08/05/2025
আলকরার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে
বীকন মডেল কলেজ’র মতবিনিময়
ফেনী : ০২ মে, ২০২৫
চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছে ফেনীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বীকন মডেল কলেজ। ১ মে বৃহস্পতিবার বিকেলে ধোপাখিলা স্কুল মিলনায়তনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম মাছুম বিল্লাহ’র সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন মিশন হাসপাতালের নির্বাহী পরিচালক মো. সাহাব উদ্দিন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু নাসের, আলকরা হাই স্কুলের প্রধান শিক্ষক লোকমান হোসেন।
বীকন মডেল কলেজের প্রভাষক আবদুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন গংরা মহিলা মাদ্রাসার সিনিয়র শিক্ষক খলিলুর রহমান, আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল মান্নান, বিশিষ্ট সমাজসেবক আবদুর রহিম, মনির আহাম্মদ মানিক, বীকন মডেল কলেজের প্রভাষক আবুল খায়ের, সাবেক প্রভাষক মাহমুদুল হক প্রমূখ। অনুষ্ঠানে আলকরা ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ফেনী সদর উপজেলার ধর্মপুর ও শর্শদী ইউনিয়নের পাশাপাশি আলকরা ইউনিয়নের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে বীকন মডেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি সুনামের সাথে কার্যক্রম চালিয়ে আসছিলো। নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠিত ফেনীর একমাত্র বেসরকারি কলেজ বিগত কিছুসময় রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছিলো। কলেজটি আপনাদের প্রতিষ্ঠান, কলেজকে এগিয়ে নিতে ছাত্র ভর্তি সহ গঠনমূলক পরামর্শ দিয়ে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন এই কলেজ থেকে অতীতের মতো ভবিষ্যতে নৈতিকতা সম্পন্ন সুনাগরিক তৈরি হয়ে, দেশগড়ায় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।