Foyez Kabir

Foyez Kabir Teacher || Dreamer || Learner ||Co-Ordinator

https://youtube.com/c/FoyezKabir

01/03/2025

চি‌কিৎসা বিষয়ক যে যে কার‌নে রোজা ভাং‌গে না:
➖➖➖➖

আমরা নিম্নে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন কিছু বিষয় উল্লেখ করব। এগুলোর মধ্যে কোন্‌টি রোযা নষ্ট করবে, আর কোন্‌টি রোযা নষ্ট করবে না তা উল্লেখ করব। মূলত এ বিবরণটি ‘ফিকাহ একাডেমী’ এর মিটিং গুলোতে যে গবেষণাপত্রগুলো উপস্থাপিত হয়েছে সেগুলোর সার-সংক্ষেপ:

#এক: নিম্নোক্ত বিষয়গুলো রোযা ভঙ্গকারী হিসেবে গণ্য হবে না:

১. চোখের ড্রপ, কানের ড্রপ, কানের ক্লিনার, নাকের ড্রপ, নাকের ইনহেলার ইত্যাদির ব্যবহার। তবে এ ঔষুধগুলোর কিংদাংশ যদি যদি গলার ভেতরে চলে যায় তাহলে যেন গিলে না ফেলে।

২. শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা কিংবা অন্য কোন রোগের চিকিৎসার ক্ষেত্রে জিহ্বার নীচে যে ট্যাবলেট বা অন্য কিছু রাখা হয় সেটা থেকে নির্গত কোন পদার্থ গলার ভিতরে চলে না গেলে।

৩. মেডিকেল টেস্টের জন্য যোনিপথে যা কিছু ঢুকানো হয়; যেমন- সাপোজিটরি, লোশন, কলপোস্কোপ, হাতের আঙ্গুল ইত্যাদি।

৪. স্পেকুলাম বা আই. ইউ. ডি. বা এ জাতীয় কোন মেডিকেল যন্ত্রপাতি জরায়ুর ভেতরে প্রবেশ করালে।

৫. নারী বা পুরুষের মুত্রনালী দিয়ে যা কিছু প্রবেশ করানো হয়; যেমন- ক্যাথিটার, সিস্টোস্কোপ, এক্সরে এর ক্ষেত্রে ব্যবহৃত রঞ্জক পদার্থ, ঔষধ, মুত্রথলি পরিস্কার করার জন্য প্রবেশকৃত দ্রবণ।

৬. দাঁতের রুট ক্যানেল করা, দাঁত ফেলা, মেসওয়াক দিয়ে কিংবা ব্রাশ দিয়ে দাঁত পরিস্কার করা; যদি কোন কিছু গলায় চলে গেলে সেগুলো গিলে না ফেলে।

৭. গড়গড়া কুলি ও চিকিৎসার জন্য মুখে ব্যবহৃত স্প্রে; যদি কোন কিছু গলায় চলে আসলে সেটা গিলে না ফেলে।

৮. চিকিৎসার উদ্দেশ্যে চামড়াতে, পেশীতে, কিংবা রগে ইনজেকশন দেয়া; যদি সেটা পুষ্টিকর তরল বা ইনজেকশন না হয়।

৯. অক্সিজেন গ্যাস নেয়া।

১০. এ্যানেসথেসিয়ার জন্য ব্যবহৃত গ্যাস রোযা ভঙ্গ করবে না; যদি না রোগীকে এর সাথে কোন খাদ্য-দ্রবণ দেয়া হয়।

১১. চামড়া দিয়ে শরীরে যা কিছু প্রবেশ করে। যেমন- তৈল, মলম, মেডিসিন ও কেমিকেল সম্বলিত ডাক্তারি প্লাস্টার।

১২. ডাগায়নস্টিক ছবি তোলা কিংবা চিকিৎসার উদ্দেশ্যে হৃৎপিণ্ডের ধমনীতে কিংবা শরীরের অন্য কোন অঙ্গের শিরাতে ছোট একটি টিউব প্রবেশ করানো।

১৩. নাড়ীভুড়ি পরীক্ষা করার জন্য কিংবা অন্য কোন সার্জিকাল অপারেশনের জন্য পেটের ভেতর একটি মেডিকেল স্কোপ প্রবেশ করালেও রোযা ভাঙ্গবে না।

