকবাল ভুঁইয়া, জাতীয় নাগরিক কমিটির জেলা নেতা শাহ ওয়ালি উল্লাহ মানিক, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, জামায়াতে ইসলামী ফেনী জেলা সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, ফেনী শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, এবি পার্টির ফেনী জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকি, ফেনী কলেজ গনিত বিভাগের প্রধান জহির উদ্দিন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক লায়ন মোর্শেদ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী শহর সভাপতি ওমর ফারুক, ফেনী সরকারি কলেজ সভাপতি মু ইউনুছ, দৈনিক ফেনীর সম্পাদক আরিফ রিজবি, সাপ্তাহিক ফেনী সংবাদ এর সম্পাদক এস. এম মাছুম বিল্লাহ, দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাইন উদ্দিন, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক সিদ্দিক আল মামুন, ছাত্র সমন্বয়ক আব্দুল আজিজ, যোবাইর হোসেন, সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মিতা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মু,আলী আহমদ ফোরকান,, খেলাফত মজলিসের সহ সেক্রেটারি আজিজ উল্যাহ প্রমুখ।