Gen Z Awami

Gen Z Awami মুজিব আমার চেতনা
মুজিব আমার বিশ্বাস।।।

মুজিবের স্মরণে
ভিয় করিনা মরণে।।

আয়নার দেশে অন্ধকার বিক্রি করা কাকু জাতি আপনাকে আরো ৫ বচ্ছর চায় 😅
06/09/2025

আয়নার দেশে অন্ধকার বিক্রি করা কাকু জাতি আপনাকে আরো ৫ বচ্ছর চায় 😅

19/08/2025

কীর্তিমানের মৃত্যু নেই...
ইতিহাস মুছে ফেলা যায় না,
মানুষের মুখ চেপে রাখা যায় হয়তো কিছুদিন, তবে স্থায়ী ভাবে নয়।
বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ,৭১ হইছে দেখেই আজ আমরা বাংলাদেশ স্বাধীন দেশ বলতে পারি।
বিনম্র শ্রদ্ধা এ বাঙালী জাতির মহানায়ক শেখ মুজিবুর রহমান।

02/08/2025

একটু ধৈর্য রাখুন।
শেখ হাসিনা আসবে এতে কোন সন্দেহ নাই।
আবারো বলতেছি ধৈর্য রাখুন।

21/07/2025

রাত একটা থেকে ২ টার পর্যন্ত কয়েকবার এম্বুলেন্স এসে লাশ নিয়ে গেছে। শিক্ষার্থীরা লা’শের সঠিক হিসাব চেয়ে আন্দোলন করতেছে। লা’শের হিসেব দে ইন্টেরিম।

কক্সবাজারের চকরিয়ায় এনসিপির সমাবেশ স্থানীয় মানুষজনের প্রতিরোধে পণ্ড হয়ে গেছে। পুলিশ আর সেনা প্রহরার ভেতর ওরা কোনো রক...
19/07/2025

কক্সবাজারের চকরিয়ায় এনসিপির সমাবেশ স্থানীয় মানুষজনের প্রতিরোধে পণ্ড হয়ে গেছে। পুলিশ আর সেনা প্রহরার ভেতর ওরা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে।

কিন্তু একবার ভেবে দেখুন—সেখানে কি পুলিশের গুলিতে কেউ মারা গেছে? সেনাবাহিনীর গুলিতে? সেখানে কি ১৪৪ ধারা জারি হয়েছে? বাড়িতে বাড়িতে ঢুকে মানুষের হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে? গণহারে হত্যা, গণগ্রেফতার বা মিথ্যা মামলা দেওয়া হয়েছে?

না, কক্সবাজারে এমন কিছুই হয়নি—কারণ এই সমাবেশ প্রতিহত করেছে বিএনপির নেতাকর্মীরা। আর গোপালগঞ্জে? সেখানে ঠিক এই কাজগুলোই হয়েছে—পুলিশ-সেনাবাহিনী দিয়ে নিরীহ মানুষের রক্ত ঝরানো হয়েছে, গ্রামে গ্রামে ঢুকে গৃহবন্দি করে রাখা হয়েছে, গণহারে মামলা আর গ্রেফতার চালানো হয়েছে।

তফাৎটা এখানেই—একপাশে জনগণের প্রতিবাদ, আরেকপাশে রাষ্ট্রযন্ত্রের বর্বরতা!

16/07/2025

আমরা ক্যান্টমেন্ট থেকে তৈরি হওয়া দল না,আমরা সেনাবাহিনীর ট্যাংকের বিতর তৈরী হওয়া দল।

জন দাবিতে  একজন জন দরদী পরিবর্তন করে দিলেন -
24/06/2025

জন দাবিতে একজন জন দরদী পরিবর্তন করে দিলেন -

সাপ্তাহিক সুদের ছড়ালুৎফর রহমান রিটন > বৃহস্পতি বুধ?--খাইতে মজা সুদ!> মঙ্গলে আর সোম?--সুদের টাকায় রোম...সুইডেন আর প্যারিস...
21/06/2025

সাপ্তাহিক সুদের ছড়া
লুৎফর রহমান রিটন

> বৃহস্পতি বুধ?
--খাইতে মজা সুদ!

> মঙ্গলে আর সোম?
--সুদের টাকায় রোম...
সুইডেন আর প্যারিস ঘুরি
ভোম ভোলানাথ ভোম...

> জুম্মাবারে? --খাই।
সুদটা জায়েজ রোজ প্রতিদিন,
অসুবিধা নাই...

> এবং রবিবারে?
--সুদের রেটটা বাড়ে...
সুদাধিকার থেকে আমায়
কে রুধিতে পারে!

> শনিবারেও খাস?
--তোর হস্তে হারিকেন আর
জায়গা মতন বাঁশ!

আমি সুদী মাইক্রো মুদি
সুদের করি চাষ,
রোজ প্রতিদিন সুদটা হালাল
হালাল বারো মাস।

টাকার মইধ্যে লেখা থাকে?
হারাম নাকি হালাল?
ফের যদি তুই প্রশ্ন করিস
তুই ফেসিস্টের দালাল...

অটোয়া ১৯ জুন ২০২৫

[ ছবি : সুজন চৌধুরী ]

24/03/2025

যত দিন যাচ্ছে তত মানুষ বুজতে পারতেছে আগেই ভালো ছিলাম 💪

Address

FENI
Feni

Telephone

+8801974267748

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gen Z Awami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share