১৪. কলিজা কিংবা অন্য কোন অঙ্গের নমুনাস্বরূপ কিছু অংশ সংগ্রহ করলেও রোযা ভাঙ্গবে না; যদি এ ক্ষেত্রে কোন দ্রবণ গ্রহণ করতে না হয়।

১৫. পাকস্থলীতে গ্যাসট্রোস্কোপ (gastroscope) ঢুকানো; যদি এর সাথে অন্য কোন দ্রবণ বা পদার্থ ঢুকানো না হয়।

১৬. চিকিৎসার স্বার্থে মস্তিষ্কে কিংবা স্পাইনাল কর্ডে কোন মেডিকেল যন্ত্র কিংবা কোন ধরণের পদার্থ ঢুকানো।

১৭. অনিচ্ছাকৃত বমি; তবে ইচ্ছা করে বমি করলে রোযা নষ্ট হয়ে যাবে।

#দুই:

মুসলিম ডাক্তারের কর্তব্য হচ্ছে, উল্লেখিত চিকিৎসাগুলোর মধ্যে যেটি ইফতারের পরে করা সম্ভব সেটি ইফতারের পরে করার জন্য রোগীকে পরামর্শ দেয়া। যাতে করে, এ চিকিৎসা রোযার শুদ্ধতার উপর কোন প্রভাব তৈরী করার সম্ভাবনা না থাকে।

*মুজাম্মাউল ফিকহ আল-ইসলামী (ইসলামী ফিকাহ একাডেমি), পৃষ্ঠা ২১৩*
[সংগৃ‌হিত]

প্রথমবারের মতো ডাক পেলেন হামজা চৌধুরী।
09/02/2025

প্রথমবারের মতো ডাক পেলেন হামজা চৌধুরী।

06/01/2025

হায়রে ফিলিস্তিন! আর শুধু ২-৪ টা মসজিদ দাঁড়িয়ে আছে। পৃথিবীর বুকে সবচেয়ে হতভাগা জাতি।😭

█▒▒▒ ❤️ বেকার বান্ধব প্রজ্ঞাপন ❤️ ▒▒▒█বিসিএস ব্যতীত নন ক্যাডার পদ এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশা...
30/12/2024

█▒▒▒ ❤️ বেকার বান্ধব প্রজ্ঞাপন ❤️ ▒▒▒█
বিসিএস ব্যতীত নন ক্যাডার পদ এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন গ্রেডভুক্ত পদের নিয়োগ পরীক্ষা ফি শর্তসাপেক্ষে নিম্নরূপভাবে পুনঃনির্ধারণ করা হলো:

“Hunger is the deepest and most unbearable pain of all.”Photo taken: November 17, 2023
09/12/2024

“Hunger is the deepest and most unbearable pain of all.”

Photo taken: November 17, 2023

07/12/2024

পরীক্ষা পদ্ধতি ফিরে আসার ফলে
গত দুই মাসে শিক্ষার্থীরা যা পড়েছে,
গত দুই বছরেও তা পড়েনি।

18/11/2024

সরকারি চাকুরিতে প্রবেশের বয়স ৩২বছর করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

17/11/2024

নবম পে স্কেল সহ
৫ দফা দা‌বি না মান‌লে কর্ম বির‌তির ঘোষণা সরকা‌রি চাকু‌রিজীবী জাতীয় ফোরা‌মের-----------

আধারে ভয় পেয়ো নাআলো আছে আড়ালেঅন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে।📷 Shihab AhMed
30/10/2024

আধারে ভয় পেয়ো না
আলো আছে আড়ালে
অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে।

📷 Shihab AhMed

24/10/2024

🔥ব্রেকিং নিউজ 🔥
৩ বারের বেশি বিসিএসে অংশ নেয়া যাবে না!

উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

24/10/2024

🎯Upcoming
🔥জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার ফলাফল ২০/১১/২০২৪ইং প্রকাশ হবে।
🤗অতিসত্বর অনার্স ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে।

NUB Official News

Address

Old Police Quarter
Feni

Telephone

+8801629461440

Website

Alerts

Be the first to know and let us send you an email when Foyez Kabir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Foyez Kabir:

Share

Category